পেন্সিলে আঁকা একটি পাখির চিত্র অংকন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।

আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি পাখির চিত্র অংকন নিয়ে। পেন্সিল দিয়ে আর্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু ব্যস্ততার কারণে আর্ট করার সময় তেমন একটা পাই না। কারণ পেন্সিল দিয়ে আর্ট করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। এই আর্টটি করতে আমার অনেক সময় লেগেছে। কারণ রাবার দিয়ে কয়েকবার মুছতে হয়েছে, আরো সুন্দরভাবে আঁকার জন্য। তো যাইহোক, চিত্র অংকনটি আপনাদের সামনে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য, অনেক চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিভাবে আর্টটি করেছি, সেগুলো প্রতিটি ধাপে ধাপে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

একটি পাখির চিত্র অংকন

20221115_231333.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • খাতা
  • পেন্সিল
  • কালো কালির কলম
  • রাবার
  • কাটার

চিত্র অংকন প্রক্রিয়া

ধাপ-১

20221115_195025.jpg

প্রথমে পেন্সিল দিয়ে পাখির মুখ এবং শরীরের কিছু অংশ এঁকে নিলাম।

ধাপ-২

20221115_195258.jpg

এরপর পাখির শরীরের আরো কিছু অংশ এঁকে নিলাম।

ধাপ-৩

20221115_195910.jpg

তারপর পাখিটার লেজ এঁকে নিলাম।

ধাপ-৪

20221115_201143.jpg

এরপর পাখির ঠোঁট এবং চোখ এঁকে নিলাম।

ধাপ-৫

20221115_201529.jpg

তারপর পাখির সামনে ফুল গাছের ডাল এবং ফুল এঁকে নিলাম।

ধাপ-৬

20221115_201818.jpg

এরপর আমি পাখির বাসার ছবি এঁকে নিলাম। এমনভাবে পাখির বাসা আঁকলাম, যেন মনে হচ্ছে পাখিটা বাসার মধ্যে বসে আছে।

ধাপ-৭

20221115_202522.jpg

তারপর আমি ফুল গাছের পাতা আঁকলাম।

ধাপ-৮

20221115_211153.jpg

এই পর্যায়ে আমি পাখির পিছনে ফুল গাছের পাতা এবং ছোট্ট একটি ফুল এঁকে নিলাম। তারপর পাখির সামনে থাকা গাছের ডালপালা এবং ফুল কলমের কালি দিয়ে কালো করে নিলাম। এরপর পাখির শরীরের কিছু অংশ কালো করে নিলাম।

ধাপ-৯

20221115_213515.jpg

এবার আমি পাখির শরীরের প্রায় পুরোটা অংশ পেন্সিল দিয়ে রং করে নিলাম।

ধাপ-১০

20221115_214353.jpg

তারপর আমি পাখির পিছনে থাকা ডাল এবং পাতাকে পেন্সিল দিয়ে রং করে নিলাম। এরপর পাখির গলা,মুখ এবং ঠোঁট রং করে নিলাম।

সর্বশেষ ধাপ

20221115_231048.jpg

এরপর পাখির বাসা এবং পুরো চিত্রটিকে পেন্সিল দিয়ে রং করে নিলাম। আর এভাবেই আমি আর্টটি সম্পন্ন করে ফেললাম।

সম্পন্ন করা চিত্র

20221115_231333.jpg

তারপর আমি সিগনেচার দিয়ে দিলাম।

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১৭.১১.২০২২
Sort:  
 2 years ago 

ওয়াও কি পারফেক্ট কম্বিনেশন একদম নিখুঁত আর্ট যাকে বলে ৷ এটা সত্যি যে এসব ধরনের অংকন করতে অনেক সময় আর ধৈর্য লাগে ৷ তবে যাই বলুন কথায় বলে না সময় দিন পরে ভালো কিছু পাবে ৷ ঠিক তাই আপনি সময় নিয়ে কি সুন্দর একেছেন ৷আর আমরা দেখছি আর মুগ্ধ হচ্ছি ৷ সব মিলে অসাধারণ ৷
এভাবেই আমাদের মাঝে নতুন নতুন আর্ট উপহার দিবেন এমনটাই প্রত্যাশা ৷
ধন্যবাদ

