নাটক রিভিউ || নামাজি বউ
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে নামাজি বউ। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ইফতেখার ইফতি এবং রাবিনা। এদের নাটক এর আগে তেমন দেখা হয়নি। এই নাটকটি গতকাল রাতে দেখেছিলাম। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক নাটকটি আমার কাছে বেশ শিক্ষনীয় মনে হয়েছে। আপনাদের সাথে নাটকটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | নামাজি বউ |
---|---|
রচনা | আফসানা জাহান আরজু |
পরিচালনা | ঈগল টিম |
সহ পরিচালক | কামরুজ্জামান রানা,এস এল ডি সাগর |
অভিনয়ে | ইফতেখার ইফতি,রাবিনা,লিপু মামা,আনজুম আরা নিশি,রেজভিনা মৌসুমী,কামরুজ্জামান রানা,জাকির সেন্টু,এস এল ডি সাগর,টিপু,স্নেহা |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ৩০ই মার্চ ২০২৩ |
দৈর্ঘ্য | ৪০ মিনিট |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখতে পাই নাটকের নায়ক ইফতেখার ইফতি এর পুরো পরিবার একসাথে বসে আছে। ইফতির বাবা মা ইফতিকে বিয়ে করাবে বলে একটি পাত্রীর ছবি নিয়ে আসছে। কিন্তু ইফতি সেই মেয়েকে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। কারণ সে গ্রামের আনস্মার্ট মেয়েকে বিয়ে করবে না। সে মডার্ন বা স্মার্ট মেয়ে বিয়ে করতে চায়। কিন্তু তার বাবা মা বলে ইফতি নামাজ পড়ে না,বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর সেজন্যই নামাজি মেয়ে বাসায় আনলে ইফতিকে ভালো পথে নিয়ে আসতে পারবে। যাইহোক ইফতি শেষ পর্যন্ত তার মা বাবার কথায় রাজি হয় বিয়ে করার জন্য। বিয়ের পর বাসর রাতে নাটকের নায়িকা রাবিনা খাটে বসে আছে। ইফতি আসার পর রাবিনা ইফতিকে বলে ওযু করে আসার জন্য। কারণ তারা দুই রাকাত নফল নামাজ একসাথে আদায় করবে। কিন্তু ইফতি কোন ভাবেই নামাজ পড়তে রাজি হচ্ছে না। রাবিনা ইফতিকে শর্ত দেয় নামাজ না পড়লে মেঝেতে শুতে হবে সারারাত। এই কথা শুনে ইফতি নামাজ পড়তে রাজি হয়।
রাবিনা ওযু করার পর ইফতি রাবিনার দিকে তাকিয়ে বলে যে ওযু করার পরও রাবিনাকে কত সুন্দর লাগছে। তার মানে রাবিনা মেকআপ সুন্দরী না। যাইহোক একসাথে দুজনেই নামাজ আদায় করে নেয়। পরের দিন সকালে রাবিনা ফজর নামাজ আদায় করে রান্না ঘরে গিয়ে রুটি বানায়। এতে করে তার শাশুড়ি খুব খুশি হয়। সবাই খাবার টেবিলে বসলে রাবিনা সবাইকে নাস্তা দেয়। সবাই নাস্তা খেতে খেতে রাবিনার খুব প্রশংসা করে। রাবিনার এতো প্রশংসা শুনে ইফতির রাগ উঠে যায় এবং সে নাস্তা না খেয়েই বাসা থেকে বের হয়ে যায়। বাহিরে গিয়ে তার বন্ধুকে সব ঘটনা খুলে বলে এবং তারা আড্ডা দিতে থাকে। ইফতি তার বন্ধুকে বলে সে তো জীবনে ঈদের নামাজ ছাড়া কোন নামাজই পড়েনি। আর রাবিনা তাকে নামাজ পড়ার জন্য সবসময় বলে। তাই বাসায় তার ভালো লাগে না থাকতে। এদিকে রাবিনা ইফতিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নামাজ আদায় করছে কিনা,বাসায় কখন আসবে এইসব। ইফতি এগুলো শুনে আরও বিরক্ত হয়ে যায়। রাবিনার চিন্তা ভাবনা হচ্ছে যেভাবেই হোক ইফতিকে নামাজি বানাবে। মোটকথা ভালো পথে ফিরিয়ে আনবে।
