কবিতা আবৃত্তি পোস্ট || আকাশলীনা (জীবনানন্দ দাশ)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। যদিও কবিতা লিখতে পারিনা। কারণ কবিতার ছন্দ মিলাতে গিয়ে ঝামেলায় পড়তে হয়। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা এবং ছোট দাদার কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদার কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক বিখ্যাত কবি জীবনানন্দ দাশ এর বেশিরভাগ কবিতা আমার খুব ভালো লাগে। বিশেষ করে প্রেমের কবিতা গুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। জীবনানন্দ দাশ এর আকাশলীনা কবিতাটি আমার খুব পছন্দ। এই কবিতাটি পড়লে মনের মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করে। তাই আমি "আকাশলীনা" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতার নাম : আকাশলীনা
কবি : জীবনানন্দ দাশ
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
সুরঞ্জনা, ঐখানে যেয়োনাকো তুমি,
বোলোনাকো কথা অই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা:
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে – আরও দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।
কী কথা তাহার সাথে? – তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ:
তার প্রেম ঘাস হয়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস -
আকাশের ওপারে আকাশ।
কবিতা আবৃত্তির লিংক👇👇
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
---|---|
আবৃত্তি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ২৪.৯.২০২৩ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। আকাশলীনা কবিতাটা অনেক সুন্দর করে আবৃত্তি করেছেন আপনি। জীবনানন্দ দাশের কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। আর ওনার কবিতা অনেক সুন্দর। এরকম ভাবে কবিতা আবৃতি করলে সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে শুনতে। আপনার কন্ঠে এরকম কবিতা আবৃত্তি পরবর্তীতেও আমরা শুনতে পাবো আশা করছি।
সত্যি বলতে আপনাদের কাছ থেকে এভাবে সাপোর্ট পেয়ে সত্যিই খুব ভালো লাগছে আপু। সামনেও কবিতা আবৃত্তি শেয়ার করার চেষ্টা করবো। যাইহোক এভাবে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Twitter Link
ভাইয়া কবিতাটি আসলেই অনেক সুন্দর একটি কবিতা। আর আপনার কন্ঠে তো কবিতাটি আরো অসাধারণ দেখাচ্ছে। আমারও আবৃত্তি করতে অনেক ভালো লাগে। কিন্তু কেন জানি এখানে আবৃতি করতে খুব ভয় পাই। তাই ঠিকভাবে কখনো আবৃত্তি করা হয়নি। আপনাদের আবৃত্তি করা দেখে মাঝে মাঝে অনেক উৎসাহ পায়। সুন্দরভাবে গেয়েছেন লাইনগুলো আবার সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।
আপু ভয় পাবেন না। সাহস করে কবিতা আবৃত্তি করে ফেলবেন। আশা করি বেশ ভালো আবৃত্তি করতে পারবেন আপনি। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া আপনি অনেক ভালো কবিতা আবৃত্তি করেন। আপনার কবিতা আবৃত্তি এর আগে কখনো শুনিনি। আজকেই প্রথম শুনলাম। দারুন একটি কবিতা আবৃত্তি করে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আমার আবৃত্তি শুনে এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন।
বাহ দারুন তো ভাই, আবৃত্তি এই প্রথম শুনতে পেলাম আপনার কন্ঠে ।আপনার আবৃত্তি আমার খুব ভালো লাগলো ভাই। রীতিমত ভালো গান করেন এবং ভালো আবৃত্তিও করেন। অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।
আমার আবৃত্তি শুনে আপনার ভীষণ ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো ভাই। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
বড় দাদা আর ছোট দাদা দুজনই পারফেক্ট লেখক কবিতার! অসাধারণ, তবে ছোট দাদার কবিতার ভাষা গভীর মনে হয় আমার কাছে। যাক, জীবনানন্দ দাশ কিন্তু দারুণ লিখে গেছেন। তার কবিতাটি আপনি খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। ভালো লাগলো শুনে ভাইয়া 👌
ঠিক বলেছেন ভাই, ছোট দাদার কবিতার ভাষা বেশ গভীর এবং অর্থবহ। যাইহোক আমার আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি জীবনানন্দ দাশের খুব সুন্দর কবিতা শেয়ার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমি কয়েকটি কবিতা শেয়ার করেছিলাম কিন্তু কখনো আবৃত্তি করা হয়নি। আমি ভালো আবৃত্তি পারিনা তারজন্য কখনো সেভাবে চেষ্টা করাও হয়নি। তবে এখানে সবার আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য
আমার আবৃত্তি শুনে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। চেষ্টা করলে হয়তো আপনিও খুব ভালো আবৃত্তি করতে পারবেন আপু। যাইহোক এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
কবি জীবনানন্দ দাশের সুন্দর একটি কবিতা আবৃতি করছেন ভাইয়া। কবিতাটি আপনার কন্ঠ শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
আমার কন্ঠে এই কবিতাটি শুনে আপনার অনেক ভালো লেগেছে, জেনে খুব খুশি হলাম আপু। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
প্রকৃতির কবি জীবনানন্দ দাশের কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। তার কবিতা গুলো সত্যি বেশ অসাধারণ। গ্রাম বাংলার প্রকৃতির চিত্র কবিতার ছন্দে দেখতে পায়। আপনার মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো । এত সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি ঠিক বলেছেন ভাই, কবি জীবনানন্দ দাশের কবিতা পড়তে সত্যিই খুব ভালো লাগে। যাইহোক গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।