 2 years ago 

এমন উৎসাহমূলক মন্তব্য পেলে, কাজের গতি আসলেই বেড়ে যায়। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ নতুন নতুন আর্ট উপহার দিতে পারবো। সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার চিত্র অঙ্কন দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। আপনার চিত্র অংকটি অত্যন্ত নিখুঁত হয়েছে। এতো সুন্দর পেন্সিলে আঁকা একটি পাখির চিত্র অংকন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য, আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন পেন্সিল আর্ট গুলো করতে অনেক সময়ের প্রয়োজন । আর আপনি যে অনেক সময় নিয়ে আর্ট টি নিখুঁতভাবে করেছেন তা আপনার আর্টটি দেখেই বোঝা যাচ্ছে । চমৎকার হয়েছে আপনার পাখির চিত্র টি ।প্রতিটি ধাপের উপস্থাপন ছিল চমৎকার ।ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আসলে যে কোন ভালো জিনিস সম্পন্ন করার পর, যদি সবাই সাপোর্ট করে, তখন সেই অনুভূতিটা আসলেই স্পেশাল হয়। অনেক ধন্যবাদ আপনাকে, এভাবে সাপোর্ট করার জন্য।

 2 years ago 

আপনি পাখির চমৎকার চিত্র অংকনটি করেছেন। পেন্সিল দিয়ে আপনি অসাধারণ একটি পাখি অঙ্কন করলেন যা আমার কাছে খুব ভালো লাগলো। অনেক চেষ্টার পর আপনি অনেক সুন্দর করে পাখিটি অংকন করলেন। মনে হয় অনেক টাইম দিয়ে অংকনটি করলেন। খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু, অনেক টাইম দিয়ে চিত্র অংকনটি করেছি। আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে, খুব ভালো লাগলো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার এঁকেছেন ভাইয়া ৷আসলে পেন্সিল দিয়ে ছবি আর্ট করতে আমারও অনেক ভালো লাগে ৷ যদিও আর্ট করতে একটু বেশিই সময় লাগে ৷ তবে যথেষ্ট সময় না থাকলে আর্ট করা তেমন হয় না ৷ তবে যাই হোক পেন্সিলে আঁকা একটি পাখির চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

জি ভাই, হাতে সময় বেশি থাকলে মাঝে মাঝে পেন্সিল দিয়ে আর্ট করবেন, খুব ভালো লাগে দেখতে পেন্সিল আর্টগুলো। অনেক ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি পাখির চিত্র অঙ্কন করেন। এই চিত্রটি খুবই ভালো লেগেছে, অসাধারণ চিত্র অংকন দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই, কাজ করা সার্থক হয়ে উঠে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পেন্সিল আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে। পেন্সিল আর্টগুলো হঠাৎ করে দেখলে মনে হয় যে খুবই সহজ। কিন্তু করতে গেলে বোঝা যায়। কারণ পেন্সিলের ছোট ছোট নিখুঁতভাবে অনেক কাজ করতে হয়। এই নিখুঁত কাজগুলো যত সুন্দর ভাবে করা যায় তত সুন্দর লাগে দেখতে । আপনার এই পাখিটি আমিও বেশ কিছুদিন আগে একবার এঁকেছিলাম। আমি অবশ্য কালার করেছিলাম। যাই হোক আপনার পাখিটি খুব চমৎকার লাগছে দেখতে।

 2 years ago 

জি আপু, ঠিকই বলেছেন নিখুঁতভাবে ছোট ছোট অনেক কাজ করতে হয়। আমার কাছেও পেন্সিল আর্টগুলো দেখতে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে আপনার অঙ্কিত পাখির আর্ট অনেক চমৎকার হয়েছে। খুব চমৎকারভাবে আপনি সেটা কিভাবে করেছেন, আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইয়া, আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর ভাবে পাখি এঁকে ফেললেন।অনেক ভাল লাগলো দেখে।পেন্সিল আর্ট করতে আসলে ধৈর্যের দরকার হয়।আপনি এভাবেই এগিয়ে যান। সামনে আরো আঁকা দেখব আশাকরি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু, আপনাদের সাপোর্ট পেলে সামনে আরো সুন্দর সুন্দর চিত্র আঁকার চেষ্টা করবো। আশা করি প্রতিনিয়ত এভাবেই সাপোর্ট করে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66