মজাদার বেগুনের চপ এর রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

মাহে রমজান মাসে আমরা প্রতিদিন ইফতারের সময় বিভিন্ন ধরনের চপ রেসিপি তৈরি করে থাকি। বিশেষ করে আলুর চপ, বেগুনি চপ এবং নানা রকমের পিঠা রেসিপি তৈরি করি। এগুলো খেতে খুবই ভালো লাগে। আমরা কমবেশি সবাই ইফতারের সময় এই রেসিপি গুলো খেয়ে থাকি। তাই আজকে আমি ইফতারের সময় বেগুনের চপ রেসিপি তৈরি করেছিলাম। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি আমার বেগুনের চপ রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে।


GridArt_20230402_215706160.jpg


Picsart_22-06-19_17-14-20-812.jpg

উপাদানপরিমাণ
বেগুন২ টি
আটা১/2 কাপ।
বেসন১কাপ
মরিচের গুঁড়াপরিমানমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
লবণপরিমানমতো।
তেল২৫০ গ্রাম।

Picsart_22-06-19_17-36-37-094.jpg

ধাপ-১

IMG_20230402_215441.jpg

  • বেগুনের চপ রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি বেগুন গুলো চপের পিস করে কেটে নিলাম।
ধাপ-২

IMG_20230402_215458.jpg

  • তারপরে চপ রেসিপি তৈরি করার জন্য মশলা, আটা, বেসন আমি গুলিয়ে নিয়েছি, এই গুলানোর মধ্যে বেগুনের চপ আমি মাখিয়ে নিলাম।
ধাপ-৩

IMG_20230402_215510.jpg

  • তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এই চপ আমি তেলের মধ্যে দিয়ে ভাজতে লাগলাম।
ধাপ-৪

IMG_20230402_215520.jpg

  • তেল এর মধ্যে বেগুনের চপ ভাজার সময় ফুলে উঠবে, যে চপগুলো বেশি ফুলে উঠবে সেগুলো খেতে বেশি মজা লাগে।
ধাপ-৫

IMG_20230402_215531.jpg

  • তেলের মধ্যে বেগুনের চপ রেসিপি ভালো করে ভেজে নিয়েছি। মচমচে করে ভেজে নিলে খেতে খুবই মজা লাগে।এভাবে আমি এই চপ রেসিপি শেষের দিকে এসে পৌঁছালাম।

Picsart_22-06-19_17-31-10-553.jpg

GridArt_20230402_215750086.jpg

আজকে আমি মজাদার বেগুনি চপ রেসিপি তৈরি করেছি। আর বেগুনের চপ রেসিপি আমার খুবই প্রিয়।তাই আমি আমার প্রিয় বেগুনের চপ রেসিপি তৈরি করে ইফতারের সময় খেয়েছি। খেতে খুবই মজাদার হয়েছিলো।তাই আজকে আপনাদের সাথে আমার চপ রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি
ধরণমজাদার বেগুনের চপ রেসিপি
ক্যমেরা মডেলNote 6pro
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

বেগুনের চপ এর রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাদার হবে। ইফতার এর অন্যতম আইটেম হচ্ছে বেগুনি। বেগুনি ছাড়া যেন ইফতার অসম্পূর্ণ। বেশ চমৎকারভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মজাদার বেগুন চপের রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখতে বেশ ভালো লাগছে। আসলে ভাই রোজার সময় প্রায় মানুষ এই রেসিপি খেয়ে থাকে। আমিও আজকে ইফতারের সময় এই রেসিপি খেয়েছিলাম আসলে খেতে আমার কাছে বেশ মজা লেগেছিল ভাই।

 2 years ago 

ভাই কিছুক্ষন আগে বেগুনের চপ দিয়ে ভাত খেলাম ৷ গরম গরম চপ খেতে যা টেষ্টি ছিল না৷
যা হোক এই রমজান মাসে কমবেশি প্রতি বাড়িতে চপ রেসেপি আছেই ৷ ভাল লাগলো দেখে ভাই

 2 years ago 

ইদানিং চপ এর যে চাহিদা আর দাম বাইরে থেকে কিনে নিয়ে আসার চেয়ে বাড়িতে বানানোই ভালো হাহা। যাইহোক ইফতার এর আগে ভালো কাজই করেছেন বাজার থেকে আর কিনতে হলো না।😅

 2 years ago 

বাহ্! সময় উপযোগী একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। রমজান মাসে ইফতারের সময় বেগুনি না থাকলে তো ইফতার জমেই না। যদিও ইফতারে প্রতিদিন ভাজাপোড়া না খেয়ে মাঝে মধ্যে খাই। যাইহোক আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আহা বেগুনের চপ তো প্রতিদিন ইফতারে আমার চাই ই চাই। ভীষণ ভালো লাগে এই জিনিসটা। প্রতিদিন বাসায় তৈরি হচ্ছে আর খাওয়া হচ্ছে।
ধন্যবাদ ভাই চমৎকার রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

বেগুনের চপ ছাড়া ইফতার যেন জমেই না।দারুন রেসিপি আজ শেয়ার করেছেন ভাইয়া।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন, দেখে খুব ভাল লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এখন যেহেতু রমজান মাস চলে তার জন্য প্রায় প্রতিদিনই সবার ঘরে এই রেসিপি তৈরি করা হয়। বেগুনের চপ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে বেশি ভালো লাগে ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে খেতে আমি বেশি মজা পাই। মুড়ি মাখাতে গেলে বেগুনের
চপ না দিলে মনে হয় যেন মুড়ি মাখানো অপূর্ণ থেকে যায়। আপনার বেগুনের চপ দেখতে লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্তমানে চপ সিঙ্গারা ছোলা খাবারগুলো প্রতিদিনই খাওয়া হচ্ছে যত খাই ভাই কতই ভালো লাগে।।
বেগুনির চপ প্রস্তুতের অসাধারণ বর্ণনা দিয়েছেন বর্ণনা করেই বুঝতে পারলাম আপনার প্রস্তুত করার চপ খেতে খুব মজাদার হবে।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68650.88
ETH 2429.74
USDT 1.00
SBD 2.37