লেভেল ৩ হতে আমার অর্জন By @mohinahmed| ১০% বেনিফিশিয়ারি @shy-fox,৫% বেনিফিশিয়ারি @abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমি @mohinahmed, ইতিমধ্যে লেভেল ৩ এর ভাইভা পরীক্ষা দিয়েছি এবং আজ আমি লেভেল ৩ এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি। আমাদের প্রফেসর সাহেবগণ আমাদেরকে লেভেল ৩ এর লেকচার শীট খুব ভালোভাবে বুঝিয়েছেন। আমি ক্লাস থেকে এবং লেকচার শীট স্টাডি করে যা শিখেছি তা নিচে তুলে ধরার চেষ্টা করছি।

20221101_154404.jpg

প্রশ্নপত্র

১. মার্কডাউন কি?

উত্তরঃ মার্কডাউন হল আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং লেখাগুলোর প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরমেট। আরো সহজ ভাবে বলতে গেলে গুছিয়ে কোন কিছু উপস্থাপন করার জন্য যে সকল কোডিং ব্যবহার করা হয়ে থাকে তাকে মার্কডাউন বলা হয়।

২. মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তরঃ নিজের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং দৃষ্টিনন্দন করতে মার্কডাউন এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মার্কডাউনের মাধ্যমে লেখাগুলোকে অনেক বেশি আকর্ষণীয় করা যায় যার ফলে পোস্ট এর গ্রহণযোগ্যতা পাঠকদের কাছে অনেকটা বেড়ে যায়। তাছাড়া লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে চাইলে, বোল্ড / ইটালিক করতে চাইলে,লেখার হেডিং সাইজ বড় করতে,লেখা কালার করতে, লেখার মাঝে ফটোযুক্ত করতে, লেখা কিংবা ছবিকে প্রয়োজনমতো ডানে-বামে করতে মার্কডাউন ব্যবহার করতে হয়। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য মার্কডাউন এর ব্যবহার করা হয়ে থাকে।

৩. পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তরঃ মার্কডাউন কোডের আগে চারটা স্পেস দিলেই মার্কডাউন কোডটি দৃশ্যমান হবে।
যেমন - আমি মহিন আহমেদ এর ফলাফল নিচে দেওয়া হলো -

**আমি মহিন আহমেদ**

৪. নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

UserPostsSteem Power
User110500
User2209000

উত্তরঃ উপরের টেবিল তৈরি করতে যে সকল মার্কডাউন কোডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হল।

|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|

৫. সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তরঃ সোর্স উল্লেখ করতে চাইলে প্রথমে থার্ড ব্রাকেটের মধ্যে [সোর্স] লিখতে হবে এবং তারপর ফার্স্ট ব্রাকেটের মধ্যে (লিংক) বসাতে হবে। ফলাফল নিচে দেওয়া হল -

Source

৬. বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তরঃ

HEADER1

HEADER2

HEADER3

HEADER4

HEADER5
HEADER6

বৃহৎ হতে ক্ষুদ্র ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোডগুলো নিচে দেওয়া হল-

# HEADER1
## HEADER2
### HEADER3
#### HEADER4
##### HEADER5
###### HEADER6

৭. টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

উত্তরঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি নিচে দেওয়া হল-

<div class="text-justify">Bangladesh</div>

৮. কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেওয়া উচিত?

উত্তরঃ কনটেন্টের টপিকস নির্বাচনের ক্ষেত্রে জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রতি গুরুত্ব দেয়া উচিত।

৯. কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ যে বিষয়ে কারো সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা বেশি রয়েছে কনটেন্ট তৈরির ক্ষেত্রে তার উচিত হবে সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা। কারণ যে বিষয়ে কেউ ব্লগ লিখবে সে বিষয়ে যদি তার যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে সেই ব্লগটি সে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না। তাই পাঠকদের কাছে কোন ব্লগ আকর্ষণীয় করতে চাইলে অবশ্যই সেই ব্যাপারে তার যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

১০. ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রিওয়ার্ড পাবেন ?

