পেন্সিলে আঁকা একটি বৃত্তের ভিতর দৃশ্যের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।

আজকে আমি আপনাদের সামনে একটি আর্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি পেন্সিল দিয়ে একটি বৃত্তের ভিতরে সুন্দর কিছু দৃশ্যের আর্ট করেছি। যেমন- বৃত্তের ভিতরে একটি বিড়াল সন্ধ্যার পর বারান্দায় বসে চাঁদের দিকে তাকিয়ে আছে, বাহিরে কয়েকটি পাখি উড়ছে এবং একটি ফুলের টব বারান্দার দেয়ালে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেগুলোর চিত্র অঙ্কন করেছি। চিত্রটি অঙ্কন করতে আমার অনেক সময় লেগেছে কিন্তু আঁকা শেষ হওয়ার পর সেই কষ্টটা দূর হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর্টটি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি কিভাবে চিত্রটি অঙ্কন করলাম সেটা প্রতিটি ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব।

পেন্সিলে আঁকা একটি বৃত্তের ভিতর দৃশ্যের আর্ট

20221104_201456.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • পেন্সিল
  • কলম
  • রাবার
  • কাটার
  • স্কেল
  • পেস্ট এর টিউবের মুখ
  • ছোট একটি বাটি

20221104_204040.jpg

অঙ্কনপ্রণালী

20221104_182249.jpg

প্রথমে ছোট বাটি দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম।

20221104_182615.jpg

এরপর বৃত্তের মধ্যে পাশাপাশি দুটি দাগ টেনে নিলাম।

20221104_183004.jpg

তারপর দাগের উপরে একটি বিড়ালের কিছু অংশ এঁকে নিলাম।

20221104_183804.jpg

এরপর বিড়ালটিকে কলমের কালি দিয়ে কালো করে নিলাম।

20221104_184804.jpg

তারপর দাগ দুটোকে কলমের কালি দিয়ে কালো করে নিলাম।

20221104_185308.jpg

এরপর বারান্দাটি এঁকে নিলাম।

20221104_191012.jpg

এরপর বারান্দাটিকে কলমের কালি দিয়ে কালো করে দিলাম এবং বিড়ালের লেজটিও এঁকে কালো করে নিলাম।

20221104_193909.jpg

এরপর একটি চাঁদ এঁকে নিলাম এবং সেটিও কলম দিয়ে কালো করে নিলাম। বৃত্তটিকেও পেন্সিল দিয়ে হালকা একটু গাঢ় করে নিলাম।

20221104_200222.jpg

এরপর বারান্দার দেয়ালের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে এমন একটি ফুলের টব ও কিছু ফুল এঁকে নিলাম।

20221104_200456.jpg

এরপর কয়েকটি পাখি বাহিরে উড়ছে সেগুলোকে এঁকে নিলাম।

20221104_201456.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার আর্টটি। তারপর আমি সিগনেচার করে দেই।

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ক্যামেরাSamsung Galaxy S9 Plus
তারিখ৬.১১.২০২২
স্থানhttps://w3w.co/investors.towel.sunshine
Sort:  
 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া একটা জিনিস কষ্ট করে আঁকা হলে যখন এটা দেখা হয় তখন সেই কষ্টটা আসলেই দূর হয়ে যায়। এই আর্ট টি কমিউনিটির অনেকেই এঁকেছে আজ আপনিও এঁকেছেন। আপনার বিড়ালটি দেখতে অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

জি আপু ঠিকই বলেছেন আঁকা শেষ হলে কষ্টটা দূর হয়ে যায়। এই আর্টটি কমিউনিটির অনেকে আজকে এঁকেছে সেটা আমি জানতাম না আর আর্টটি আমি গতকালকে এঁকে ছিলাম।বিড়ালটি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

একটি বৃত্তের মাঝে চারটি দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ফুলের ঝুড়ি পাখি বিড়াল এবং চাঁদনী রাত।

আসলে এ ধরনের পেন্সিল স্কেচগুলা দেখতে আমারো অনেক ভালো লাগে।।

সুন্দর উপস্থাপনা করেছেন অংকন পদ্ধতি শুভকামনা থাকলো আপনার জন্য।।

 2 years ago 

জি ভাই অনেক চেষ্টা করেছি খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। শুভকামনা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65