কবিতা লিখতে হলে নিরিবিলি পরিবেশ আর মনের শান্তি লাগে। মন যখন ভালো থাকে এবং নিরিবিলি কোন পরিবেশের মধ্যে বসে থাকা যায়, তখন যেন কবিতা লিখতে অনেক ভালো লাগে। আসলে কবিতা হলো মনের অনুভূতি, আর কল্পনার অনুভূতি। যার কারণে এই অনুভূতিগুলো নীরবে লিখতে ভালো লাগে। তাই আমি কিছু অনু কবিতা লিখে রেখেছিলাম। আজকে তাই আপনাদের মাঝে এই অনু কবিতা গুলো শেয়ার করলাম। আসলে অনু কবিতাগুলো লিখতে পেরে অনেক ভালো লাগে। কারণ অনু কবিতার মাধ্যমে মনের অনুভূতিগুলো সুন্দরভাবে প্রকাশ করা যায়। তাই প্রকৃতির সৌন্দর্যময় মুহূর্ত ও ভালবাসার প্রিয় মানুষকে কাছে পাবার অনুভূতি নিয়ে যেন আজকের কিছু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে মনের আকাঙ্ক্ষা এবং মনের কল্পনা থেকেই এই অনু কবিতা গুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার অণু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি কিছু অনু কবিতা শেয়ার করলাম, তো চলুন কবিতা গুলো পড়া শুরু করা যাক।
“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ
শস্য শ্যামল ফসল ভরা,
আমাদের এই সোনার বাংলা।
সোনার দেশে সোনার ফসল,
ফলাই যে কৃষকেরা।
কঠোর পরিশ্রম করে তারা শস্য ফলাই মাঠে,
তাইতো আমরা খেয়ে জীবন বাঁচার হাসি মুখে।
প্রকৃতির মায়ায় পড়ে,
হারিয়ে যায় আমি আপন মনে।
প্রকৃতির এই সবুজ দৃশ্য দেখে,
হারিয়ে যেতে মন চায় আমার বারে বারে।
ভালোবেসে প্রকৃতিকে মাঝে,
হারিয়ে যায় আমি আপন মনে।
তাই তো প্রকৃতির মনের মাঝে,
ফিরে আসতে চায় আমি বারে বারে।
ভালোবাসার অভিমানে,
হারিয়ে গেছো তুমি অনেক দূরে,
আসবে না আর ফিরে,
আমার ভালোবাসার টানে।
কিভাবে থাকো তুমি আমায় ছেড়ে,
ভালোবাসার অভিমানে।
তোমার পথ চেয়ে আজও,
থাকি আমি অপেক্ষায় দাঁড়িয়ে।
ভালোবাসার কথা দিয়ে,
চলে গেছো তুমি অনেক দুরে।
আসবে তুমি আমার কাছে,
তাইতো তোমার জন্য অপেক্ষা আছি পথ চেয়ে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
খুবই খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার এই অনু কবিতা পড়ে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
https://twitter.com/mohamad786FA/status/1810257260687544682?t=bsrO3Oy34Nn8QeyRYblzlg&s=19
কৃষককে নিয়ে লেখা কবিতাটি পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। খুবই অসাধারণ ভাবে কবিতাটি লিখেছেন। তবে নিচের কয়টি কবিতা পড়েও বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছোট কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর ছোট কবিতা গুলো পড়ার সময় আলাদা রকম আনন্দ কাজ করে। আপনি দেখছি আজকে বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।
নিরিবিলি পরিবেশে থাকতে যেমন ভালো লাগে,ঠিক তেমনি নিরিবিলি পরিবেশে কবিতা লিখতে বেশ ভালো লাগে। আপনি আজকে বেশ কয়েকটি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা পড়ে বেশ ভালো লেগেছে। এত সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক সুন্দর কিছু অনু কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার লেখা চমৎকার কবিতা আবৃত্তি করে ফেললাম খুব সহজেই। সাবলীল ভাষার মাধ্যমে আপনি লেখার চেষ্টা করেছেন। তাই প্রত্যেকটা কবিতার লাইন বেশ মনমুগ্ধ কর ছিল।
ভাই আপনি ঠিকই বলেছেন কবিতা লেখার জন্য নিরিবিলি পরিবেশের খুবই প্রয়োজন। কেননা নিরিবিলি পরিবেশে আর একাকী না হলে কবিতা লেখা যায় না ।আপনার শেষের কবিতা দুটি আমার কাছে ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।
খুবই ছন্দময় দারুন কিছু অনু কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। আপনার প্রতিটি অনু কবিতা আমি পড়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই ছন্দময় এবং অর্থবহ ছিল কবিতাগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা কিছু অনু কবিতা পড়ে মুগ্ধ হলাম ভাই। প্রতিটি লাইন খুবই সাবলীল ভাষায় ছন্দ মিলিয়ে উপস্থাপনা করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর কিছু অনু কবিতার লিখে শেয়ার করেছেন ভাইয়া। কবিতা গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে নিয়ে প্রকৃতি এবং ভালোবাসা নিয়ে আলাদা আলাদা কবিতা লিখেছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।