পেন্সিল দিয়ে মগের ভিতরে থাকা একটি পুতুলের চিত্র অংকন
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমে উৎসাহিত হয়ে,আজকে আমি আপনাদের সামনে আরো একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হয়েছি। পেন্সিল আর্ট বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। গতকাল রাতে আমি পেন্সিল দিয়ে, মগের ভিতরে থাকা একটি পুতুলের চিত্র অংকন করেছি। পুতুলটি মগের ভিতরে ঘুমন্ত অবস্থায় রয়েছে। এই চিত্রটি আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য, আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি চিত্র অংকন এর প্রতিটি ধাপ আপনাদের কাছে,ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ
- খাতা
- পেন্সিল
- কালো কালির কলম
- কালারিং কলম
- স্কেল
- রাবার
- কাটার
- কটন বাড
প্রথমে আমি পেন্সিল দিয়ে পুতুলের কিছু অংশ এবং মগের কিছু অংশ এঁকে নেই। এরপর আমি দাগগুলোকে কলম দিয়ে গাঢ় করে নেই।
তারপর আমি পুতুলটির দুটি কান, দুটি চোখ এবং নাক এঁকে নেই।
এই ধাপে আমি পুরো পুতুলটা এবং পুরো মগটা এঁকে নেই।
তারপর আমি চিত্রটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, মগের ভিতরে একটি চামচ এঁকে নিলাম। এমনভাবে আমি চামচটি আঁকলাম, শুধু চামচের বাহিরের অংশ দেখা যাচ্ছে।
এরপর আমি মগের ভিতরের অংশ, চামচের বাহিরের অংশ এবং পুতুলটিকে পেন্সিল ও কালো কালি দিয়ে রং করে নিলাম।
তারপর আমি পুরো মগটিকে পেন্সিল দিয়ে রং করে নিলাম এবং মগের মধ্যে কালারিং কলম দিয়ে, ছোট্ট করে তিনটি ভালবাসার প্রতীক এঁকে নিলাম ও রং করে নিলাম। আর এভাবেই চিত্র অংকনটি সম্পন্ন করে ফেললাম।
তারপর আমি সিগনেচার দিয়ে দিলাম।
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
ক্যাটাগরি | আর্ট |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ২৩.১১.২০২২ |
আপনি খুব সহজ পদ্ধতিতে একটি দারুন আর্ট করেছেন। আর হ্যাঁ পুতুল লাগে বেশ কিউট লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই সুন্দর আর্টের প্রক্রিয়াটা শেয়ার করার জন্য।
জি ভাই আমার কাছেও পুতুলটিকে অনেক কিউট লেগেছে। সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুবই চমৎকার একটি চিত্র অংকন করেছেন। পুতুলটি দেখতে বেশ কিউট লাগছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আপনাকে ধন্যবাদ এইরকম একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।
চিত্র অংকনটির এতো প্রশংসা করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।