আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ উপলক্ষে আমার অনুভূতি🎇
দেখতে দেখতে দুটি বছর পর হয়ে গেল। আমার বাংলা ব্লগের একজন সদস্য হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। সত্যিই আমার বাংলা ব্লগ পরিবারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজারো আয়োজন যেন হচ্ছিল। এই দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম। তাই প্রথম দিনের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম।শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর এই প্রথম দিনটি অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। সত্যি প্রতিটা মুহূর্ত যেন আনন্দ হচ্ছিল।স্টিমেট প্লাটফর্ম মাতৃভাষায় ব্লগ করার যে কতটা মজা এই মজাটা আমার বাংলা ব্লগ পরিবার না থাকলে বুঝতেই পারতাম না। তাই আমাদেন প্রিয় @ rme দাদাকে জানাই হাজারো ধন্যবাদ। যার অনুপ্রেরণায় এবং তার চেষ্টায় আমার বাংলা ব্লগ নামে একটি পরিবার পেয়েছি এবং এই পরিবারের সদস্য হয়ে আমি আমার মাতৃভাষায় ব্লগ করার সুযোগ পেয়েছি।
মাতৃভাষায় ব্লগ করার সুযোগ করে দেওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। আমার বাংলা ব্লগ পরিবারকে আগলে রাখার জন্য। সত্যিই দাদাকে জন্যই আবারও ধন্যবাদ।আজকে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হলো। দেখতে দেখতে ২টি বছর আমাদের চলে গেল এভাবেই যেন হাজার বছর আমরা একসাথে চলতে পারি এটাই কামনা করি। দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের কথা অনেকদিন হলেও হচ্চিলো এবং এই দিনটি যেন অনেক আনন্দের সাথে উপভোগ করা যায়।তা নিয়ে কথা হচ্ছিলো।এই দিনটি তাই তিন দিনব্যাপী আয়োজন করা হলো।তাই আমরা এই দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম।আমাদের প্রতিযোগিতার আয়োজন ছিল। এডমিন মডারেটরের জন্য প্রতিযোগিতা ছিলো, সত্যি এই দিনটি অনেক আনন্দের সাথে উপভোগ করেছিলাম। দাদা এই দিনটিকে আরো আকর্ষণ করার জন্য সুন্দর এই ব্যবস্থা করে দিয়েছেন। তাই দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের হ্যাংআউটের এই অনুভূতিটা সত্যি অসাধারণ ছিলো।আমার প্রতিটা মুহূর্ত যেন অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। আর প্রতিটা মুহূর্ত পরিবারের সকলকে নিয়ে আনন্দের সাথে সময় পার করেছি।
দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু করার আগেই ডিসকডে জয়েন হলাম।আজকেও যেন শুভ ভাই তার মধুর কন্ঠে হ্যাংআউট শুরু করলেন।তার পরে সকল এডমিন মডারেটরের অনুভূতি জানা হলো। তাদের অনুভূতি জানতে পেরে খুবই ভালো লাগতেছিল। সত্যিই তাদের অনুভূতি অনেক সুন্দর ভাবে আমরা সবাই জানতে পারলাম। আসলে পরিবারকে আগলে রেখেছে এই এডমিন মডারেটররা। তাদের অনেক পরিশ্রম এবং তাদের সর্বোচ্চ চেষ্টা যেন পরিবারটি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।এই অনুভূতিগুলো জানার মধ্যেই দাদা যেন তার গিফটের ঝুড়ি থেকে আমাদের গিফট দিতে লাগলো। সত্যিই আর এই গিফটগুলো অল্প সময়ের মধ্যেই ক্লাইম করতে হয়। সেগুলো ক্লাইম করা যেন একটা অন্যরকম মজা। সবসময় চোখ যেন এই গিফটের দিকে ছিল। আসলে গিফট পেতে কার না ভালো লাগে।তাই গিফট যেন মিস না হয় সেদিকে বারবার খেয়াল করতে ছিলাম। সত্যিই অনেক বেশি ভালো লাগতে ছিলো।তারপরে দাদা গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলো এবং এডমিন মডারেটরদের প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হলো এবং সাধারণ ইউজারদের জন্য যে প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হলো। এই ফলাফল গুলো প্রকাশ পেয়ে খুবই ভালো লাগলো। সকলকেই যেন অভিনন্দন জানালাম। যারা বিজয় হয়েছেন সত্যি এডমিন মডারেটরের এই প্রতিযোগী অন্যরকম ছিল। এটি ছিল একটি ভিন্ন ধরনের প্রতিযোগিতা। যেটি অনেক আকর্ষণ ছিল।
এই হ্যাংআউটটি অন্যরকম ছিল। এই হ্যাংআউটের মাধ্যমে বর্ষসেরা ব্লগারকে খুঁজে পাওয়া গেল এবং বর্ষ সেরা ব্লগার পাওয়ার আপ করেছে তাকে খুঁজে পাওয়া গেল, কবিতা আবৃত্তি করেছে, গান করেছে আসলে তাদেরকে পেয়ে যেন একটা অন্যরকম ভালো লাগতেছিল। এই প্রতিযোগিতার মাঝে দাদা মাঝেমধ্যে গিফট দিচ্ছিলো। তারপরে দাদা গিভ ওয়েতে নিয়ে আমাদের একটা সুন্দর গিফট এর ব্যবস্থা করে দিলো। সেখানে যারা ভাগ্যবান তারা শুধু গিফট পেয়েছি। আসলে এইটা ছিল অনেক আকর্ষণীয়। তাই সেই মুহূর্তটা অনেক অনেক আনন্দের সাথে উপভোগ করেছি।
আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
মাতৃভাষা বাংলায় ব্লগিং করতে পেরে সত্যিই আমরা সবাই অনেক আনন্দিত।
আর এই অসাধ্য হয়ে সাধন করেছে আমার বাংলা ব্লগ দাদার হাত ধরে।।
সত্যি দাদা এবং আমার বাংলা ব্লগের প্রতি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে যাই তাহলে কখনোই শেষ হবে না।।
দ্বিতীয় বছর সেলিব্রেশন উপলক্ষে আপনার অনুভূতির গল্প পড়ে খুবই ভালো লাগলো।।।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
সত্যি বলেছেন এই হ্যাংআউটটি ছিল একেবারেই অন্যরকম। এর মতো আনন্দ অন্য কোথাও পাওয়া যায় না। প্রতিযোগিতার বিজয়ী যখন ঘোষণা করা হয়েছিল, তখন সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। বেশি ভালোই উপভোগ করেছিলাম সম্পূর্ণ হ্যাংআউট। আপনি নিজের অনুভূতিটা সত্যি এই পোস্টের মাধ্যমে খুব সুন্দর করে প্রকাশ করার চেষ্টা করেছেন। অনুভূতির কথা লিখতে গেলে তো একেবারে শেষই করা যাবে না। তবুও সংক্ষেপে অনুভূতিটা তুলে ধরলেন দেখে পড়ে খুব ভালো লাগলো।
আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই
আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ জন্মদিনটি আমাদের সকলের জন্য বহু প্রত্যাশিত এবং বহু কাঙ্খিত একটি দিন ছিল। আমার বাংলা ব্লগে শুভ জন্মদিনের প্রথম দিনটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে গুছিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার লেখাগুলো পড়ে আমি খুবই আনন্দ পেয়েছি। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