উত্তরঃ আমি যদি কোন পোস্টে $7 এর ভোট দেই তাহলে আমি কিউরেশন রিওয়ার্ড পাব $3.5। আর স্টিম কয়েনের মূল্য যদি $0.50 থাকে তাহলে 7 স্টিম পাব।যেহেতু কিউরেটরদের sp দেওয়া হয় তাই আমি এই 7 স্টিম পাব sp হিসেবে।

১১. সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য কেউ পোস্ট করার সাথে সাথে ভোট দেওয়া যাবে না। পোস্ট করার ৫ মিনিট পর থেকে পরবর্তী ৬ দিন ১২ ঘণ্টার মধ্যে ভোট দিতে হবে। ট্রেন্ডিং পোস্টে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে। বড় কোন ভোট পড়ার আগে ভোট দিতে হবে। কোয়ালিটি পোস্ট খুঁজে প্রথমদিকে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব।

১২. নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে,নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তরঃ @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।কারণ যার স্টিম পাওয়ার কম সে ভোট দিলে ২/৩ সেন্ট এর ভোট পড়তে পারে এতে করে সে রিওয়ার্ডও কম পাবে। আর @Heroism কে ডেলিগেশন করলে কোয়ালিটি পোস্ট খুঁজে খুঁজে বড় মাপের ভোট দিতে পারবে। এতে করে রিওয়ার্ডও বেশি পাওয়া যাবে। তাই বেশি আর্ন করতে হলে অবশ্যই @Heroism কে ডেলিগেশন করা উচিত।

আমার লেভেল ৩ এর লিখিত পরীক্ষা এই পর্যন্তই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এবং স্টাডি করে যতোটুকু বুঝতে পেরেছি সেগুলো আলোচনা করলাম। সম্মানিত @alsarzilsiam ভাইকে অনুরোধ করছি আমার পোস্টটি দেখার জন্য। কোন ভুল ত্রুটি হলে আশা করি ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 2 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন। আপনার আগামী লেভেলের জন্য শুভকামনা রইল।।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন দেখছি। Level 3 টা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি অনেক সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন মোটামুটি। বেশ ভালো লাগলো আপনার পোস্টটা পড়ে। আগামী দিনের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সম্পূর্ণ পোস্টটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং শুভকামনা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।

 2 years ago 

আপনার উপস্থাপনা দারুন হয়েছে দাদা।প্রতিটি বিষয় মোটামুটি ঠিকঠাক ভাবে তুলে ধরেছেন।আশা করি খুব শীঘ্রই লেভেল 3 এর ট্যাগ ও পেয়ে যাবেন।আপনার জন্য শুভকামনা রইলো।🖤

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। আশা করি এভাবেই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে আপনি লেবেল-৩ বিষয়গুলো খুব ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পেরেছেন। আসলে এবিবি স্কুলে পড়তে কি লেভেলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী লেভেলগুলোর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

শুভকামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে লেভেল ০৩ এর পরীক্ষা দিয়েছেন।বোঝাই যাচছে আপনি খুব ভালো ভাবে সব কিছু বুঝতে পেরেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো।পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

পরীক্ষা সুন্দর করে দিতে পেরেছি জেনে খুব ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে পরবর্তী লেভেলগুলোর জন্য আমাকে শুভকামনা জানানোর জন্য।

 2 years ago 

আমি সব সময় একটা কথা বলে থাকি, আর সেটি হল অর্জিত কোনো কিছুই বর্জন হয় না। তাই লেভেল থ্রি হতে আপনি যেটি অর্জন করেছেন, সেটা একান্তই আপনার হয়ে থেকে যাবে। আর বাকি লেবেল গুলো কমপ্লিট করে নিজেকে ভেরিফাইড মেম্বার হিসেবে খুব শীঘ্রই তৈরি করে নেবেন ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এভাবে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

এবিবি স্কুলের লেভেল তিন থেকে আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার আঙ্গিকে আজকের এই পোস্ট শেয়ার করেছেন। সবগুলো প্রশ্নের উত্তর মোটামুটি ভালোভাবেই দিতে পেরেছেন আশা করি খুব দ্রুত লেভেল পার করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65