✍️ একগুচ্ছ অনু কবিতা:
প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও আমি ফিরে এসেছি আপনাদের সামনে একগুচ্ছ নতুন অনু কবিতা নিয়ে। অনু কবিতা লেখাটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু, কারণ একটু নিরিবিলি সময় পেলেই ছোট ছোট লাইন আর সহজ শব্দের মাধ্যমে জীবনের গল্পগুলো তুলে ধরা যায়। এটি একদিকে যেমন সময় সাশ্রয়ী, তেমনি মনের অজানা অনুভূতিগুলো প্রকাশের জন্য খুবই সুন্দর একটি মাধ্যম।
আমি চেষ্টা করি, সপ্তাহে অন্তত একদিন আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে কিছু অনু কবিতা লিখে শেয়ার করতে। আজও সেই ধারাবাহিকতায় কিছু নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করছি, আজকের কবিতাগুলো আপনাদের ভালো লাগবে এবং কিছু নতুন অনুভূতি তৈরি করবে। তো চলুন, সবাই মিলে ছন্দের মাধ্যমে এই ছোট ছোট কবিতাগুলো পড়ি এবং অনুভব করি।
মোঃ ফয়সাল আহমেদ
নীরবে হৃদয়ে তারে ঠাঁই দিয়েছি,
এ শুধু মায়ার বাঁধন, কোনো শৃঙ্খল নয়;
দু'জনের পথে এক আলো খুঁজেছি,
এই অনুভবে জীবনের নেই আর ভয়।
ভাঙা আয়না, তাতে আবছা প্রতিচ্ছবি,
স্বপ্নগুলো সব কেমন যেন ক্ষীণ।
হাতে এসেও হারালো যা কিছু সবি,
ফিরে দেখা সেই ফেলে আসা দিন।
পথ চেয়ে আছি, কত যুগ যায় কেটে,
জানি, একদিন ঠিক আসবে তুমি ফিরে।
প্রতিটি প্রহর গুনি আশার আলোয় মেতে,
তোমার স্পর্শে আমার জীবন উঠবে ভরে।
নীরবে ডেকে যাই তোমার নাম ধরে,
যত্নে রাখি হৃদয়ে তোমার ছবি।
আকাশের তারা যত, তার চেয়েও গভীরে,
তুমি আমার চিরকালের কবি।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।





X-Promotion
আজকে আপনি ছোট ছোট অনুভূতি দিয়ে চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার লিখা প্রতিটা অনু কবিতা কিন্তু অসাধারণ হয়েছে। আর ছোট ছোট অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি লুকিয়ে থাকে। ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর কিছু অনু কবিতার মধ্যে দিয়ে আজকে আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে একের পর এক অনু কবিতা গুলো শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি কবিতার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন৷ এখানে আপনি লাইনের সামজ্ঞস্যতা খুবই সুন্দর ভাবে বজায় রেখেছেন৷