আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার সৃজনশীলতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছি। এই রঙিন কাগজের খরগোশ দেখতে খুবই সুন্দর লাগে।তাই আমি আজকে প্রথম খরগোশ তৈরি করলাম। আর রঙিন কাগজের এই খরগোশটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে আমার তৈরি করা খরগোশটি শেয়ার করলাম। আশাকরি রঙিন কাগজের এই খরগোশটি দেখি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন খরগোশ তৈরি করা শুরু করা যাক।
- রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করার জন্য প্রথমে আমি রঙ্গিন কাগজ সুন্দর করে মেপে, কেটে ভাজ করতে লাগলাম।
- তারপর দুই দিকে সমান করে আমি বাস করে নিলাম।
- তারপরে আমি খরগোশ এর কান তৈরি করার জন্য, লম্বা করে ভাঁজ করে নিলাম।
- লম্বা করে ভাজ করে নেওয়ার পরে আমি খরগোশের দুটি কান তৈরি করে নিয়েছি। এখন খরগোশের মুখ তৈরি করার জন্য সামনে ভাজ করে নিলাম।
- তারপরে খরগোশ কান তৈরি করা হয়ে গেছে, এখন আমি খরগোশের পা তৈরি করতে লাগলাম।
- তারপরে খরগোশের কান এবং পাও তৈরি করে নিয়েছি, দেখতে ভালোই লাগছে।
- অবশেষে আমি খরগোশ তৈরি করা শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে এসে পৌঁছাতে পারে আমার খুবই ভালো লাগছে। এখন আমি খরগোশের চোখ অঙ্কন করে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে।
রঙিন কাগজের খরগোশ তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আজকে আমি প্রথম খরগোশ তৈরি করলাম। আর খরগোশ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার খরগোশটি দেখে আপনাদের ভাল লেগেছে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
ধরণ | রঙ্গিন কাগজ দিয়ে খরগোশ তৈরি। |
ক্যমেরা মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছেন। সত্যি আপনি আপনার দক্ষতা দিয়ে খরগোশ তৈরি করেছেন। এই প্রথম আপনি খরগোশ তৈরি করেছেন বললেন। তবে খরগোশটি আমার কাছে খুবই অসাধারণ লাগলো। খুব সুন্দর করে যথার্থ বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনার মতামতের পেয়ে খুবি ভালো লাগছে
রঙিন কাগজের তৈরি খরগোশ টা। দেখতে অনেক কিউট হয়েছে ভাইয়া আপনার বানানো এই খরগোশ বানানোর পদ্ধতি আমাকে অবশ্যই শিখিয়ে বানাতে হবে। কারণ আমার মেয়ে তো খরগোশ খুব পছন্দ করে। রঙিন কাগজ দিয়ে বানিয়ে দিলে অনেক খুশি হবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
সুন্দর ভাবে মতামত করেছে ধন্যবাদ
অনেক আগে একবার বানিয়েছিলাম।আবার দেখলাম এটা ভাল লাগল খুব সুন্দর ভাবে আপনি উপস্থপনা করেছেন শুভ কামনা।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর খরগোশ তৈরি করেছেন। আপনার খরগোশ তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে,দেখে সুন্দর লাগছে শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ
আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপু
আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি খরগোশ তৈরি করেছেন। খরগোশটাকে খুব কিউট লাগছে দেখতে। এরকম খরগোশ তৈরি এর আগেও দেখেছি। তবে আমি নিজে কখনো তৈরি করিনি। আপনার খরগোশটি দেখতে আসলেই খুব সুন্দর হয়েছে।
আপনার মতামতের জন্য ধন্যবাদ
ভাইয়া আপনার রঙিন কাগজের খরগোশ দেখতে খুবই কিউট দেখাচ্ছে। একদম বাস্তবের খরগোশের মতই মনে হচ্ছে।আমার কাছে রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে এবং দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে খরগোশ বানানোর পদ্ধতি বর্ণনা করেছেন। এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু
রঙিন কাগজের তৈরি খরগোশটি অনেক কিউট হয়েছে ভাইয়া। রঙিন কাগজের কালারটি আমার কাছে খুব ভালো লাগছে। এর কারণে খরগোশটি আরো অনেক কিউট লাগছে। আর আমার কাছে এমন অরিগামি পশুপাখি তৈরি করার প্রক্রিয়াও খুব ভালো লাগে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন পুরো পোস্টটি। অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।
আপনার মতামতের জন্য ধন্যবাদ আপু
রঙিন গাছ ব্যবহার করে আবারো আপনি একটি নতুন খরগোশ তৈরি করলেন। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
বানানে একটু ভুল আছে দয়া করে ঠিক করে নিবেন প্রিয় ভাই।