নাটক রিভিউ || যে প্রেম এসেছিল

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে যে প্রেম এসেছিল। এই নাটকটি ৩ দিন আগে রিলিজ হয়েছে। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনী। ইয়াশ রোহান এবং তটিনীর নাটক কয়েকদিন আগে দেখেছিলাম। এই দুজনের জুটি বেশ ভালোই লাগে আমার। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



Notes_231002_104609_6ff.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

নাটকযে প্রেম এসেছিল
রচনাসোহাইল রহমান
পরিচালনারাফাত মজুমদার রিংকু
অভিনয়েইয়াশ রোহান,তানজিম সাইয়ারা তটিনী,সাবেরী আলম,পাপিয়া চৌধুরী, শান্তা পাল,আনোয়ার হোসেন, আলাউদ্দিন লাল,অমিত পাল,মিতু আক্তার, রাবেয়া এবং আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্রচার২৮শে সেপ্টেম্বর ২০২৩
দৈর্ঘ্য৪২ মিনিট
প্লাটফর্মইউটিউব


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ

নাটকের নায়ক রোহান পেশায় একজন ডাক্তার এবং নায়িকা তটিনী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তটিনীর মা প্রায়ই বিভিন্ন ধরনের উদ্ভট কান্ড করে তটিনীকে অফিস থেকে বাসায় নিয়ে আসে। তটিনী অফিসে থাকা অবস্থায় যদি ফোন রিসিভ না করে, তাহলে তটিনীর অফিসের বসকে তটিনীর মা ফোন করে এবং তটিনী বাসায় যেতে বাধ্য হয়। যাইহোক এভাবেই একদিন তটিনীর বসকে ফোন করে তটিনীর মা তটিনীকে বাসায় নিয়ে যায় অফিস থেকে। তটিনী বাসায় যাওয়ার পর বলে যে আজকে বিকেলেই তটিনীর বিয়ে। এটা শুনে তো তটিনী অবাক। কিন্তু তটিনী কোনোভাবেই এখন বিয়ে করতে চায় না। তাই কনে সেজে বাসা থেকে একাই বের হয়ে যায়। তারপর একটা টং দোকানে বসে চা খেতে থাকে। এদিকে রোহান হঠাৎ করে তটিনীর সামনে এসে এটা সেটা জিজ্ঞেস করে।


Notes_231002_142616_986.jpg

Notes_231002_142618_272.jpg

Notes_231002_142620_64c.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তটিনী কেনো কনে সেজে বাসা থেকে পালিয়েছে এসব জিজ্ঞেস করে। যাইহোক এভাবেই তাদের পরিচয় হয়। তারপর তারা বাসায় চলে যায়। তটিনীকে কিন্তু আগেই তার মা রোহানের ছবি দিয়েছিল দেখতে। কিন্তু তটিনী ছবিটা দেখেনি। কিন্তু বাসায় গিয়ে যখন ছবিটি দেখলো,তখন বুঝতে পেরেছিল রোহানের সাথেই তার বিয়ে ঠিক হয়েছিল। আসলে রোহান যখন বিয়ে করতে বাসার সবাইকে নিয়ে তটিনীর বাসায় যাচ্ছিল গাড়িতে চড়ে, তখন রিকশা দিয়ে তটিনীকে পালাতে দেখে এবং গাড়ি থেকে নেমে টং দোকানে গিয়ে কথা বলে। এসব কথা তটিনী জানতে পারে রোহানের কাছ থেকে। রোহানের চেম্বারে তটিনী দেখা করতে যায় এবং সবকিছু শেয়ার করে একে অপরের সাথে। এভাবেই তাদের মধ্যে প্রায়ই কথাবার্তা চলতে থাকে। একে অপরকে পছন্দ করতে শুরু করে। তটিনীর মা অন্য ছেলে ঠিক করে।


