স্পোর্টস পোস্ট || টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের বিশাল জয়

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আবারো স্পোর্টস বিষয়ক একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ক্রিকেট খেলা ছোটবেলা থেকেই আমার ভীষণ পছন্দ। তাই চেষ্টা করি সবসময় ক্রিকেট ম্যাচ দেখতে। আপনারা অনেকেই জানেন যে,ভারত এবং দক্ষিণ আফ্রিকা দলের ৩ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচ, গতকালকে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকা এই সিরিজে ১-০ তে এগিয়েছিল। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। যাইহোক ৩য় ম্যাচটি গতকালকে বাংলাদেশ সময় রাত ৯টার সময় শুরু হয়েছিল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। যাইহোক ভারতীয় দুই ওপেনার জেসওয়াল এবং শুভমান গিল তেমন ভালো শুরু করতে পারেনি।


GridArt_20231215_162457016.jpg

স্ক্রিনশট - উইলো এইচডি

কারণ শুভমান গিল মাত্র দুটি চার মেরে ব্যক্তিগত ৮ রান করে কেশব মহারাজ এর বলে এলবিডব্লিউ আউট হয়ে যায়। তারপর তিলক বার্মা এসে প্রথম বলেই আউট হয়ে যায়। এতে করে ভারত ৩য় ওভারে ২৯/২ রানে দুই উইকেট হারিয়ে ফেলে। তবে এক প্রান্তে জেসওয়াল ভালো ব্যাট করছিল। যাইহোক এরপর সূর্য কুমার ব্যাট করতে নামেন। জেসওয়াল এবং সূর্য কুমার এককথায় দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলে। দু'জনেই ৪/৬ মারতে থাকে এবং ভারতের স্কোর বড় করতে থাকে। বিশেষ করে সূর্য কুমার বেশ মারমুখী ভঙ্গিতে ব্যাট করতে থাকে। যাইহোক দলীয় ১৪ তম ওভারে ১৪১/৩ রানের মাথায় জেসওয়াল শামসীর বলে ক্যাচ আউট হয়ে যায়। জেসওয়াল ৪১ বলে ৬০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে। জেসওয়াল আউট হয়ে যাওয়ার পর, সূর্য কুমার একাই লড়তে থাকে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে। তারই সুবাদে সূর্য কুমার দ্রুত গতিতে সেঞ্চুরি তুলে নেয়।


Notes_231215_162400_4aa.jpg

Notes_231215_162404_413.jpg

স্ক্রিনশট - উইলো এইচডি

সূর্য কুমার শেষ পর্যন্ত ৫৬ বল খেলে ১০০ রান করে শেষ ওভারে আউট হয়ে যায়। ভারত শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২০১/৭ রান করতে সক্ষম হয়। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ছাড়া আর কোনো বোলারই তেমন সুবিধা করতে পারেনি। জবাবে ২০২ রানের টার্গেট নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা দলের দুই ওপেনার একেবারেই সুবিধা করতে পারেনি। দলীয় মাত্র ২৩/২ রানের মাথায় দুই ওপেনার বিদায় নেয়। এরপর ক্লাসেন মাত্র ৫ রান করে আউট হয়ে যায়। এর পরপরই অধিনায়ক মার্করাম আউট হয়ে যায়। ফলে দলীয় ৭ম ওভারে ৪২/৪ রানের মাথায় প্রথম সারির ৪জন ব্যাটসম্যান আউট হয়ে যায়। এতে করে দক্ষিণ আফ্রিকা দল ব্যাকফুটে চলে যায়। এরপর মিলার দলের স্কোর এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু যোগ্য পার্টনারের অভাবে মিলার খুব বেশি সুবিধা করতে পারেনি।


Notes_231215_162406_3f7.jpg

Notes_231215_162407_e6e.jpg

স্ক্রিনশট - উইলো এইচডি

এক প্রান্ত ডেবিড মিলার আগলে রাখলেও, অপর প্রান্তের কোনো ব্যাটসম্যান ই সুবিধা করতে পারেনি। একের পর এক আউট হতেই থাকে। শেষ পর্যন্ত মাত্র ১৩.৫ ওভারে দক্ষিণ আফ্রিকা দল ৯৫/১০ রান করে অলআউট হয়ে যায়। ডেভিড মিলার ২৫ বল মোকাবেলা করে ব্যক্তিগত ৩৫ রান করতে সক্ষম হয়। যাইহোক ভারত ১০৬ রানের বিশাল জয় পায়। ভারতের মোটামুটি সব বোলাররা ভালো বোলিং করতে সক্ষম হয়। তবে কুলদীপ এককথায় দুর্দান্ত বোলিং করে। কুলদীপ ২.৫ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেয়। সূর্য কুমার ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়। তিন ম্যাচের এই সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। ভারতীয় দল সবমিলিয়ে এককথায় দুর্দান্ত পারফরম্যান্স করে এই ম্যাচে।


Notes_231215_162410_1e4.jpg

Notes_231215_162411_6be.jpg

স্ক্রিনশট - উইলো এইচডি

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিস্পোর্টস
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৫.১২.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 7 months ago 
 7 months ago 

আসলে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল একটি জয় তুলে নিয়েছে। সেদিনের ম্যাচে সূর্য কুমার যাদবের বিস্ফোরক ব্যাটিংটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। যাহোক অনেক সুন্দর একটি ক্রিকেট ম্যাচের আর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

আসলেই ভাই সূর্য কুমার এককথায় দুর্দান্ত ব্যাট করেছে এই ম্যাচে। যাইহোক পোস্টটি পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

ভারতের খেলা গুলো দেখতে আমার খুবই ভালো লাগে তারা খুব সুন্দর ভাবে খেলা আমাদের মাঝে পরিবেশন করে থাকেন। আশা করি এভাবেই তারা সুন্দর খেলা আরো আমাদের মাঝে উপহার দিবেন। আপনার রিভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। খেলার বিশেষ বিশেষ সমস্যা আমাদের মাঝে দারুণভাবে তুলে ধরেছেন।

 7 months ago 

আপনার মতো আমারও ভারতের খেলা দেখতে খুব ভালো লাগে। কারণ আমি ছোট থেকেই ভারতীয় ক্রিকেটের ভক্ত। যাইহোক পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

কালকে রাতে খেলাটা আমিও দেখেছিলাম খুবই ভালো লেগেছিল। সব থেকে ভালো লেগেছিল সুরিয়া কুমারের ব্যাটিং করা দেখে সে খুবই সুন্দর করে চতুর্থ বারের মত ১০০ রান পূর্ণ করল।

 7 months ago 

সূর্য কুমার বেশ দ্রুত গতিতে সেঞ্চুরি তুলে নিয়েছে এই ম্যাচে। এককথায় দারুণ ব্যাটিং করেছে। যাইহোক গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44