ইফতি রাবিনাকে যত কিছুই বলুক না কেন,রাবিনা মন খারাপ করে না। রাবিনার চেষ্টায় ইফতি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। রাবিনা এবং ইফতি দুইজন একসাথে রাবিনাদের বাসায় যায়। একদিন রাবিনাকে তার মা জিজ্ঞেস করে ইফতি কেমন ব্যবহার করে তার সাথে। তখন রাবিনা বলে ইফতি খুব ভালো ব্যবহার করে। আড়াল থেকে এসব শুনে ইফতির খুব ভালো লাগে। তারপর সে আরও কিছুটা পরিবর্তন হয়। একদিন রাবিনার ভাইয়ের সাথে ইফতি মসজিদে নামাজ পড়তে যায়। তারপর হুজুরের সাথে ইফতির পরিচয় করিয়ে দেয়। কিছুদিন পর ইফতি হুজুরের সাথে সবকিছু শেয়ার করে। ইফতি বলে যে সে সুখী না। রাবিনা শুধু নামাজ পড়তে বলে সেজন্য তার ভালো লাগে না। তখন হুজুর ইফতিকে বুঝায় রাবিনা ইফতিকে খুব ভালোবাসে। মরার পর যেন একসাথে জান্নাতে যেতে পারে সেজন্য নামাজ পড়তে বলে। এইসব শুনার পর ইফতি পুরোপুরি পাল্টে যায়। তারপর সে মন থেকে রাবিনাকে মেনে নেয়। রাবিনার উপর ইফতির পুরো পরিবার খুব খুশি হয়। রাবিনা একদিন ইফতিকে বলে সে মা হতে চলেছে। একথা শুনে ইফতি সহ তার পুরো পরিবার খুব খুশি হয়। আর এভাবেই নাটকের পরিসমাপ্তি ঘটে।
উপরের সবগুলো ছবি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
এই নাটকটি আমার কাছে বেশ শিক্ষনীয় মনে হয়েছে। একজন বেনামাজি মানুষকে তার লাইফ পার্টনার পুরোপুরি পাল্টে ফেলেছে। আমাদের সবার উচিত নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সেই অনুযায়ী কাজ কর্ম করা। বিয়ের ক্ষেত্রে অবশ্যই সঠিক মানুষ নির্বাচন করার চেষ্টা করতে হবে। কারণ সঠিক লাইফ পার্টনার না পেলে জীবন এলোমেলো হয়ে যেতে পারে। তাই আমাদের সবার উচিত এই বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা। কারণ কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমার কাছে নাটকের স্ক্রিপ্ট বেশি ভালো লেগেছে তবে তাদের অভিনয় মোটামুটি ভালো লেগেছে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ১.৪.২০২৩ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
সৎসর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ। এই কথার অনেক গুরুত্ব রয়েছে।এই নাটকটি এই কথার একটি অংশ । একজন নামাজি বউ একটা পুরুষ মানুষের জন্য কতটা রহমত স্বরূপ সেটা তা জানা নেই। ঈগল টিমের নাটকগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। আমিও মাঝে মধ্যেই গোল টিমে নাটক রিভিউ করে থাকি। নাটকটি পড়ে বুঝতে পারলাম নাটকটা অনেক সুন্দর একটি নাটক। এমন সুন্দর একটি নাটক আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
জি ভাই ঈগল টিমের নাটক গুলো আমি মাঝে মধ্যে দেখি। বেশ ভালোই লাগে দেখতে। একজন নামাজি বউ একজন পুরুষের জন্য অবশ্যই রহমত স্বরুপ। খুবই চমৎকার মন্তব্য করেছেন ভাই। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে নামাজি বউ নাটকটি খুব সুন্দর ভাবে রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। নাটকটি অল্প কিছুদিন হল বের হয়েছে আমি ইউটিউব থেকে ডাউনলোড করে রেখেছি দেখবে বলে। ভাবছিলাম শেয়ার করব এখানে কিন্তু আপনি তো আমার আগেই দেখে শেয়ার করে ফেলেছেন। যাইহোক ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে নাটকটি রিভিউ এর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি যেহেতু নাটকটি দেখে রেটিং পয়েন্ট দিয়েছেন সেহেতু আপনার মতামত কে আমি সাধুবাদ জানাই।
নাটকের মতো এভাবে যদি আমাদের সমাজের সবাই পরিবর্তন হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
খুবই সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন দেখছি । ঈগল টিমের এই নাটকগুলো আমি আগে একটু বেশি দেখে থাকতাম। নামাজি বউ এই নাটকটি যদিও আমার দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে এত সুন্দর ভাবে দেখে ভালো লাগলো ভীষণ। এই নাটকটিতে অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। যাই হোক সম্পূর্ণটা দেখে এবং পড়ে ভালো লেগেছে।
