টার্গেট ডিসেম্বর সিজন -৩|| ৮৫ স্টিম পাওয়ার আপ
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
চলছে টার্গেট ডিসেম্বর সিজন-৩ এর পাওয়ার আপ প্রতিযোগিতা। আমি প্রথমে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় @rex-sumon ভাইকে,আমাদেরকে পাওয়ার আপ করার জন্য উৎসাহিত করার জন্য। ইতিমধ্যে অনেকেই পাওয়ার আপ এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছে। আমিও ইতিমধ্যে পাওয়ার আপ এর মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আবারও ৮৫ স্টিম পাওয়ার আপ করলাম। আমি চেষ্টা করি নিয়মিত পাওয়ার আপ করার জন্য। কারণ পাওয়ার আপের মাধ্যমে আইডির সক্ষমতা বৃদ্ধি পায়। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। তাইতো পাওয়ার আপ করতে আমি খুব ভালোবাসি। আপনারা দোয়া করবেন আমি যেন নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে, টার্গেট ডিসেম্বর সিজন-৩ পাওয়ার আপ প্রতিযোগিতা শেষ হওয়ার আগ পর্যন্ত, আমার কাঙ্খিত লক্ষ্য ২০০০ এসপি অর্জন করতে সক্ষম হই। যাইহোক আজকে আমি কিভাবে ৮৫ স্টিম পাওয়ার আপ করলাম,সেটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
পাওয়ার আপ এর ধাপগুলো নিম্নরূপঃ
প্রথম ধাপ
পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম ছিল ৮৫.৯৭৫ এবং স্টিম পাওয়ার ছিল ৯০২.৮৫৬ স্টিম। এখন আমি স্টিমকে পাওয়ার আপ করে, স্টিম পাওয়ারে রূপান্তরিত করবো।
দ্বিতীয় ধাপ
তারপর আমি প্রথমে স্টিমের ড্রপডাউনে ক্লিক করব এবং পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করব।
তৃতীয় ধাপ
তারপর আমি যত স্টিম, পাওয়ার আপ করবো তত স্টিম এমাউন্টের ঘরে বসিয়ে দিব। আমি যেহেতু ৮৫ স্টিম পাওয়ার আপ করবো, সেহেতু ৮৫ স্টিম এমাউন্টের ঘরে বসিয়ে দিলাম। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করে, ওকে বাটনে ক্লিক করে দিলাম।
চতুর্থ ধাপ
আর এভাবেই আমি পাওয়ার আপ সম্পন্ন করে ফেললাম। পাওয়ার আপের পূর্বে আমার স্টিম পাওয়ার ছিল ৯০২.৮৫৬ স্টিম এবং পাওয়ার আপের পরে আমার স্টিম পাওয়ার হলো ৯৮৭.৮৫৬ স্টিম।
| বিবরণ | ব্যালেন্স |
|---|---|
| পূর্বের এসপি | ৯০২.৮৫৬ স্টিম |
| পাওয়ার আপ | ৮৫ স্টিম |
| বর্তমান এসপি | ৯৮৭.৮৫৬ স্টিম |
পোস্টের বিবরণ
| বিষয় | পাওয়ার আপ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ১২.৪.২০২৩ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹













একাউন্টঃ @mohinahmed
পাওয়ার বৃদ্ধিঃ =9.4235%
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি একসাথে অনেক স্টিম পাওয়ার আপ করে নিলেন,এতে করে আপনার একাউন্ট অনেকটা সমৃদ্ধি হলো।ধন্যবাদ এভাবে নিজের ধারাবাহিকতা বজায় রাখুন।
চেষ্টা করে যাচ্ছি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখতে। সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
প্রতিনিয়ত এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে আপনি অনায়াসে আপনার টার্গেট ২০০০ স্টিম পাওয়ারে পৌঁছে যাবেন। ৮৫ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকার ভাবে আপনার টার্গেটের আরো কাছাকাছি পৌঁছে গেলেন। এরই মধ্যে দিয়ে আপনি ৯৮৭ স্টিম পাওয়ার এ পৌঁছে গেলেন।
জি ভাইয়া আমিও মনে করি এভাবে পাওয়ার আপ করতে পারলে খুব সহজেই কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
বাপরে বাপ । ভাই ভয় পাইছি কিন্তু। একেবারে এত গুলো স্টিম একসাথে পাওয়ার আপ করে দিলেন তো। আসলে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপের কোন বিকল্পনেই।তাই আপনি বড় আকোরের এমাউন্ট পাওয়ার আপ করে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করে বুদ্ধিমানে কাজকরেছেন’।
্
বলেন কি আপু ভয় পেয়েছেন মানে কি। আপনিও তো ৮০ স্টিম পাওয়ার আপ করেছেন। যাইহোক বেশি বেশি পাওয়ার আপ করতে পারলে বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
একসাথে আপনি অনেক বড় একটি অ্যামাউন্ট পাওয়ার আপ করেছেন ভাইয়া। এরকম পাওয়ার আপ পোস্ট গুলো দেখতে পেলে অনেক ভালো লাগে। পাওয়ার আপের মাধ্যমে আমাদের শক্তি বৃদ্ধি হয়। এগিয়ে যান ভাইয়া ধন্যবাদ আপনাকে
দোয়া করবেন আপু যেন নিয়মিত বড় এমাউন্টের পাওয়ার আপ করে আইডির সক্ষমতা আরও বৃদ্ধি করতে পারি। আপনাকেও অনেক ধন্যবাদ আপু।