ডাই প্রজেক্ট-❝কাগজ ব্যবহার করে কালো গোলাপ ফুল তৈরি❞

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার সুবাদে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডাই প্রজেক্ট দেখতে পাচ্ছি।বাংলা ব্লগ পরিবারের প্রায় সকল সদস্যই দারুণ দারুণ ডাই প্রজেক্ট শেয়ার করে।বিশেষ করে কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে সবাই।সবার সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট গুলো দেখে আমি অনুপানিত হই এবং আমিও নতুন কিছু তৈরি করার চেষ্টা করি।সত্যি কথা বলতে আমার বাংলা ব্লগ পরিবারে যুক্ত হওয়ার আগে আমি কখনোই কাগজ ব্যবহার করে কোন কিছু তৈরি করতে পারতাম না।আমি যখন বামার বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য হলাম তারপর থেকেই শুরু করি কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা।আমাদের ক্ষুদ্র প্রতিভা গুলোকে এভাবে সবার মাঝে প্রকাশ করার একটা সুযোগ তৈরি করার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।আজ আর কথা বাড়াবো না।আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ ব্যবহারের মাধ্যমে একটি কালো গোলাপ ফুল তৈরি করে হাজির হয়েছি।আমরা মাঝে মাঝে এই কাগজ ব্যবহার করে লাল গোলাপ ফুল তৈরি করি।যেহেতু সবাই লাল গোলাপ ফুল তৈরি করে তাই আমি ভাবলাম একটু কালো গোলাপ তৈরি করি।রঙিন কাগজ ব্যবহার করে কালো গোলাপ ফুল তৈরির পদ্ধতি এখন আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক।


IMG_20230828_130738.jpg

IMG_20230827_142808.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

  • রঙিন কাগজ (কালো)
  • রঙিন কাগজ (টিয়া)
  • আঠা
  • কাঁচি

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

IMG_20230828_013001.jpgIMG_20230828_012951.jpg
  • প্রথমে একটি A4 সাইজের কালো কাগজ মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ করলাম।এরপর এই দুটি কাগজ চতুর্ভুজ আকৃতির মত করে কেটে ৪ ভাগে ভাগ করলাম।
IMG_20230828_012938.jpgIMG_20230828_012927.jpg
IMG_20230828_012915.jpgIMG_20230828_012907.jpg
  • এরপর ছোট ছোট কাগজগুলোর মধ্যে তিনবার ত্রিভুজ আকৃতির মত করে ভাজ দিলাম।এভাবে মোট চারটি কাগজ ভাজ দিলাম।
IMG_20230828_012859.jpgIMG_20230828_012850.jpg
  • ত্রিভুজাকৃতির ভাজ করে রাখা কাগজগুলোর উপর এবার পেন্সিল দিয়ে এভাবে দাগ দিলাম।দাগ দেওয়া অংশটুকু কাঁচি দিয়ে কেটে নিলাম।
IMG_20230828_012841.jpgIMG_20230828_012831.jpg
IMG_20230828_012823.jpgIMG_20230828_012817.jpg
  • কেটে নেওয়া কাগজের অংশগুলো এবার ছড়িয়ে নিলাম।তারপর প্রত্যেকটি কাগজের অংশগুলো থেকে একটি,দুইটি,তিনটি,চারটি পাপড়ি কেটে নিলাম।

IMG_20230828_012759.jpg

IMG_20230828_012750.jpgIMG_20230828_012737.jpg
  • এবার কাগজে আঠা লাগিয়ে ফুলের তৈরি করার পালা।কেটে রাখা প্রত্যেকটা কাগজের অংশ আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

IMG_20230828_012718.jpg

  • এভাবে কাগজ গুলো আঠা দিয়ে লাগিয়ে মোট আটটি পাপড়ি তৈরি করলাম।
IMG_20230828_012705.jpgIMG_20230828_012655.jpg
  • এবার ফুলের পাপড়ি গুলো একসাথে জোড়া লাগানোর পালা।আস্তে আস্তে পাপড়ি গুলো একে অপরের সাথে আঠা দিয়ে জোড়া লাগাতে থাকলাম।

IMG_20230828_012637.jpg

IMG_20230828_012626.jpg

  • কাগজ দিয়ে তৈরি করে রাখা মোট আটটি পাপড়ি আঠা দিয়ে লাগিয়ে এভাবে একটি কালো রঙের গোলাপ ফুল তৈরি করলাম।
IMG_20230828_012615.jpgIMG_20230828_012600.jpg
  • এবার টিয়া রঙের কাগজ দিয়ে একটি ডান্ডি তৈরি করলাম।
IMG_20230828_012549.jpgIMG_20230828_012533.jpg
  • এবার গোলাপ ফুলের নিচের অংশে ডান্ডিটি আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
IMG_20230828_012506.jpgIMG_20230828_012515.jpg
  • তারপর টিয়া রঙের কাগজ দিয়ে এভাবে দুইটি পাতা তৈরি করলাম।

