রেসিপি পোস্ট || 🍲বেগুন এবং আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রেসিপি🍲
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝেমধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক আমি বেগুন এবং আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রেসিপি তৈরি করেছিলাম। আসলে বেশ কয়েকদিন প্রচন্ড গরম ছিলো, আর গরমের সময় আমার ঝোল জাতীয় রেসিপি খেতে দারুণ লাগে। তাছাড়া এই ধরনের পাঁচ মিশালি মাছ খাওয়ার মজাই আলাদা। মাছগুলো একেবারে তাজা ছিলো। এই মাছগুলোর মধ্যে বাইলা মাছ, টেংরা মাছ, পাবদা মাছ এবং লাল চেউয়া মাছ ছিলো। এই ধরনের মাছ গুলোর সাথে আলু এবং বেগুনের কম্বিনেশনটা দারুণ। রেসিপিটা একটু ঝাল ঝাল করে তৈরি করেছিলাম বলে খেতে সত্যিই দারুণ লেগেছিল। যাইহোক আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
বেগুন এবং আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রেসিপি
প্রয়োজনীয় উপকরণ
উপকরণ | পরিমাণ |
---|---|
পাঁচ মিশালি মাছ | ৩০০-৩৫০ গ্রাম |
বেগুন | ৫০০ গ্রাম |
আলু | ১৫০ গ্রাম |
পেঁয়াজ | ২ টা |
কাঁচামরিচ | ৭/৮ টা |
হলুদের গুঁড়া | পরিমাণ মতো |
মরিচের গুঁড়া | পরিমাণ মতো |
আদা রসুন বাটা | পরিমাণ মতো |
লবণ | পরিমাণ মতো |
সয়াবিন তেল | পরিমাণ মতো |
প্রধান উপকরণ
প্রস্তুত প্রণালী নিম্নরূপ :
🍲প্রথম ধাপ🍲
প্রথমেই পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া এবং লবণ মেখে রাখা মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো।
🍲দ্বিতীয় ধাপ🍲
তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,আদা রসুন বাটা এবং লবণ দিয়ে দিলাম।
🍲তৃতীয় ধাপ🍲
মসলাগুলো কিছুক্ষণ কষিয়ে, আগে থেকে কেটে রাখা বেগুন এবং আলু গুলো দিয়ে একটু নেড়ে দিলাম।
🍲চতুর্থ ধাপ🍲
তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিবো পানিতে বলক আসা পর্যন্ত।
🍲পঞ্চম ধাপ🍲
একটু পর দেখলাম পানিতে বলক চলে এসেছে। তারপর ভেজে রাখা মাছ গুলো এবং কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিবো।
🍲ষষ্ঠ ধাপ🍲
৫ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে। তারপর চুলা বন্ধ করে দিলাম।
🍲পরিবেশন🍲
তারপর একটি বাটিতে ঢেলে পরিবেশন করলাম। রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লেগেছিল।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | রেসিপি |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ১৪.৯.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
পুষ্টিকর খাবারের রেসিপি শেয়ার করেছেন। এভাবে বিভিন্ন ধরণের মাছ এক সাথে রান্না করলে খেতে যেমন সুস্বাদু লাগে। তেমনি শরীরের জন্য উপকারী। আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।
হ্যাঁ ভাই বিভিন্ন ধরনের ছোট মাছ একসাথে রান্না করলে খেতে অন্য রকম স্বাদ লাগে। যাইহোক রেসিপিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
X-promotion
বাহ ভাইয়া বেশ কিছু মজাদার মাছের রেসিপি তৈরি করেছেন দেখছি। আর বেগুন ও আলু দিয়ে প্রতিটি রেসিপি খেতে অসম্ভব সুস্বাদু লাগে। আসলেই ভাইয়া গরমের মধ্যে পাতলা একটু ঝোল খেতে বেশি ভালো লাগে। আর শরীলের জন্য ও খুব উপকারী। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে কতটা মজাদার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু, এই ধরনের রেসিপি শরীরের জন্য ভীষণ উপকারী। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
পাঁচ মিশালি মাছ মানেই বিভিন্ন রকমের মাছের স্বাদ গ্রহণ করা।আলু বেগুন দিয়ে পাঁচ মিশালি মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ ভাই এই রেসিপিটা খাওয়ার সময় বিভিন্ন ধরনের মাছের স্বাদ পেয়েছি। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।
আলু বেগুন দিয়ে যে কোন মাছ রান্না করলেই খেতে কিন্তু খুবই চমৎকার লাগে ।আজ আপনি আলু বেগুন দিয়ে পাঁচমিশালী মাছের রান্না করেছেন। রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে এটি খেতে কতটা সুস্বাদু হয়েছিল ।দারুন লাগলো আপনার রেসিপিটি। খুবই মজার হয়েছিল বুঝতে পারছি ।ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু এই রেসিপিটা খেতে সত্যিই দারুণ লেগেছিল। যাইহোক রেসিপিটা দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। বেগুন আলুর সমন্বয়ে যে কোনো মাছ খেতে আমার খুবই ভালো লাগে।আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজাদার হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আসলেই বেগুন এবং আলুর কম্বিনেশনটা দারুণ। যাইহোক রেসিপিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।
আলু বেগুন দিয়ে পাঁচমিশালী মাছের রেসিপি দারুন হয়েছে ভাইয়া। মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছিল। এই তরকারি গুলো খেতে অনেক ভালো লাগে। আর বিভিন্ন রকমের মাছ একসাথে রান্না করলে খেতে ভালো লাগে।
আসলেই পাঁচ মিশালি মাছ খাওয়ার মজাই আলাদা। যাইহোক রেসিপিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কি যে দেখালেন আপনি। দেখেই তো এখন আর লোভ সামলাতে পারছি না। এই ধরনের বেগুন এবং আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রেসিপি খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুব কম রয়েছে বলে আমার মনে হয়। আগে এগুলো সব থেকে বেশি তৈরি করা হতো। সবাই একসাথে এরকম জাতীয় খাবার গুলো তৈরি করতাম। আর একসাথে খেতে খুব ভালোই লাগতো। এটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে তৈরি করলে। আপনি তো দেখছি অনেক বেশি করে তৈরি করেছেন। আমাকে বলতেন তাহলে আমিও যেতাম এটি খাওয়ার জন্য। আশা করছি পরবর্তীতে তৈরি করলে অবশ্যই আমাকে বলবেন 😇।
পরবর্তীতে পাঁচ মিশালি মাছ রান্না করলে আপনাকে অবশ্যই বলবো ভাই হা হা হা। যাইহোক রেসিপিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কয়েক প্রজাতির মাছ এক সাথে রান্না করলে আসলেই অনেক বেশি সুন্দর লাগে। তবে, এরকম রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেগুন এবং আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে এতো সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন।
পাঁচ মিশালি মাছ আমিও অনেক দিন পর খেলাম। যাইহোক রেসিপিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেশ অসাধারণ রেসিপি পোস্ট তৈরি করেছেন ভাই। আপনার রেসিপি পোস্ট দেখে খুব ভালো লাগলো। বেগুন এবং আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। পাঁচ মিশালি মাছের রেসিপি খুবই অসাধারণ হয়ে থাকে। বেগুন এবং আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রেসিপির এতো অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
রেসিপিটা ঝোল ঝোল করে তৈরি করেছিলাম বলে খেতে আরও বেশি সুস্বাদু লেগেছিল। যাইহোক রেসিপিটা দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।