তাছাড়া পথে ঘাটে তো নানান ভাবেই ঠকছি, আজ না হয় দুটো বৃদ্ধ বৃদ্ধার কাছে ঠকলাম।
দাদা দারুণ লাগলো এই কথাটি পড়ে। আমাদের দেশেও একই অবস্থা। রাস্তা ঘাটে বের হলেই কম বয়সী থেকে শুরু করে, বৃদ্ধ বয়সী মানুষেরা এভাবে টাকা চায়। তবে আমি যদি দেখি বয়স্ক মানুষ,তাহলে টাকা দিয়ে দেই। কিন্তু কম বয়সী কিংবা দেখতে সবল মনে হলে,তাদেরকে টাকা দেই না। যাইহোক তাদের দু'জনকে ৫০ টাকা দিয়ে খুব ভালো করেছেন দাদা। আসলে রাস্তা ঘাটে বয়স্কদেরকে এমন অবস্থায় দেখলে বেশ মায়া লাগে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।