নাটক রিভিউ || বিদেশ
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে বিদেশ। এই নাটকটি বেশ কিছু দিন আগে রিলিজ হয়েছে। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, শিমুল, পাভেল,মুন্না,জীবন এবং আরো কয়েকজন কমেডিয়ান অভিনেতা এবং অভিনেত্রীরা । তারা বেশিরভাগই কমেডি নাটকে অভিনয় করে থাকে। তবে এই নাটকের কাহিনী একেবারে বাস্তবসম্মত। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | বিদেশ |
---|---|
রচনা ও পরিচালনা | কাজল আরেফিন অমি |
অভিনয়ে | মিশু সাব্বির,জিয়াউল হক পলাশ,পারসা ইভানা,সাইদুর রহমান পাভেল,শরাফ আহমেদ জীবন,আব্দুল্লাহ্ রানা,লামিমা লাম,শিমুল শর্মা,মুন্না এবং আরো অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ২৩ই এপ্রিল ২০২৩ |
দৈর্ঘ্য | ১২০ মিনিট |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
এই নাটকের অভিনেতা পলাশ ইভানার সাথে প্রেম করে। তবে ইভানার বাবা প্রচুর ধনী ছিলো। সেজন্য তাদের সম্পর্ক মেনে নিতে চায় না। তবুও তারা বাহিরে লুকিয়ে লুকিয়ে প্রেম করে এবং পলাশ মাঝে মধ্যে ইভানার বাসায়ও যায় দেখা করতে। একদিন ইভানার বাসায় যাওয়ার পর, ইভানার বাবার কাছে ধরাও পড়ে যায়। তারপর পলাশকে ইভানার বাবা ডেকে পাঠালে,অনেক কথা শুনিয়ে দেয়। আর বুঝায় যে যদি ইভানাকে বিয়ে করতে হয় তাহলে অনেক টাকা পয়সা থাকতে হবে। সেজন্য পলাশ আমেরিকা যেতে চায়। অপরদিকে আরেক অভিনেতা মিশু সৌদি আরব প্রবাসী। সে বাংলাদেশে ছুটিতে আসে বিয়ে করার জন্য এবং সবার সাথে প্রায় সময় আড্ডা দিত বাহিরে। মিশু লামিমা লামকে বিয়ে করার জন্য বাসায় প্রস্তাব পাঠায়। তবে লাম মিশুকে বিয়ে করে না সৌদি আরব প্রবাসী বলে। সেজন্য আমেরিকা যেতে চায় ডলার ইনকাম করতে। নাটকের আরেক অভিনেতা শিমুল আমেরিকাতে থাকে। মিশু ও শিমুলকে শরাফ আহমেদ জীবন বিদেশে পাঠায়। তবে শিমুলের মুখে আমেরিকার গল্প শুনে মোটামুটি সবারই লোভ হয় আমেরিকা যাওয়ার জন্য।
অপরদিকে আরেক অভিনেতা পাভেল নাপিতের কাজ করে বিধায়, তার বড় ভাই সারাক্ষণ তাকে খোঁচা মেরে কথা বলে। তাই সে ও আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে যায়। অপরদিকে নাটকের আরেক অভিনেতা মুন্নার বউ তার চেয়ে ৫ বছরের বড় হওয়ায়, সবাই মুন্নাকে নিয়ে কানাঘুঁষা করে এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করে। তাই সে চেয়ারম্যান এর নিকট বিচার দেয় এবং বিচার দেওয়ার পরও কোনো লাভ হয়নি। তাই সবার সাথে সে ও আমেরিকা যেতে চায়। এদিকে শিমুল আমেরিকা থাকে বিধায়, লোভে পড়ে নাটকের এক অভিনেত্রী লামিমা লাম শিমুলকে বিয়ে করে। যাইহোক তারা ট্রলারে করে চোরাই পথে টারজান ভিসায় আমেরিকা যাওয়ার জন্য শরাফ আহমেদ জীবনের সাথে চুক্তি করে। কিন্তু যাওয়ার আগে ইভানা পলাশকে নিষেধ করে, এভাবে আমেরিকা না যেতে। তাদের সবার শুভাকাঙ্ক্ষীরা সবাইকে এভাবে আমেরিকা না গিয়ে, বৈধ উপায়ে আমেরিকা যেতে বলে। কিন্তু তারা সবাই আমেরিকা যাওয়ার জন্য এতটাই পাগল ছিলো যে কারো কোনো কথাই শুনে না।
