লাইফস্টাইল পোস্ট || নার্সারি থেকে গাছ কেনার অনুভূতি (গাছ লাগান পরিবেশ বাঁচান)

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। গত পরশুদিন অর্থাৎ ২১ শে মে উত্তরা বিআরটিএ গিয়েছিলাম গাড়ির ট্যাক্স টোকেন এবং ফিটনেস রিনিউ করতে। তো আগে থেকেই আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছিলাম বলে সময় বেশি লাগেনি। যাইহোক বিআরটিএ এর কাজ শেষ করে আমি নার্সারিতে চলে গেলাম কিছু গাছ কেনার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন, উত্তরা বিআরটিএ সার্কেল ৩ এর পাশে অনেকগুলো নার্সারি রয়েছে এবং নার্সারি গুলো আসলেই খুব সুন্দর। প্রতিটি নার্সারিতে বিভিন্ন ধরনের প্রচুর গাছ রয়েছে। এর আগেও সেখানকার নার্সারি থেকে ধারণকৃত অনেক ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি।


20240521_131650.jpg

20240521_131615.jpg

20240521_131624.jpg

20240521_131620.jpg


যাইহোক কয়েকমাস আগে বাসার ছাঁদে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। তবে বেশিরভাগই ফুলের গাছ লাগিয়েছিলাম। তাই এবার ভাবলাম কিছু ফলের গাছ লাগাই। আর এমনিতেই তো গরমের তীব্রতা দিনদিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আসলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই সবার উচিত যার যার জায়গা থেকে যথাসম্ভব গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা। নয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ভয়াবহ পরিস্থিতিতে পরবে। আর গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। যেহেতু আর ২০/২২ দিন পর বর্ষাকাল শুরু হবে, তাই আমি সেটা ভেবেই ৩ টি গাছ কিনেছি। যাইহোক প্রথমে বেশ কয়েকটি নার্সারি ঘুরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ১ টি লাল ড্রাগন ফলের গাছ, ১ টি মিষ্টি মাল্টার গাছ এবং একটি থাই জাতের মিষ্টি পেয়ারার গাছ কিনবো


20240521_122139.jpg

20240521_130921.jpg

20240521_131158.jpg

20240521_131226.jpg


তো ড্রাগন ফলের গাছটি ১০০০ টাকা চেয়েছিল,তারপর মিষ্টি মাল্টার গাছ ৬০০ টাকা এবং পেয়ারা গাছের দাম ৪০০ টাকা চেয়েছিল। তারপর গাছ লাগানোর জন্য আমি তিনটি জিও ব্যাগ কিনলাম ১৫ গ্যালন সাইজের। এই সাইজের প্রতিটি জিও ব্যাগের দাম ১৯০ টাকা করে। এই প্রথম আমি জিও ব্যাগ কিনে গাছ লাগালাম। এর আগে রঙের বালতির মধ্যেই গাছ লাগিয়েছিলাম। এখন আসলে বিভিন্ন ধরনের প্লাস্টিকের টবের পাশাপাশি, এই জিও ব্যাগের জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কারণ হাফ ড্রাম কিংবা রঙের বালতি ম্যানেজ করাটা বেশ ঝামেলার কাজ। তাছাড়া জিও ব্যাগে গাছ লাগানোর সুবিধা হচ্ছে, ভিতরে পানি আটকে থাকবে না। তাহলে গাছের গোড়া পঁচে যাওয়ার কোনো সম্ভাবনা ই থাকবে না।


20240521_131726.jpg

20240521_131758.jpg

20240521_131850.jpg

20240521_132222.jpg


যাইহোক তারপর মাটি এবং গোবর মিক্সড করে মোট ৬ বস্তা লাগবে এবং প্রতি বস্তার দাম ৮০ টাকা করে। মোটকথা নার্সারি থেকে গাছ কিনে, জিও ব্যাগের মধ্যে গাছ লাগিয়ে,পরিমাণ মতো মাটি দিয়ে একেবারে রেডি করে দিবে নার্সারি থেকে। কারণ আমাদের এখানে মাটি পাওয়া যায় না। তাই ঝামেলা না করে সবকিছু রেডি করেই নিয়েছিলাম নার্সারি থেকে। তাছাড়া ২ কেজি ডেপ সার নিয়েছিলাম। সবমিলিয়ে ৩১৫০ টাকা দাম এসেছিল। আমি দামাদামি করে ২৬০০ টাকা দিয়ে নিয়ে নিলাম। তারপর সবকিছু রেডি করে গাড়িতে উঠিয়ে বাসায় চলে এসেছিলাম। বাসায় আসার পর গাছ গুলো ছাঁদে তুলতে অনেক ঝামেলা হয়ে গিয়েছিল। মাটির কারণে প্রচুর ওজন ছিলো। যাইহোক গাছ গুলো কিনতে পেরে আমি আসলেই খুব খুশি হয়েছি। সবাই বেশি বেশি করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান


20240521_132551.jpg

20240521_132930.jpg

20240521_151625.jpg

20240523_165758.jpg



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিলাইফস্টাইল
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৩.৫.২০২৪
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 5 months ago 
 5 months ago 

কয়েকদিন আগে ফুলের গাছগুলো লাগিয়েছেন সেটা দেখেছিলাম। আজকে তিন ধরনের ফলের গাছ কিনার মুহূর্ত শেয়ার করেছেন। গাছের বিকল্প আসলে কিছুই নেই। গাছ আমাদের পরম বন্ধু। ড্রাগন ফলের গাছ এবং পেয়ারার গাছ আমাদের ছাদেও রয়েছে। একটু কষ্ট করে যত্ন নিতে পারলে কিন্তু ফলন মোটামুটি ভালো হয়। আপনার নার্সারিতে কাটানো মুহূর্তগুলো দেখে ভালো লাগলো।

 5 months ago 

অবশ্যই গাছগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করবো আপু। যাতে করে ফলন ভালো হয়। যাইহোক পোস্টটি পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

জিও ব্যাগ এখন গাছ লাগানোর জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কিছুদিন আগে আমিও নার্সারিতে গিয়েছিলাম গাছ কিনতে। আর নার্সারিতে গিয়ে গাছ কিনতে আমারও বেশ ভালো লেগেছিল। ভাইয়া আপনি নার্সারিতে গিয়েছেন দেখে ভালো লাগলো। সত্যি ভাইয়া গাছ লাগানো অনেক বেশি প্রয়োজনীয়।

 5 months ago 

আসলে নার্সারিতে গিয়ে ঘুরে ঘুরে গাছ দেখতে এবং কিনতে খুব ভালো লাগে। যাইহোক পোস্টটি পড়ে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

নার্সারি থেকে গাছ কেনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া ‌।আপনি দেখছি নার্সারি থেকে অনেক ধরনের গাছ কিনেছেন। আপনাদের ওদিকে মাটি তেমন একটা পাওয়া যায় না ।কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে পচুর পরিমাণ মাটি পাওয়া যায়। যতটুকু পরিমাণ মাটি আমাদের প্রয়োজন যেখানে সেখান থেকে আমরা আনতে পারি ।

 5 months ago 

হ্যাঁ আপু আমাদের এখানে মাটি পেতে বেশ সমস্যা হয়ে যায়। যাইহোক পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

এখন দেখি বেশি ভাগ ছাঁদ বাগানে জিও ব্যাগ ব্যবহার করা হয়।পানি জমে থাকে না বলেই জিও ব্যাগ বেশ জনপ্রিয়। যাই হোক বেশ কিছু ফলের গাছ কিনেছেন দেখে বেশ ভালো লাগল।ফুল ,ফল ও সব্জির গাছও লাগাচ্ছে অনেক । আসলে পরিবেশ রক্ষার জন্য আমাদের সবারই বেশি করে গাছ লাগানো দরকার ।আশা করছি ফল আসলে সেই পোস্টও দেখতে পাবো।

 5 months ago 

হ্যাঁ আপু জিও ব্যাগের চাহিদা দিনদিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। যাইহোক পোস্টটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

অনেক ভালো লাগলো ভাইয়া নাসার থেকে আপনার গাছ কেনার অনুভূতি দেখে। এখন কিন্তু উপযুক্ত সময় এভাবে গাছ কিনে যদি ছাদে অথবা বাড়ির আশেপাশে লাগানো যায় তাহলে প্রত্যেকটা গাছ বেঁচে যাবে। তাই আমাদের সকলের উচিত এভাবে গাছ কিনে লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ফল খাওয়া।

 5 months ago 

হ্যাঁ আপু এই সময়টা হচ্ছে গাছ লাগানোর জন্য একেবারে পারফেক্ট সময়। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। একইসাথে এখন গাছ লাগানোর উপযুক্ত সময় এবং এখানে আপনি গাছ কেনার খুবই সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন৷ এখনই যদি গাছ লাগানো হয় তবেই গাছ খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে এবং ফল ফলাদি খেতে পারবেন৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 5 months ago (edited)

হ্যাঁ ভাই এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। আপনিও চেষ্টা করবেন গাছ লাগাতে। যাইহোক পোস্টটি পড়ে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62416.00
ETH 2447.19
USDT 1.00
SBD 2.62