কবিতা আবৃত্তি পোস্ট || অচল স্মৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা এবং ছোট দাদার কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদার কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সব কবিতা আমার খুব ভালো লাগে। বিশেষ করে প্রেমের কবিতা গুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের অচল স্মৃতি কবিতাটি আমার খুব পছন্দ। এই কবিতাটি খুব ভালো লাগে পড়তে এবং আবৃত্তি করতে। তাই আমি "অচল স্মৃতি" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতার নাম : অচল স্মৃতি
কবি : রবীন্দ্রনাথ ঠাকুর
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
আমার হৃদয়ভূমি-মাঝখানে
জাগিয়া রয়েছে নিতি
অচল ধবল শৈল-সমান
একটি অচল স্মৃতি।
প্রতিদিন ঘিরি ঘিরি
সে নীরব হিমগিরি
আমার দিবস আমার রজনী
আসিছে যেতেছে ফিরি।
যেখানে চরণ রেখেছে সে মোর
মর্ম গভীরতম—
উন্নত শির রয়েছে তুলিয়া
সকল উচ্চে মম।
মোর কল্পনা শত
রঙিন মেঘের মতো
তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে,
সোহাগে হতেছে নত।
আমার শ্যামল তরুলতাগুলি
ফুলপল্লবভারে
সরস কোমল বাহুবেষ্টনে
বাঁধিতে চাহিছে তারে।
শিখর গগনলীন
দুর্গম জনহীন,
বাসনাবিহগ একেলা সেথায়
ধাইছে রাত্রিদিন।
চারি দিকে তার কত আসা-যাওয়া,
কত গীত , কত কথা —
মাঝখানে শুধু ধ্যানের মতন
নিশ্চল নীরবতা।
দূরে গেলে তবু, একা
সে শিখর যায় দেখা —
চিত্তগগনে আঁকা থাকে তার
নিত্যনীহাররেখা।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
---|---|
আবৃত্তি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ১৪.১২.২০২৩ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Twitter Link
আমার নিজেরও ছোট দাদার কবিতা গুলো প্রতিনিয়ত পড়া হয়। বড় দাদা কবিতা মাঝে মাঝে শেয়ার করে, যেগুলো আমি পড়ার চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গুলো সবারই পছন্দের। ওনার লেখা প্রত্যেকটা কবিতা আমি পড়েছি এবং আমার খুব পছন্দের। আজকে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, অচল স্মৃতি কবিতা টা খুব সুন্দর করে আবৃতি করেছেন। পুরো কবিতার আবৃতি জাস্ট অসাধারণ ছিল এটাই বলা লাগে।
ছোট দাদার কবিতা গুলো বেশ অর্থবহ। যাইহোক আমার আবৃত্তি শুনে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অচল স্মৃতি কবিতাটি অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এরকম সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনতে আমার অনেক বেশি ভালো লাগে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদেরকে শোনানোর জন্য।
আমার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে আপনার অনেক ভালো লাগে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পছন্দ করে না, এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। বিশেষ করে আমার একটু বেশি পছন্দের, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা গুলো। অচল স্মৃতি কবিতাটার প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর করে আবৃতি করেছেন। যেটা শুনে আমার তো মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। আপনার কন্ঠে আশা করছি পরবর্তীতেও সুন্দর সুন্দর কবিতা আবৃতি শুনতে পাবো।
আসলেই আপু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কমবেশি সবাই পছন্দ করে। যাইহোক আমার আবৃত্তি শুনে আপনার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে, জেনে খুব ভালো লাগলো আপু। প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো পড়তে আমার কাছে যেন খুবই ভালো লাগে। ভাইয়া আপনি আজকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। অচল স্মৃতি কবিতাটি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হ্যাঁ আপু যথেষ্ট চেষ্টা করেছি এই কবিতাটি খুব সুন্দরভাবে আবৃত্তি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার কবিতা আবৃত্তিগুলো বরাবরই আমার ভালো লাগে। দাদা গুরুর কবিতাটি আগে কখনো শোনা হয়নি। আপনি ভালো আবৃত্তি করেন সবসময় ভাইয়া 🌼। আশা করছ সামনে আরও কবিতা আবৃত্তি শুনতে পাবো
আমার আবৃত্তি বরাবরই আপনার খুব ভালো লাগে, জেনে বেশ খুশি হলাম ভাই। অবশ্যই প্রতি সপ্তাহে কবিতা আবৃত্তি শেয়ার করার চেষ্টা করবো। যাইহোক এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার কবিতা আবৃতি পড়ে আমাকে খুবই ভালো লাগে। আজকের কবিতা টাও বেশ দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এই পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।