“রঙ্গিন কাগজ দিয়ে খরগোশ তৈরি” By mohamad786 [10% @shy-fox]steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার সৃজনশীলতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছি। এই রঙিন কাগজের খরগোশ দেখতে খুবই সুন্দর লাগে।তাই আমি আজকে প্রথম খরগোশ তৈরি করলাম। আর রঙিন কাগজের এই খরগোশটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে আমার তৈরি করা খরগোশটি শেয়ার করলাম। আশাকরি রঙিন কাগজের এই খরগোশটি দেখি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন খরগোশ তৈরি করা শুরু করা যাক।


GridArt_20221011_154031818.jpg

Picsart_22-06-19_17-14-20-812.jpg

  • কাগজ
  • কাঁচি
  • আঠা

Picsart_22-06-19_17-36-37-094.jpg

ধাপ-১
IMG_20221011_152004.jpgIMG_20221011_151946.jpg
  • রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করার জন্য প্রথমে আমি রঙ্গিন কাগজ সুন্দর করে মেপে, কেটে ভাজ করতে লাগলাম।
ধাপ-২
IMG_20221011_152035.jpgIMG_20221011_152023.jpg
  • তারপর দুই দিকে সমান করে আমি বাস করে নিলাম।
ধাপ-৩
IMG_20221011_152101.jpgIMG_20221011_152049.jpg
  • তারপরে আমি খরগোশ এর কান তৈরি করার জন্য, লম্বা করে ভাঁজ করে নিলাম।
ধাপ-৪
IMG_20221011_152147.jpgIMG_20221011_152118.jpg
  • লম্বা করে ভাজ করে নেওয়ার পরে আমি খরগোশের দুটি কান তৈরি করে নিয়েছি। এখন খরগোশের মুখ তৈরি করার জন্য সামনে ভাজ করে নিলাম।
ধাপ-৫
IMG_20221011_152209.jpgIMG_20221011_152158.jpg
  • তারপরে খরগোশ কান তৈরি করা হয়ে গেছে, এখন আমি খরগোশের পা তৈরি করতে লাগলাম।
ধাপ-৬
IMG_20221011_152315.jpgIMG_20221011_152302.jpg
  • তারপরে খরগোশের কান এবং পাও তৈরি করে নিয়েছি, দেখতে ভালোই লাগছে।
-শেষের-ধাপ-
IMG_20221011_152350.jpgIMG_20221011_152334.jpg
  • অবশেষে আমি খরগোশ তৈরি করা শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে এসে পৌঁছাতে পারে আমার খুবই ভালো লাগছে। এখন আমি খরগোশের চোখ অঙ্কন করে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে।
উপস্থাপন

IMG_20221011_161104.jpg


রঙিন কাগজের খরগোশ তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আজকে আমি প্রথম খরগোশ তৈরি করলাম। আর খরগোশ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার খরগোশটি দেখে আপনাদের ভাল লেগেছে।

standard_Discord_Zip.gif


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরঙ্গিন কাগজ দিয়ে খরগোশ তৈরি।
ক্যমেরা মডেলNote 6 Pro
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছেন। সত্যি আপনি আপনার দক্ষতা দিয়ে খরগোশ তৈরি করেছেন। এই প্রথম আপনি খরগোশ তৈরি করেছেন বললেন। তবে খরগোশটি আমার কাছে খুবই অসাধারণ লাগলো। খুব সুন্দর করে যথার্থ বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মতামতের পেয়ে খুবি ভালো লাগছে

 2 years ago 

রঙিন কাগজের তৈরি খরগোশ টা। দেখতে অনেক কিউট হয়েছে ভাইয়া আপনার বানানো এই খরগোশ বানানোর পদ্ধতি আমাকে অবশ্যই শিখিয়ে বানাতে হবে। কারণ আমার মেয়ে তো খরগোশ খুব পছন্দ করে। রঙিন কাগজ দিয়ে বানিয়ে দিলে অনেক খুশি হবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর ভাবে মতামত করেছে ধন্যবাদ

 2 years ago 

অনেক আগে একবার বানিয়েছিলাম।আবার দেখলাম এটা ভাল লাগল খুব সুন্দর ভাবে আপনি উপস্থপনা করেছেন শুভ কামনা।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর খরগোশ তৈরি করেছেন। আপনার খরগোশ তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে,দেখে সুন্দর লাগছে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি খরগোশ তৈরি করেছেন। খরগোশটাকে খুব কিউট লাগছে দেখতে। এরকম খরগোশ তৈরি এর আগেও দেখেছি। তবে আমি নিজে কখনো তৈরি করিনি। আপনার খরগোশটি দেখতে আসলেই খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজের খরগোশ দেখতে খুবই কিউট দেখাচ্ছে। একদম বাস্তবের খরগোশের মতই মনে হচ্ছে।আমার কাছে রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে এবং দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে খরগোশ বানানোর পদ্ধতি বর্ণনা করেছেন। এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

রঙিন কাগজের তৈরি খরগোশটি অনেক কিউট হয়েছে ভাইয়া। রঙিন কাগজের কালারটি আমার কাছে খুব ভালো লাগছে। এর কারণে খরগোশটি আরো অনেক কিউট লাগছে। আর আমার কাছে এমন অরিগামি পশুপাখি তৈরি করার প্রক্রিয়াও খুব ভালো লাগে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন পুরো পোস্টটি। অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

রঙিন গাছ ব্যবহার করে আবারো আপনি একটি নতুন খরগোশ তৈরি করলেন। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

বানানে একটু ভুল আছে দয়া করে ঠিক করে নিবেন প্রিয় ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63