নাটক রিভিউ || খোয়াবনামা
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে খোয়াবনামা। এই নাটকটি সপ্তাহ খানেক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা। এই নাটকটি ভিন্ন ধরনের,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | খোয়াবনামা |
|---|---|
| রচনা ও পরিচালনা | ভিকি জাহেদ |
| অভিনয়ে | তৌসিফ মাহবুব,তানজিন তিশা এবং আরও অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ২৮শে আগষ্ট ২০২৫ |
| দৈর্ঘ্য | ১ ঘন্টা ৭ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, তৌসিফ জেলে রয়েছে এবং সে প্রায়ই রাতের বেলা স্বপ্ন দেখে, সে কবরে কাফনের কাপড় পড়ে শুয়ে আছে এবং বেশ কয়েকটি সাপ তাকে দংশন করছে। তো এটা জেলে থাকা প্রায় সব আসামি জানে। যাইহোক নাটকের কাহিনী ২৫ বছর পিছনে চলে যায়। তৌসিফ এবং তিশা একই কলেজে পড়তো। তৌসিফ সারাক্ষণ তিশার দিকে তাকিয়ে থাকতো। এমনকি ক্লাস করার সময়েও। কিন্তু তিশা ভালোবাসে আরেকটি ছেলেকে। সেই ছেলের বাবা হচ্ছে এলাকার প্রভাবশালী লোক এবং সে খুবই ডেঞ্জারাস একজন লোক। তৌসিফ সারাক্ষণ মনে মনে কষ্ট পেতো। কারণ তিশা অন্য ছেলেকে ভালোবাসে। তৌসিফের বাসার সবাই জানে,সে তিশাকে ভীষণ ভালোবাসে। তৌসিফের বোনের হাসবেন্ডের স্টুডিও রয়েছে। কিছুদিন পর তিশার সাথে সেই ছেলের ব্রেকআপ হয়ে যায়। কারণ সেই ছেলের নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। অর্থাৎ তিশা একটি মেয়ের সাথে সেই ছেলের ছবি দেখে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কিন্তু সেই ছেলে বারবার বলে,সেই মেয়েকে সে চিনে না। অর্থাৎ এসবকিছু একেবারে মিথ্যা। কিন্তু তিশা সেটা বিশ্বাস করে না এবং সেই ছেলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। তিশার সাথে ব্রেকআপ হওয়ার পর, সেই ছেলে একেবারে ভেঙে পড়ে। সে বাসার রুমের মধ্যে একা একা বসে থাকে। এতে করে তার বাবা তার লোকজনের মাধ্যমে খোঁজখবর নেয়। সেই ছেলের মা ছিলো না বলে,তার বাবা তাকে ভীষণ ভালোবাসে। পরবর্তীতে সেই ছেলের বাবা বলে,তিশাকে তুলে এনে তার সাথে বিয়ে দিবে। কিন্তু সেই ছেলে বলে,এটা হয় না। সে আরও বলে,তার ভালোবাসা যদি সত্যি হয়,তাহলে তিশা একদিন ঠিকই তার কাছে ফিরে আসবে। এদিকে তিশার ব্রেকআপ হওয়ার পর থেকে তার মন ভীষণ খারাপ। সেই সুযোগে তৌসিফ তিশার কাছাকাছি চলে যায়। এক পর্যায়ে তিশাও ভালোবেসে ফেলে তৌসিফকে। তারা হঠাৎ করে বিয়ে করে ফেলে। এটা শুনে তিশার প্রাক্তন প্রেমিক আত্মহত্যা করে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তাই সেই ছেলের বাবা তিশা এবং তৌসিফের পরিবারের অনেক সদস্যদের খুন করে ফেলে। এমনকি তাদের দু'জনকেও খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তারা অনেক দূরে পালিয়ে যায়। তারা সেখানে গিয়ে সুখের সংসার শুরু করে। পরবর্তীতে তিশা প্রেগন্যান্ট হয়ে যায়। এটা শুনে তৌসিফ ভীষণ খুশি হয়। কিন্তু হঠাৎ করে একদিন তিশার বোন তিশাকে ফোন দিয়ে বলে,তিশার প্রাক্তন প্রেমিক নির্দোষ ছিলো। অর্থাৎ অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক ছিলো না। সে শুধুমাত্র তিশাকে মনেপ্রাণে ভালোবাসতো। তাই তিশার বিয়ের ব্যাপারটা মানতে না পেরে,সে আত্মহত্যা করেছে। আসলে তৌসিফ তার বোনের হাসবেন্ডের মাধ্যমে, সেই ছেলের সাথে একটি মেয়ের ছবি অ্যাড করে দেয় ফটোশপের মাধ্যমে। যার ফলে তিশা এবং সেই ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়। মোটকথা তিশাকে পাওয়ার জন্য তৌসিফ এমনটা করে। তো তিশা তৌসিফকে অনেক বকাবকি করে এবং তাদের সন্তানকে নষ্ট করে ফেলতে চায়।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
এক পর্যায়ে তৌসিফ তিশার গলা চিপে ধরে দুই হাত দিয়ে। কিন্তু তিশা শেষ পর্যন্ত মারা যায় না। তারপর তৌসিফ বলে,সে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে এবং বলবে তিশাকে সে খুন করেছে। তাই তিশাকে অনেক দূরে পালিয়ে যেতে বলে। তো জেলখানার সবাই জানে,তৌসিফ তার ওয়াইফকে খুন করেছে বলে,তার শাস্তি হচ্ছে। নাটকের কাহিনী বাস্তবে চলে আসে। ২৫ বছর পর তৌসিফকে মুক্তি দেয় জেলখানা থেকে। শাস্তি আরও হতো,কিন্তু তৌসিফ জেলখানার মধ্যে সবসময় ভালো ব্যবহার করতো বলে,তার শাস্তি কমানো হয়েছে। তৌসিফ জেলখানা থেকে বের হয়ে সেই জায়গায় যায়,যেখানে তিশা এবং তৌসিফ বসে প্রেম করতো। তৌসিফ তিশার জন্য সেখানে অপেক্ষা করতে লাগলো। তার বিশ্বাস ছিলো তিশা তাকে মাফ করে দিবে এবং তাদের সন্তানকে নিয়ে, তৌসিফের সামনে আসবে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
