🍲চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি রেসিপি🍲
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি হয়তো অনেকে খেয়েছেন। তবে আমি এর আগে কখনও কলার মোচা খাইনি। অনেকের মুখ থেকে শুনেছি কলার মোচা খেতে নাকি খুব সুস্বাদু লাগে। কিন্তু সত্যি বলতে কখনও খাওয়া হয়নি। যাইহোক সেদিন আম্মু বলছিল চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি করলে কেমন হয়। আমিও সাথে সাথে বললাম খুব ভালো হয়,তবে আমি রান্না করবো। কারণ ইলিশ মাছ এবং চিংড়ি মাছের রেসিপি করতে আমার খুব ভালো লাগে। বরাবরের মতো আমার স্ত্রী আমাকে রান্নার উপকরণ গুলো প্রস্তুত করে দিয়েছিল। চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি করার পর রেসিপিটা খেতে খুব সুস্বাদু লেগেছিল। তাই আপনাদের সাথে ধাপে ধাপে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি
উপকরণ | পরিমাণ |
---|---|
চিংড়ি মাছ | ৬ টা |
কলার মোচা | ১ টা |
পেঁয়াজ | ৩টা |
কাঁচামরিচ | ৩টা |
ধনিয়া পাতা | পরিমাণ মতো |
হলুদের গুঁড়ো | পরিমাণ মতো |
লবণ | পরিমাণ মতো |
সয়াবিন তেল | পরিমাণ মতো |
প্রধান উপকরণ
🍲প্রথম ধাপ🍲
চুলার উপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হওয়ার পর পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।
🍲দ্বিতীয় ধাপ🍲
তেল একটু গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুঁচি এবং কাঁচামরিচ দিলাম।
🍲তৃতীয় ধাপ🍲
পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম এবং একটু নেড়ে নিব।
🍲চতুর্থ ধাপ🍲
তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম।
🍲পঞ্চম ধাপ🍲
সবকিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম।
🍲ষষ্ঠ ধাপ🍲
আগে থেকে কুঁচি করে রাখা কলার মোচা দিয়ে দিলাম এবং একটু নেড়ে নিলাম।
🍲সপ্তম ধাপ🍲
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ৭/৮ মিনিটের জন্য।
🍲অষ্টম ধাপ🍲
৭/৮ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম পানি একেবারে শুকিয়ে গিয়েছে। তারপর আগে থেকে কেটে রাখা ধনিয়াপাতা গুলো দিয়ে দিলাম।
🍲নবম ধাপ🍲
কিছুক্ষণ ভালো ভাবে নেড়ে নিলাম যেন ধনিয়াপাতা গুলো ভালো করে মিশে যায়। ব্যাস এভাবেই রেসিপিটা সম্পন্ন করে ফেললাম।
🍲পরিবেশন🍲
তারপর লাঞ্চের সময় পরিবেশন করলাম।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | রেসিপি |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ৩১.৩.২০২৩ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ভাই আমিও কিন্তুু আপনার মত কলার মোচা দিয়ে চিংড়ি মাছ খাইনি।যদিও চিংড়ি মাছ আমি খুব একটা খাইনা এলার্জিজনিত কারণে। কিন্তুু কলার মোচা খেয়েছি। আমার নানী যখন বেঁচেছিল তখন এই কলার মোছা ভাজি করে দিতেন। যাহোক আপনার রান্না দেখে বোঝা যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্নাটি খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চিংড়ি মাছ ক্ষতিকারক হলেও লোভ সামলাতে পারি না ভাই। রেসিপিটা খুব সুস্বাদু হয়েছিল। গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
চিংড়ি মাছ দিয়ে কলার মোচা খেতে বেশ মজার হয়।আপনি দারুন মজা করে রান্না করলেন। আপনার রান্নার উপস্থাপনা খুব ভাল লাগলো।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
রান্নার উপস্থাপনা আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
রেসিপিটা বেশ লোভনীয় লাগছে ভাইয়া।দেগে মন চাইছে একটু টেস্ট করে দেখি কিন্তু আমিতো রোজা আছি 🤭