যাইহোক তারা ট্রলারে করে রওনা দেওয়ার ২০ দিন পরও তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি এবং আরো নাকি অনেকদিন সময় লাগবে আমেরিকা পৌঁছাতে। এদিকে ভালোভাবে খাবার খেতে না পেয়ে, তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। তারা বুঝতে পারে অনেক বড় ভুল করেছে। এদিকে শিমুল অনেকদিন হলো গ্রামে এসেছে। তাই শরাফ আহমেদ জীবন শিমুলকে বলে ঢাকায় ফিরে যেতে। নয়তো গ্রামের মানুষ জেনে যাবে শিমুল আমেরিকা থাকে না। মূলত সে ঢাকায় থাকে এবং সবাই জানে যে শিমুল আমেরিকাতে থাকে। তাদের কথাবার্তার এক পর্যায়ে শিমুলের বউ লামিমা লাম তাদের কথোপকথন শুনে ফেলে। অতি লোভে লামিমা লাম শিমুলকে বিয়ে করে এবং সেই লোভের পরিণাম খুব খারাপ হলো। অপরদিকে জীবনের(দালাল) বউ গর্ভবতী অবস্থায় ট্রলার ডুবে মারা যায়। এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
উপরের সবগুলো ছবি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
এই নাটকটি একেবারে বাস্তবসম্মত এবং শিক্ষনীয় একটি নাটক। কারণ অনেকেই বিদেশে যাওয়ার জন্য দালালদের খপ্পরে পড়ে যায়। এই নাটকেও এমনটা হয়েছে। ওরা চারজন আমেরিকা যাওয়ার জন্য মাছের ড্রাম এর ট্রলারে করে রওনা দেয়। এতে করে তারা বিপদে পড়ে যায়। ওদের সাথের একজন দালাল চক্রের গুলি খেয়ে নিহতও হয়। আবার দালালের বউ গর্ভবতী অবস্থায় ট্রলার ডুবে মারা যায়। আসলে কাউকে ঠকিয়ে কেউ কখনো জিততে পারে না। সবসময় বৈধ উপায়ে বিদেশ যাওয়া উচিত। এতো ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়া মোটেই ঠিক না। কারণ মানুষের জীবনের চেয়ে টাকার দাম কখনোই বেশি হতে পারে না।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ২৭.৬.২০২৩ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Twitter Link
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আপনি শেয়ার করা নাটকটি কিছুদিন আগে আমি দেখেছিলাম আসলে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে অনেকে মিলে আমাদের মাঝে বেশ সুন্দর একটি নাটক উপহার দিয়েছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।
নাটকটি দেখে আমার খুবই ভালো লেগেছিল। ওরা সবাই দুর্দান্ত অভিনয় করে। এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি খুব সুন্দর নাটক রিভিউ দিয়েছেন। সত্যিই বাস্তবে এমন অনেক ঘটনা দেখা যায়। বিদেশে নিয়ে যাওয়ার নাম করে কত মানুষ দালালের খপ্পরে পড়ে যায়। এতে করে অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যায়। একদম ঠিক কাউকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না। আপনার নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
আপু এই নাটকটি বেশ শিক্ষনীয়। কারণ এমন ঘটনা অহরহ ঘটে চলছে। সময় পেলে নাটকটি অবশ্যই দেখে নিবেন। যাইহোক এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
খুবই চমৎকার একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকের অভিনয় গুলো অসাধারণ সুন্দর হয়েছে। তাই সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিব। দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই তারা সবাই বরাবরই বেশ ভালো অভিনয় করে। এককথায় দুর্দান্ত একটি নাটক। সময় পেলে অবশ্যই দেখে নিবেন। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সাব্বির পলাশের মত তারকারা যে সমস্ত নাটকগুলোতে থাকে সেই নাটকে যেন আনন্দ শেষ হয় না। আমি অবশ্যই এই নাটকটাই তো পূরবে দেখিনি, তবে আজকে আপনার এই রিভিউ এর মধ্য দিয়ে দেখার সুযোগ পেলাম। ভালো লাগল। নাটকটা খুব সুন্দর রিভিউ করেছেন আপনি ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন ভাই, মিশু সাব্বির এবং পলাশ এর নাটকগুলো দেখতে সবসময়ই খুব ভালো লাগে। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।