IMG_20230828_122134.jpg

  • সর্বশেষে পাতা দুটি ফুলের ডান্ডির সাথে আঠা দিয়ে লাগালাম।আর এভাবেই কাগজ ব্যবহার করে কালো রঙের একটি গোলাপ ফুল তৈরি করে ফেললাম।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

IMG_20230827_142900.jpg

আজ আমি কাগজ ব্যবহার করে কালো রঙের একটি গোলাপ ফুল তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।কালো গোলাপ ফুল তৈরি করার প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝কাগজ ব্যবহার করে কালো গোলাপ ফুল তৈরি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

অসাধারণ একটি কালো গোলাপ ফুল আপনি তৈরি করেছেন । আমিতো প্রথমে দেখি সত্যিকারের ফুলই মনে করেছিলাম । গাছের ভিতরে গিয়ে ছবি তুলেছেন দেখে আরো বেশি সুন্দর লাগছে । ঠিকই আমার বাংলা ব্লগ আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে বিধায় আমরা সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে পারি ।কাগজে ফুলটি কিন্তু চমৎকার হয়েছে একেবারে আসল গোলাপই মনে হচ্ছে ।

 last year 
 last year 

আপনার তৈরি কালো কাগজের গোলাপ ফুলটি দেখে মনে হচ্ছে সত্যি সত্যি গোলাপ ফুল। আসলে এর আগে আমি অনেক গোলাপ ফুল দেখেছি কিন্তু কালো রংয়ের গোলাপ আজও দেখিনি। বাস্তবে কালো রং গোলাপ দেখতে কেমন সেটা আমার জানা নেই। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া ধন্যবাদ।

 last year (edited)

একবার কালো গোলাপ দেখার সৌভাগ্য হয়েছিল আমার।

 last year 

ভাইয়া প্রথমে বলব আপনার গাছে রেখে ফটোগ্রাফি করা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। কারণ দেখতে যেন মনে হচ্ছে সত্যি কারের গোলাপ গাছে ফুটে আছে। আর আমার তো কালো গোলাপ এমনিতেই অনেক পছন্দের। আপনিও যেন সত্যিকারের গোলাপ ফুল তৈরি করে সবার মন ছুয়ে দিলেন। কিভাবে তৈরি করলেন ধাপে ধাপেও অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করলেন আমাদের মাঝে। দারুন একটি গোলাপ ফুল তৈরি করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা কালো রঙের গোলাপ ফুল তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। গোলাপ ফুলের পাপড়ি গুলো খুবই সুন্দর হয়েছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমি তো প্রথম ভেবেছিলাম আপনাদের বাড়িতে ব্লাক রোজের গাছ আছে। থাকলে একটি ডালের জন্য দৌড় দিতাম। পড়ে দেখলাম আপনি খুবই দক্ষতার সাথে কালো গোলাপের ডাই প্রজেক্ট তৈরী করেছেন। যেটা দেখতে সত্যিকারের গোলাপ লাগছে। ধন্যবাদ।

 last year 

কালো গোলাপ গাছ থাকলে তো কাজই হতো।ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন এবং গোলাপ ফুল তৈরি করে সুন্দরভাবে আপনি এটি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার এই দক্ষতা দেখে মুক্ত হয়ে গেলাম।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

কালো গোলাপ সামনাসামনি কখনো দেখিনি। আপনার পোস্ট দেখে আমি তো প্রথমে সত্যি কারের কালো গোলাপ ফুল ভেবেছিলাম। কাগজ ব্যবহার করে খুব সুন্দর কালো গোলাপ তৈরি করেছেন। দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

একবার কালো গোলাপ দেখার সৌভাগ্য হয়েছিল আমার।ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

কাগজ দিয়ে তৈরি কালো গোলাপ ফুলটি অসম্ভব সুন্দর হয়েছে। কালো গোলাপ আমার অনেক ভালো লাগে, আপনি অনেক সাজানো গোছানো হবে কালো গোলাপ ফুলটি তৈরীর প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

কালো গোলাপ টি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। আমার নিজের কাছেও এরকম কালো গোলাপ ভীষণ ভালো লাগে। কিন্তু এখনো কখনো কালো গোলাপ দেখা হয়নি। হয়তো কাগজের হলেও আপনার কাছে সত্যিকারের গোলাপ ফুল দেখতে পারলাম। অনেক সুন্দর ভাবে প্রত্যেকটি ধাপে ধাপে তৈরি করেছেন। এত সুন্দর কালো গোলাপ তৈরি করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46