Notes_231002_142621_3b7.jpg

Notes_231002_142623_d67.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

কিন্তু তটিনী সেই ছেলের সাথে কথাবার্তা বলার পর মোটেই পছন্দ করে না। রোহানের মা ও তার জন্য পাত্রী ঠিক করে, কিন্তু রোহান পছন্দ করে না। যাইহোক একদিন রোহান তটিনীকে প্রপোজ করে এবং বলে যে তটিনীকে বিয়ে করতে চায়। তটিনীও রাজি হয়ে যায়, কারণ তটিনী রোহানের সাথে মিশে রোহানকে ভালোবেসে ফেলেছিল। একে অপরকে ভীষণ ভালোবেসে ফেলেছিল তারা। যাইহোক উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক করা হয়। তবে এইবার বিয়ের আসর থেকে রোহান পালিয়ে যায়। কারণ এর আগের বার যখন তাদের দুজনের বিয়ে ঠিক হয়েছিল, তখন তটিনী বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল। রোহান প্রতিশোধ নিল সেটার। যাতে করে তটিনী ভীষণ কষ্ট পায়। এতে করে তটিনী খুব কষ্ট পায়। এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।


Notes_231002_142625_189.jpg

Notes_231002_142626_150.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের লিংক👇👇

ব্যক্তিগত মতামত

নাটকটি আমার কাছে দারুণ লেগেছে। কারণ সবাই বেশ ভালো অভিনয় করেছে। একটা সময় পরিবারের ইচ্ছেতে মেয়েরা এমনিতেই বিয়েতে রাজি হয়ে যেতো। বিয়ের আগে পাত্রের সাথে কথা বলা তো দূরে থাক, পাত্রকে না দেখেই বিয়ে করে ফেলতো। কিন্তু এখন আর সেই যুগ নেই। এখন বিয়ের আগে একে অপরের সাথে কথাবার্তা বলে, যাচাই-বাছাই করে তারপর বিয়ে করে। কিন্তু তটিনীর মা তটিনীকে না জানিয়ে বিয়ে ঠিক করে বিধায়, তটিনী বাসা থেকে পালিয়ে যায়। এতে করে রোহান খুব কষ্ট পায় এবং পরবর্তীতে রোহানও একইভাবে তটিনীকে কষ্ট দেয়। এককথায় রোহান প্রতিশোধ নেয়। তবে কাউকে মন থেকে ভালোবাসলে প্রতিশোধ নেওয়া যায় না। তটিনী একটু বেশি কষ্ট পায়। কারণ তটিনী রোহানকে ভালোবেসে ফেলেছিল। যাইহোক আমার কাছে এমন রোমান্টিক নাটক দেখতে খুব ভালো লাগে।

আমার রেটিং

এই নাটকটিকে আমি ৯/১০ দিলাম।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২.১০.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 11 months ago 
 11 months ago 

নাটকটি কিন্তু দেখেছি ভাইয়া। আমার কাছে খুব ভালো লেগেছিল। সবচেয়ে ভালো লেগেছিল ইয়াশ রোহান যখন গিয়ে বলে সে তিনবার বিয়ে থেকে পালিয়েছে। তবে নাটকের শেষটা সুন্দর ছিল 🌼☘️

 11 months ago 

হ্যাঁ ভাই তিনবার বিয়ে থেকে পালানোর কথাটি রোহান মজা করে বলেছিল তটিনীকে। যাইহোক পোস্ট পড়ে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

ভাইয়া অনেক সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। আমি নাটকটির টেইলার ভিডিও দেখেছিলাম। তবে আপনার নাটকের রিভিউর পোস্টটি দেখে মনে হচ্ছে পুরো নাটকটি দেখতে হবে। আপনি খুব সুন্দর করে নাটকটির রিভিউ উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

হ্যাঁ আপু পুরো নাটকটি সময় করে দেখে নিবেন। আশা করি বেশ উপভোগ করবেন। যাইহোক সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

নাটকের রিভিউ গুলো পড়তে অনেক ভালো লাগে। এই নাটকটা আমি দেখেছিলাম। যার কারনে রিভিউ টা পড়তে একটু বেশি ভালো লেগেছে। ইয়াশ রোহানের নাটক গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সে তার প্রত্যেকটা নাটকে অনেক সুন্দর অভিনয় করে থাকে। রোহান যেমন কষ্ট পেয়েছিল তেমনভাবেই তটিনীকেও সে দিয়েছিল। আর তটিনী কিন্তু শেষে অনেক বেশি কষ্ট পেয়েছিল, কারণ সে রোহানকে ভালোবেসে ফেলেছিল, আর এরকম একটা কাহিনী হওয়ার কারণে খুব ভালো লেগেছিল।

