❝আলু এবং বেগুন দিয়ে রুই মাছের মজাদার একটি রেসিপি❞

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজ আমি আপনাদের মাঝে আলু এবং বেগুন দিয়ে রুই মাছের মজাদার একটি রেসিপি তৈরি করে হাজির হয়েছি।আসলে আমরা কম বেশি সকলেই রুই মাছ খেতে খুব পছন্দ করি।বিশেষ করে আলু এবং বেগুন দিয়ে রান্না করলে সেই রুই মাছ খেতে খুবই মজা লাগে।রুই মাছের মজাদার এই রেসিপি তৈরির প্রত্যেকটা ধাপ এখন আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক।

IMG_20230830_144921.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup.jpeg

IMG_20230830_222043.jpgSAVE_20230830_102502.jpg
উপাদানপরিমাণ
রুই মাছ১টি ।
বেগুন৩ টি ।
আলু৫ টি।
মরিচ কুচি৬ টি।
পেঁয়াজ কুচি৪ টি।
তেলপরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
আদা বাটাপরিমাণমতো।
রসুন বাটাপরিমাণমতো।
লবণপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

IMG_20230830_222100.jpg

প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে রুই মাছগুলো নিলাম এবং সব মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।

IMG_20230830_222118.jpgSAVE_20230830_102444.jpg

রুই মাছগুলো আগে জ্বাল দিয়ে কষিয়ে নিতে হবে।তাই আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিলাম।

SAVE_20230830_102520.jpgSAVE_20230830_102544.jpg

১০ থেকে ১২ মিনিট রুই মাছ গুলো ভালভাবে কষিয়ে নিলাম।

SAVE_20230830_102558.jpg

এবার দ্বিতীয় ধাপের পালা।আবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচির তেল দিয়ে ভাজলাম।

SAVE_20230830_102615.jpgSAVE_20230830_102636.jpg

এরপর কড়াইয়ের মধ্যে বেগুন এবং আলু দিয়ে দিলাম।সাথে সব রকমের মসলা ভালোভাবে মাখিয়ে নিলাম।

SAVE_20230830_102651.jpg

এবার আলু এবং বেগুন কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিলাম।

SAVE_20230830_102708.jpgSAVE_20230830_102724.jpg

৭-৮ মিনিট আলু এবং বেগুন ভালোভাবে কষিয়ে নিলাম।

SAVE_20230830_102739.jpgSAVE_20230830_102754.jpg

তরকারির ঝোল ঝোল এবং মজাদার করার জন্য এর মধ্যে আবার পর্যাপ্ত পরিমান পানি দিলাম।

SAVE_20230830_102810.jpgSAVE_20230830_102840.jpg

৫-৭ মিনিট জ্বাল দেওয়ার পর তরকারির মধ্যে কষিয়ে রাখা মাছগুলো দিলাম।

SAVE_20230830_102858.jpg

তরকারির মধ্যে মাছ গুলো দেওয়ার পর অল্প কিছু সময় তরকারি জ্বাল দিলাম।আর এভাবেই তৈরি হয়ে গেল রুই মাছের মজাদার একটি রেসিপি।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu4XkNDpzmbXENk2cirUBvdJGUwmDc4GwkjCedWRWATRsS8gCNEAQoZTLmHRdDTpNFbJpCdG1T5B3rYxXGjqixZpN58JAzdvMoCA91h7wJ6.jpeg

IMG_20230830_145011.jpg

আজ আমি আপনাদের মাঝে আলু এবং বেগুন দিয়ে রুই মাছের মজাদার একটি রেসিপি তৈরি করে উপস্থাপন করলাম।রেসিপিটির প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে।আজকের রুই মাছটি খেতে খুবই মজা হয়েছিল।গরম গরম ভাত দিয়ে খুব মজা করে রুই মাছ খেয়েছি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝আলু এবং বেগুন দিয়ে রুই মাছের মজাদার একটি রেসিপি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

ভাইয়া বেশ মজাদার একটি রেসিপি করেছেন তো। আলু আর বেগুন দিয়ে রুই মাছ রান্না করল সুস্বাদু লাগে। আপনিও কিন্তু দারুন সুস্বাদু করে রেসিপিটি তৈরি করেছেন। মাঝে মাঝে আমি নিজেও এভাবে রেসিপি করে খাই

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

আলু বেগুন দিয়ে এভাবে রুই মাছ রান্না করে খেতে বেশ সুস্বাদু লাগে। আপনি কিন্তু ভাইয়া আমার খুব প্রিয় একটি রেসিপি আর শেয়ার করলেন। আপনার শেয়ার করা রেসিপিটি দেখে মনে হচ্ছে রেসিপিটি বেশ সুস্বাদু ছিল।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আপনার সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আলু বেগুন দিয়ে মজাদার রুই মাছের রেসিপি তৈরি করেছেন। রেসিপি পরিবেশন দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। তাই খেতে ইচ্ছা করছে।

 last year 

ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 
 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু বেগুন দিয়ে রুই মাছের মজাদার রেসিপি। আসলে এই রেসিপির সাথে আমি বেশ পরিচিত। যেহেতু ম্যাচে থাকি প্রায় প্রত্যেকদিন এই রেসিপি খাওয়া হয়। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো লাগবে ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুবই সুন্দর এবং অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার এই রেসিপি সম্পর্কে আমার কখনোই জানা ছিল না৷ আপনি যেভাবে এই রেসিপি তৈরির ধাপ গুলো প্রকাশ করছেন প্রত্যেকটি ধাপ সকলের কাছে বোধাগম্য৷ আপনার এই রেসিপি পোষ্ট থেকে আমি আমার রেসিপি তৈরি করার চেষ্টা করব৷ আপনি এখানে যে ডেকোরেশনটি প্রকাশ করেছেন সেটি একদমই ইউনিক এবং অন্য ধরনের ছিল৷

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48