টার্গেট ডিসেম্বর সিজন -২|২০ স্টিম পাওয়ার আপ|by @mohinahmed
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আমার বাংলা ব্লগের অনেকের পাওয়ার আপ পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে, আজকে আমি দ্বিতীয়বারের মতো পাওয়ার আপ করেছি। আজকে আমি ২০ স্টিম পাওয়ার আপ করেছি। স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। কেননা পাওয়ার আপ এর মাধ্যমে নিজস্ব শক্তি বৃদ্ধি করা যায়। আপনারা দোয়া করবেন, যেন প্রতি সপ্তাহে অল্প কিছু স্টিম হলেও পাওয়ার আপ করতে পারি। আজকে আমি কিভাবে ২০ স্টিম পাওয়ার আপ করেছি, সেই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
উপরের এই ছবিটি, আমার মোবাইলের গ্যালারি থেকে এডিট করে তৈরি করেছি।
পাওয়ার আপের ধাপগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ
পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম ছিল ৯৩.৪০০ এবং স্টিম পাওয়ার ছিল ৪৩.৬৭৯ স্টিম। এখন আমি স্টিমকে পাওয়ার আপ করে, স্টিম পাওয়ারে রূপান্তরিত করব।
তারপর আমি প্রথমে স্টিমের ড্রপডাউনে ক্লিক করব এবং এরপর পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করব।
তারপর আমি যত স্টিম, পাওয়ার আপ করবো তত স্টিম এমাউন্টের ঘরে বসিয়ে দিব। আমি যেহেতু ২০ স্টিম পাওয়ার আপ করবো, সেহেতু ২০ স্টিম এমাউন্টের ঘরে বসিয়ে দিলাম। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করে, ওকে বাটনে ক্লিক করে দিলাম।
আর এভাবেই আমার পাওয়ার আপ করা সম্পন্ন হয়ে গেল। পাওয়ার আপের পূর্বে আমার স্টিম পাওয়ার ছিল ৪৩.৬৭৯ স্টিম এবং পাওয়ার আপের পরে আমার স্টিম পাওয়ার হলো ৬৩.৬৭৯ স্টিম।
উপরোক্ত সবগুলো ধাপের ছবি, আমার মোবাইল দিয়ে নিজের ওয়ালেট থেকে স্ক্রিনশট নিয়েছি।
বিবরণ | ব্যালেন্স |
---|---|
পূর্বের এসপি | ৪৩.৬৭৯ স্টিম |
পাওয়ার আপ | ২০ স্টিম |
বর্তমান এসপি | ৬৩.৬৭৯ স্টিম |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
২০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকারভাবে আপনার সক্ষমতা আপনি আরো বৃদ্ধি করে নিলেন ভাইয়া। এই ধরনের প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য সকলেরই উচিত বেশি বেশি করে পাওয়ার আপ করা। এরই মধ্য দিয়ে আপনি ৬৩ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।
জি ভাইয়া, আমাদের সবারই উচিত বেশি বেশি পাওয়ার আপ করা। দোয়া করবেন যেন বেশি বেশি পাওয়ার আপ করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, মন্তব্য করার জন্য।
পাওয়ার আপ প্রতিযোগিতায় ২০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালোই লাগলো। এভাবেই প্রতিনিয়ত পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে চলুন তবেই আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
শুভকামনা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আশা করি প্রতিনিয়ত এভাবেই সাপোর্ট করে যাবেন।
উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা যোগানোর জন্য, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
টার্গেট ডিসেম্বর পাওয়ার বৃদ্ধি একটি বছরের অগ্রযাত্রা। যেটা আরেকটি মাস শেষেই সমাপ্তি ঘটবে অনেকটা পথ পাড়ি দিয়ে অনেকগুলো স্টিলের মালিক হয়েছি। আপনার পাওয়ার বৃদ্ধি দেখে ভালো লাগলো।
অনেকটা পথ পাড়ি দিয়ে, অনেকগুলো স্টিমের মালিক হয়েছেন জেনে খুব ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভাইয়া আপনি ঠিক বলেছেন এই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। এই পাওয়ার আপ এর মাধ্যমে আমার নিজেদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে ভাইয়া পাওয়ার আপ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সম্পূর্ণ পোস্টটি পড়ে, এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
এই প্লাটফর্মের দীর্ঘমেয়াদি কাজের জন্য পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি এভাবে অল্প অল্প করে পাওয়ার আপ করলে আপনার কাঙ্খিত লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। আপনি যেন আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারেন সে কামনা করি।
দোয়া করবেন যেন কাঙ্খিত লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এতো সুন্দর ভাবে সাপোর্ট করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।
একাউন্টঃ @mohinahmed
পাওয়ার বৃদ্ধিঃ =46.5116%