ভালোবাসার মানুষকে নিজের করে সবাই পেতে চায় এবং এটা দোষের কিছু না। কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে ভালোবাসার মানুষকে নিজের করে নেওয়ার কোনো মানে হয় না। এই নাটকে তৌসিফ সত্যিই খুব খারাপ কাজ করেছে। সে তিশাকে নিজের করে পাওয়ার জন্য, একেবারে ঘৃণিত কাজে লিপ্ত হয়েছে। ফলে তিশা এবং তিশার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়। পরবর্তীতে তিশার বয়ফ্রেন্ড আত্মহত্যা পর্যন্ত করে। আর সেজন্য দায়ী হচ্ছে তৌসিফ। তৌসিফ যদি এমনটা না করতো,তাহলে তিশা এবং সেই ছেলে সুখের দিন কাটাতে পারতো। কিন্তু তৌসিফের কারণে, তিশার বয়ফ্রেন্ডের জীবনটা শেষ হয়ে যায় এবং তিশার জীবনটাও এলোমেলো হয়ে যায়। আসলে ভালোবাসা হচ্ছে পবিত্র এবং সুন্দর। আর সেই পবিত্র জিনিসটা অপবিত্র করার কোনো মানে হয় না। যাইহোক নাটকের গল্পটা ছিলো জাস্ট অসাধারণ। নাটকটি সবমিলিয়ে আসলেই বেশ উপভোগ করেছি। এমন ভিন্ন ধরনের নাটক দেখতে, আমার বরাবরই খুব ভালো লাগে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ৫.৯.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹












পুরো কাহিনীটাকে সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এই সুন্দর নাটকটির রিভিউ। এই নায়ক নায়িকা আমার অনেক পছন্দের। তাদের অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আগে থেকেই আমি তাদের নাটক দেখি। তাদের দুজনের অভিনয় অনেক সুন্দর হয়। এ নাটকের মধ্যেও অনেক সুন্দর অভিনয় করেছে তারা। রিভিউটা সুন্দরভাবে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
এই নাটকে তারা সত্যিই খুব ভালো অভিনয় করেছে। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1963708362497167733?t=Y5byDsApNTl6JdUa1z7jww&s=19
নাটকটা দেখলাম একটু, মোটামুটি ভালই লাগলো ভাই। আপনার রিভিউ পড়ে আরো ভালোই লাগলো। চমৎকার একটি নাটক। তৌসিফ মাহমুদের নাটকগুলি বরাবরই ভালো লাগে। আশা করি আগামীতেও এরকম চমৎকার নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করবেন।
এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক সুন্দর করে আজকের এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকের রিভিউ পোস্ট পড়তে আমার খুব ভালো লেগেছে। নাটকটা কয়েকদিন আগে আমি দেখেছিলাম। এই নায়ক নায়িকা গুলো আমার অনেক পছন্দের। তাদের নাটকগুলো প্রায় সময় আমার দেখা হয়ে থাকে। আজকের এই নাটকের কাহিনীটা অনেক সুন্দর ছিল।
নাটকটি আপনি দেখেছেন,জেনে খুব ভালো লাগলো। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
X-promotion
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।তানজিন তিশার অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও নাটকটি আমার দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
তানজিন তিশার অভিনয় আমার কাছেও খুব ভালো লাগে। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
খোয়াবনামা নাটকটি আমিও দেখেছি। অনেক ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
এই নাটকটি আসলেই খুব সুন্দর। নাটকের কাহিনী একেবারে ভিন্ন ধরনের। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার একটি নাটকের রিভিউ এর রিভিউ পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের চমৎকার নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে যেভাবে সুন্দর একটি নাটক সম্পর্কে জানতে পারলাম৷ তার পাশাপাশি এখানে এই নাটকের রিভিউ আপনার কাছ থেকে পড়ে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি এই নাটকে রিভিউ শেয়ার করেছেন তার মধ্যে দিয়ে নাটকটি যেন দেখে নিলাম মনে হচ্ছে৷ অবশ্যই পুরো নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
সময় পেলে নাটকটি দেখতে পারেন। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নাটক দেখতে ভালই লাগে তবে সময়ের অভাবে বেশি নাটক দেখা হয় না। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকটি যদিও আমার দেখা হয়নি। তবে রিভিউ পড়ে খুব ভালো লাগলো। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।
সময়ের অভাবে আসলেই নাটক দেখার সুযোগ সেভাবে হয়ে উঠে না। তবে মাঝেমধ্যে দেখার চেষ্টা করি। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।