 11 months ago 

হ্যাঁ ভাই ইয়াশ রোহানের নাটক দেখতে আমারও খুব ভালো লাগে। যাইহোক রিভিউ পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

সবাই খুব সুন্দর সুন্দর নাটকের রিভিউ শেয়ার করে আর আমার কাছে সবার রিভিউ পড়তে অনেক ভালো লাগে। আপনার এই নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। যদিও এখনো এই নাটক দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 11 months ago 

এই নাটকের রিভিউ পড়ে আপনার অনেক ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো আপু। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

নাটকটি দু একদিন আগেই দেখেছিলাম। বেশ ভালো অভিনয় করেছে দুজন। তটিনী নতুন অভিনেত্রী হয়ে বেশ চমৎকার চমৎকার নাটক উপহার দিয়ে যাচ্ছে। যাইহোক নাটকটি আসলে সুন্দর লেগেছিল।

 11 months ago 

আসলেই আপু তটিনী আমাদেরকে খুবই সুন্দর সুন্দর নাটক উপহার দিয়ে যাচ্ছে। যাইহোক আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

যে প্রেম এসেছিল কি বলবো ভাইয়া নাটকটির গল্প ছিলো অসাধারন। এধরনের ভিন্ন রকম রোমান্টিক নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে তো ইয়াশ রোহান এবং তোটিনীর অভিনয় ভীষণ ভালো লেগেছে। আপনার রিভিউ দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আসলেই ভাই নাটকটির গল্প অসাধারণ ছিলো। অভিনয় এবং গল্প, সবমিলিয়ে দারুণ লেগেছে নাটকটি দেখে। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 11 months ago 

খুব সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন আজ আপনি আমাদের মাঝে। নাটকের কাহিনীটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এ ধরনের নাটক গুলো দেখতে খুব ভালো লাগে। কিন্তু এই নাটকটি আমার দেখা হয়নি এখনো।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 11 months ago 

আসলেই আপু এই ধরনের নাটক দেখতে খুব ভালো লাগে। সময় করে নাটকটি দেখে নিবেন। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

বাহ্!খুব অসাধারণ একটি নাটকের রিভিউ করেছেন।খুবই সুন্দর গল্পটি।আর ইয়াশ রোহান এর নাটক গুলো আমার বেশ ভালোই লাগে।এটিও বেশ ভালোই লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

হ্যাঁ ভাই নাটকটির গল্প সত্যিই অসাধারণ লেগেছে। যাইহোক রিভিউ পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বেশ চমৎকার একটি নাটক আজকের আমাদের মাঝে রিভিউ করেছেন। নাটকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নাটকটা আমি পূর্বে কখনো দেখিনি তবে আজকে কিছুটা হলেও দেখে বুঝতে পারলাম সম্পূর্ণ নাটকটা দেখতে হবে খুব শীঘ্রই। যাইহোক রিভিউটা বেশ সুন্দর ছিল ভাইয়া। সুন্দর এই নাটকটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

 11 months ago 

হ্যাঁ ভাই নাটকটি সময় করে দেখে নিবেন। আশা করি বেশ উপভোগ করবেন। যাইহোক সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 11 months ago 

এইরকম বাংলা রোমান্টিক নাটক গুলো দেখলে খুব ভালো লাগে। আমিও মাঝে মাঝে বিনদনের জন্য বাংলা নাটক দেখি।নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এই নাটকটি এখনো দেখা হয়নি।সময় পেলে নাটকটি দেখে নিবো।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

 11 months ago 

আসলেই রোমান্টিক নাটক দেখতে দারুণ লাগে। আপনিও মাঝে মাঝে বাংলা নাটক দেখেন, জেনে খুব ভালো লাগলো। যাইহোক রিভিউ পড়ে চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60380.95
ETH 2623.05
USDT 1.00
SBD 2.55