হাসির কিছু মুহূর্ত…[২০]

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

সপ্তাহের সাতটা দিনের মধ্যে বৃহস্পতিবার রাত যেন আমার কাছে একটু বিশেষ। কারণ এই রাতটাতেই আমি আপনাদের জন্য নিয়ে আসি মজার কৌতুক পোস্ট যা মন খারাপের দিনেও একটুখানি আনন্দ ছড়িয়ে দেয়।

হাসি এমন এক ওষুধ, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মন খারাপ হোক বা দিনটা ক্লান্তিকর একটা দারুণ কৌতুক মুহূর্তেই সব কিছু হালকা করে দিতে পারে। তাই প্রতি সপ্তাহের মতো আজও হাজির হয়েছি ১৯তম কৌতুক নিয়ে।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক...


1000069218.png

সোর্স

চিংড়ি রাজার “স্পেশাল ডায়েট”

আমাদের গ্রামের এক পরিচিত মানুষ আছেন, যার ডাকনাম সবাই দিয়েছে চিংড়ি রাজা। কারণ তিনি ছোটবেলায় মাছ-চিংড়ি খেতে খুব পছন্দ করতেন। হ্যাঁ, মাছের সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন প্রেমই তাঁকে এই নামে পরিচিত করেছে।

একদিন চিংড়ি রাজা ঠিক করলেন, এবার স্পেশাল ডায়েট শুরু করতে হবে। তিনি ভাবলেন, “আমি যেন আরও সুস্থ থাকি, তাই শুধুই স্বাস্থ্যকর খাবার খাব। আর মজা হবে, যদি অন্যদের দেখাই আমি কত সচেতন।”

তাঁর ছেলে মফিজ বলল, “বাবা, কিন্তু কি খাবেন? সবজিই তো হবে।”

চিংড়ি রাজা গম্ভীর মুখে বললেন, “না মফিজ, আজ থেকে আমি শুধুই স্যালাড খাব। কিন্তু স্যালাডও হবে স্পেশাল, চিংড়ি স্যালাড।”

পরের দিন সকালে চিংড়ি রাজা রান্নাঘরে ঢুকলেন। হাতে প্লেট, মনে উচ্ছ্বাস। তিনি সবজি কেটে স্যালাড বানালেন, কিন্তু সাথে চিংড়ির চিপস দিতে ভুললেন না। প্লেট সাজানো শেষ, তিনি গর্বে বললেন, “দেখো মফিজ, স্বাস্থ্যও আছে, মজা ও আছে!”

চমক তখন ঘটল, যখন গ্রামের এক বন্ধু এসে বলল, “চিংড়ি রাজা, তুমি কি সত্যিই স্যালাড খাচ্ছো নাকি চিপস গোপনে খাচ্ছো?”

চিংড়ি রাজা চোখ মেলে বললেন, “না, না! এটা স্বাস্থ্যকর… চিপসও তো চিংড়ি থেকে এসেছে, তাই সব ঠিক আছে।” 😂

গ্রামের সবাই তখন হেসে ফেটে পড়ল। চিংড়ি রাজা একটু লজ্জা পেলেন, কিন্তু নিজের ফানি যুক্তি দিয়ে বললেন, “ঠিক আছে, স্বাস্থ্যও আছে, খুশিও আছে। উদ্দেশ্য সফল!”

1000069217.png

সোর্স

আসলে জীবনটা অনেক ছোট। সবসময় সিরিয়াস হয়ে থাকা যায় না। মাঝেমধ্যে এমন হাসি-ঠাট্টা, পাগলামি দরকার। তাতে মনও ভালো থাকে, দিনটাও জমে যায়।তাই বলব - হাসুন, খুশি থাকুন। কারো খারাপ দিনটা একটুখানি ভালো করে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

1000107362.jpg

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 10 days ago 

Freewriting community manually upvoot. Thank you
file_0000000048bc61f

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110380.63
ETH 3859.78
USDT 1.00
SBD 0.58