ঈগল টিমের নাটক আমিও মাঝে মধ্যে দেখি আপু। ভালোই লাগে দেখতে। এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আসলেই আমাদের জীবনে কখন কি হতে পারে আমরা কেউই জানিনা। নিজের লাইফ পার্টনারটা সবচেয়ে বেশি ভালো হয় তাহলেই নিজের কোন ভুল ত্রুটি ঠিক করে দেয়ার চেষ্টা করে। আমারও মনে হয় নিজের লাইফ পার্টনারটা সবচেয়ে বেশি নিজেকে বুঝতে পারে। যদি নিজের লাইফ পার্টনার টাই সঠিক না হয় তাহলে আমরা নিজেরাও চাইলে খারাপ পথে চলে যেতে পারি। আর যদি নিজের সবচেয়ে ভালো কাছের মানুষটা আমাদেরকে সঠিক পথে নিয়ে আসে তাহলেই আমরা সঠিক পথে চলতে পারি। আপনার নাটকের যে রিভিউ টি আমার কাছে পড়ে অনেক ভালো লাগলো। ভাবতেছি আমিও নাটকটি দেখব।
ঠিক বলেছেন আপু, নিজের কাছের মানুষটা যদি ভালো হয় তাহলে সঠিক পথে চলার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
একটি অসাধারণ নাটকের রিভিউ করেছেন ভাই। এই ঘটনাগুলো সব ঘরে ঘরে ঘটতো তাহলে পুরো সমাজটাই পরিবর্তন হয়ে যেতো। নাটকের নায়িকা তার নিজের ভালো আচরণ এবং বুদ্ধিমত্তা দিয়ে নায়ককে নামাজী করে তুলেছে। দারুন লেগেছে পুরো নাটকের কাহিনী।
আমি কিন্তু নাটকটিকে ১০/১০ রেটিং দেবো।
ধন্যবাদ ভাই চমৎকার নাটকটি রিভিউ করার জন্য।
নাটকের স্ক্রিপ্ট ১০/১০ দেওয়া যায় আমার মতে। তবে আমার মনে হয় অভিনয় আরও ভালো হতে পারত। যাইহোক এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
আপনার নাটকের রিভিউ দেখে অনেক ভালো লাগলো। আসলে এরকম ভাবে নাটকের রিভিউ গুলো পোস্ট করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। নিজের বউ যদি সচেতন হয় তাহলে নিজেকে বদলানোর জন্য কেউ আর বারণ করতে পারবে না। তাই আমাদের সবারই নিজের প্রিয় সঙ্গী টাকে সঠিকভাবে বেছে নেওয়া উচিত। আপনার নাটকের রিভিউ টা পড়ে অনেক কিছুই বুঝতে পেরেছি।
আমার নাটকের রিভিউ পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাই। গুছিয়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার কথার সঙ্গে আমিও একমত পোষণ করছি। আমাদের সকলের উচিত লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়ার লাইফ পার্টনার যদি ভালো মনের হয় তাহলে পুরো ফ্যামিলিটা অনেক বেশি সুখে থাকে। নাটকটা আসলেই অনেক বেশি শিক্ষনীয় আমার কাছে খুবই ভালো লেগেছে রিভিউ পড়ে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার সাথে একমত পোষণ করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আশা করি সবসময় এভাবেই সাপোর্ট করে যাবেন সুন্দর মন্তব্যের মাধ্যমে।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। নাটকের নামটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখনো নাটকটি দেখা হয়নি, দেখবো দেখবো ভাবছি। কিন্তু আপনার নাটকের রিভিউ পড়ে বোঝা যাচ্ছে নাটকে অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। সময় করে নাটকটি দেখব। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।
জি আপু নাটকটি বেশ শিক্ষনীয়। সময় করে দেখে নিবেন। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আসলে আমাদের সমাজে প্রত্যেকটি মানুষকেই সভ্য হওয়া উচিত। যাদের দ্বারা অন্যরাও পরিবর্তন করতে পারবে।
এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন।