টার্গেট ডিসেম্বর সিজন -২|১৫ স্টিম পাওয়ার আপ| by @mohinahmed
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি প্রথমবারের মতো পাওয়ার আপ করেছি এবং সেই পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন থেকে প্রতি সপ্তাহে কিছু কিছু পাওয়ার আপ করার চেষ্টা করব। কেননা স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নাই। কারণ যত বেশি পাওয়ার আপ করবো তত বেশি শক্তি অর্জন করতে পারবো। দোয়া করবেন যেন প্রতি সপ্তাহে কিছু পরিমাণে হলেও পাওয়ার আপ করতে পারি। তো আমি কিভাবে পাওয়ার আপ করলাম সেই প্রসেসগুলো প্রতিটি ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করবো।
পাওয়ার আপ এর ধাপগুলি নিম্নে উল্লেখ করা হলো :
আমার বর্তমান স্টিম আছে ১০০.৪৩১ এবং স্টিম পাওয়ার আছে ২২.৬১৩ স্টিম। এখন আমি স্টিম পাওয়ার আপ করে এস পি তে রুপান্তরিত করবো।
তারপর প্রথমে আমি স্টিমের ড্রপডাউনে ক্লিক করব এবং এরপর পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করবো।
এরপর যত স্টিম পাওয়ার আপ করবো তত স্টিম এমাউন্টের ঘরে বসিয়ে দিব। আমি যেহেতু ১৫ স্টিম পাওয়ার আপ করবো সেহেতু ১৫ স্টিম এমাউন্টের ঘরে বসিয়ে দিলাম। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিলাম।
আমার পাওয়ার আপ কমপ্লিট করা হয়ে গেছে। পাওয়ার আপের আগে আমার স্টিম পাওয়ার ছিল ২২.৬১৩ স্টিম এবং পাওয়ার আপ করার পরে ৩৭.৬১৩ স্টিম হয়েছে।
বিবরণ | ব্যালেন্স |
---|---|
পূর্বের এসপি | ২২.৬১৩ |
পাওয়ার আপ | ১৫ স্টিম |
বর্তমান এসপি | ৩৭.৬১৩ |
বন্ধুরা আজ এই পর্যন্তই। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
একাউন্টঃ @mohinahmed
পাওয়ার বৃদ্ধিঃ = 68.1818%
আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। পাওয়ার আপ এর মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজের জন্য পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। এভাবেই এগিয়ে যান।
আশা করি এভাবেই সাপোর্ট করে যাবেন অনেক ধন্যবাদ আপনাকে।
পাওয়ার আপ করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি ১৫ স্টিম পাওয়ার করার মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই। আশা করছি আপনি খুব তারাতারি আপনার লক্ষপূর্ণ করতে পারবেন।আপনার জন্য শুভকামনা রইল।
শুভকামনা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাই নিয়মিত পাওয়ার আপ করার চেষ্টা করবো। দোয়া করবেন আমার জন্য যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পোঁছাতে পারি।
অনেক ধন্যবাদ ভাইয়া সম্পূর্ণ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
টার্গেট ডিসেম্বর এ আপনি ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে পাওয়ার আপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ন একটি বিষয়। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন।
পাওয়ার আপ করেছি সেটা দেখে আপনার ভালো লাগলো জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আমিও সেটাই মনে করি নিজের অবস্থান শক্ত করার জন্য আমাদের সকলের উচিত প্রতি সপ্তাহে কিছু সংখ্যক স্টিম পাওয়ার বৃদ্ধি করে। আপনার জন্য শুভকামনা রইল আমি আশা করব আপনি প্রতি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার বৃদ্ধি করবেন যাতে করে খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আপনার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন আশা করি।
ইনশাল্লাহ ভাইয়া এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো, দোয়া করবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
নিজেকে ক্ষমতায়ন করার জন্য পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই। লেগে থাকুন আমার বাংলা ব্লগের সাথে এবং নিজেকে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করুন। সব সময় শুভকামনা থাকবে আপনার সাথে।
আশা করি প্রতিনিয়ত এভাবেই সাপোর্ট করে যাবেন,অনেক ধন্যবাদ আপনাকে।