ভাবীর সহযোগিতায় চিংড়ি মাছ দিয়ে অনেক মজার একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
জি ভাই রমজান মাসে দিনের বেলায় রেসিপি পোস্ট কম দেখাই ভালো হা হা হা। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি তো দেখছি খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন যা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। এই রেসিপিটা এর আগে আমার কখনো খাওয়া হয়নি। তাই ভাবছি এই রেসিপিটি একবার তৈরি করে দেখব টেস্ট কেমন হয়। আপনার উপস্থাপনা দেখে কিন্তু যে কেউ এমনিতে রেসিপিটি খুব সহজে তৈরি করতে পারবে। রেসিপির কালার কম্বিনেশন ও জাস্ট অসাধারণ ছিল পরিবেশনটা ও ভালো ভাবেই করলেন।
জি আপু অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে খেতে। বরাবরের মতো সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনার মত আমিও কখনো কলার মোচা খাইনি। সবাইকে শুধু খেতেই দেখেছি। তাছাড়া চিংড়ি মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। এই মাছ দিয়ে যা রান্না করা হোক না কেন খেতে খুবই ভালো লাগে। আপনার চিংড়ি দিয়ে কলার মোচা রান্নার রেসিপিটি দেখে মনে হচ্ছে যে খেতে খুবই সুস্বাদু হয়েছে। কালারও সেরকম লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া।
কলার মোচা খেতে যে এত সুস্বাদু লাগে সেটা আগে জানা ছিল না আপু। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
যদিও কলার মোচা দিয়ে এরকম ভাবে কখনোই খাওয়া হয়নি তবে আপনার এই রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। আপনার মত আমিও অনেকের মুখে এই রেসিপির প্রশংসা শুনেছি অবশেষে আপনি রেসিপিটি নিজে তৈরি করেছেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে আমাদের মাঝে রেসিপিটি তুলে ধরার জন্য।
কলার মোচা এরকম ভাবে একদিন খেয়ে দেখবেন ভাইয়া। আশা করি খুব ভালো লাগবে খেতে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
চিংড়ি মাছ আমার খুবই পছন্দের আপনি তো দেখছি চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি রেসিপি তৈরি করেছেন। এই রেসিপিটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। ভাবছি এই রেসিপিটা তৈরি করার জন্য বলবো। আপনার রেসিপির কালার দেখেই আমার জিভে জল চলে এসেছে। বেশ সুস্বাদু মনে হচ্ছে কিন্তু দেখে।
রেসিপিটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছিল। একদিন বাসায় এই রেসিপিটা খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে খেতে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।
ভাইয়া আজিকে ইউনিক একটি রেসিপি শেয়ার করালেন। চিংড়ি মাছ দিয়ে কলার মোচার রেসিপি আমি কখনো খাইনি। তবে কয়েকদিন আগে কলার মোচা দিয়ে চপ বানিয়েছিলাম। খেতে ভালই লেগেছিল। আপনার চিংড়ি গুলো বেশ বড়ই ছিল। ধন্যবাদ ভাইয়া।
চিংড়ি মাছ দিয়ে কলার মোচা একদিন খেয়ে দেখবেন ভাই। আশা করি ভালোই লাগবে। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
কলার মুসা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের ডায়াবেটিস সমস্যা আছে তাদের জন্য ডাক্তারের খেতে বলে। তবে কখনো কাউকে দেখিনি চিংড়ি মাছ দিয়ে এই কলার মোচা রান্না করতে। তাই বলতে পারিস সুন্দর একটি ইউনিক পোস্ট ইউনিক রেসিপি তৈরি করেছেন আপনি।
ঠিক বলেছেন ভাই, কলার মোচা শরীরের জন্য খুব উপকারী। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।