শৈশবে বিলের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরা - (প্রথম পর্ব)
শৈশব যেন ছিল এক স্বপ্নময় সময় যে সময়টায় পৃথিবীটা ছিল কেবল আনন্দ আর আবিষ্কারের। সকালবেলার শিশিরে ভেজা ঘাস, দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দেখা উঠতি সূর্য, আর গ্রামের বিলের নিস্তব্ধ জলরাশির দিকে ছুটে চলা ছোট্ট কয়েকটি পা, এসবই মিলে আমার শৈশবের অবিচ্ছেদ্য ছবি। সেই সময়টায় আমাদের দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ কাজ ছিল বড়শি দিয়ে মাছ ধরা।
বিলটা ছিল গ্রামের দক্ষিণ পাশে, আমন ধানের মাঠ পেরোলেই দেখা যেত এক বিশাল জলাভূমি, যেখানে কচুরিপানা ভাসত আর শাপলা-শালুক ফুটত সাদা-বেগুনি রঙে। দূরে গরু চরানো রাখালের সুর ভেসে আসত, মাঝে মাঝে দেখা যেত জলপাখিরা হঠাৎ উড়ে গেলো ঝাঁপাঝাঁপি করে। আমরা কয়েকজন ছোট্ট বন্ধু আমি, শিমুল, জুয়েল আর শফি প্রতিদিন বিকেল হলেই স্কুল ব্যাগ ছুঁড়ে রেখে দৌড়াতাম সেই বিলে।আমাদের হাতে থাকত বাঁশের তৈরি বড়শি, আর পকেটে পুরোনো কৌটার মধ্যে রাখা টোপ কখনও কেঁচো, কখনও চালভাজা বা পুঁটি মাছের টুকরো। তখন বড়শি ফেলার মধ্যেই ছিল এক অন্যরকম উত্তেজনা। কে আগে মাছ ধরবে, কার বড়শি সবচেয়ে বেশি নড়বে এসব নিয়েই চলত হাসি-ঠাট্টা, কৌতুক, আর একরাশ শিশুসুলভ গর্ব।
বিলের ধারে বসে আমরা জলেতে বড়শি ফেলতাম, আর নীরবে তাকিয়ে থাকতাম ভাসার দিকে। বাতাসে কচুরিপানা দুলত, রোদের ছায়া জলে নাচত। কখনও ছোট একটা দমকা হাওয়ায় জলের ঢেউ এসে আমাদের গা ছুঁয়ে যেত। এমন সময় হঠাৎ দেখি ভাসাটা টলমল করছে, একটু ডুবল, আবার ভেসে উঠল। হৃদয় তখন যেন বুকের ভেতর কাঁপতে শুরু করে। আমি চুপচাপ বড়শিটা টানলাম ওমা! একটা টুকটুকে লালচে পুঁটি মাছ ছটফট করছে বড়শির মাথায়! বন্ধুরা উল্লাসে চিৎকার দিয়ে উঠল।সেই প্রথমবার নিজের হাতে ধরা মাছের অনুভূতি আজও ভুলতে পারিনি। ছোট্ট শরীরটা কাঁপছিল আনন্দে, মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে বড় শিকারি। মাছটা পানিভরা টিনে ফেলার পরও আমরা কয়েকজন অনেকক্ষণ তাকিয়ে রইলাম তার দিকে। সূর্যের আলোয় তার আঁশগুলো রঙ বদলাচ্ছিল, যেন রুপোলি স্বপ্নের মতো ঝলমল করছিল।
বিলের সেই বিকেলগুলো আজও মনে পড়লে চোখের সামনে ভেসে ওঠে কুয়াশা ভেজা ধানক্ষেত, পাখির ডাক, আর আমাদের নির্ভেজাল হাসি। তখন বুঝিনি, এসব ছোট ছোট মুহূর্তই একদিন হয়ে উঠবে জীবনের সবচেয়ে বড় আনন্দের স্মৃতি।
(চলবে...)
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।





X-Promotion
Daily Tasks
Comments link:-
https://x.com/mohamad786FA/status/1982892828880699650?t=E2BYH9G_3K1URUWXdobN0g&s=19
Ss
ভাইয়া আপনি শৈশব কালের স্মৃতিময় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার শৈশবকালের বরশি দিয়ে মাছ ধরার স্মৃতিময় পোস্ট টি পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো।ঠিক আমিও ছোটবেলায় এমনভাবে বরশি দিয়ে মাছ ধরতাম।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর স্মৃতি গুলো সব সময় মনে থাকে। বিশেষ করে শৈশবের স্মৃতিগুলো বেশি মনে থাকে। শৈশবে মাছ ধরতে সবাই কমবেশি পছন্দ করত।
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin