আনন্দ ভাগ করে নাও সবার সাথে

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

মাহে রমজান মাস রহমতের বরকতের মাসে।এই মাসেই হল আনন্দের মাস। আসলে ১২ টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান মাস। আর এই মাসে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা সকলেই ভালো ভালো কাজ করে থাকি। বিশেষ করে রোজা রাখি নামাজ পড়ি এবং দান সদকা করি। আর সকলেকে সাথে নিয়ে আমরা ইফতারির আয়োজন করি। এই ইফতারি আয়োজনে আমরা অনেক টাকা ব্যয় করে থাকি। তবে এই টাকা যদি আমরা নিজেদের মধ্যে বায়না করে সবাইকে সাথে নিয়ে ভাগাভাগি করে, এই ইফতারির আয়োজনটা করি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। তাই ইফতারির আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াটাই যেন মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত হবে।

kid-635811_1280.jpg

Source

অন্যান্য মাসে তুলনায় এই মাসে সকলেই নম্র ভদ্রভাবে চলাফেরা করে এবং মানুষের সাথে খুবই ভালো ব্যবহার করে। কারণ এই মাসটা আসলেই আল্লাহতালার একটি বড় নেয়ামত এবং এই মাসটিতে আমরা অন্যান্য মাসের তুলনায় অনেক সহানুভূতিশীল দেখায় সবার মাঝে। আর এই সহানুভূতিশীল যেন এই মাসটি নাই এই মাস থেকে শিক্ষা নিয়ে আমরা প্রতিটা মাসে করতে পারি এটাই যেন মাহে রমজান মাস আমাদের শিক্ষা দেয়। তাই গতকাল আমার বন্ধুরা মিলে একটা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা হলো আমরা যত বন্ধু রয়েছি সকল বন্ধু এক হয়ে ইফতার করব। আসলে এই বন্ধুদের সাথে ইফতার করার মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দের এবং অনেক খুশি। তাই এই বন্ধুদের সাথে ইফতার করার মুহূর্তটা যখন করতে চায়লাম। তখন এক বন্ধু বলল দেখ আমরা তো আনন্দের সাথে বাসায় ইফতার করি আত্মীয় বাড়িতে করি, কিন্তু আমরা যদি এই টাকা পয়সা তুলে আমরা যদি রেল ইস্টিশনের পথ শিশু, যে সব অসহায় ছেলে মেয়েরা থাকে তাদেরকে সাথে নিয়ে ইফতারি আয়োজনটা ব্যবস্থা করি তাহলে কিন্তু খারাপ হয় না। রমজান মাস আমরা একটা ভালো কাজ করলাম


রনি বন্ধুরে এই কথাটি শুনে আমরা সকলেই একমত হলাম, যে না বন্ধু ঠিকই বলেছে। আমরা তো বন্ধুরা প্রতি বছরই ইফতার করি এবং অনেক মজা করি। তো আজ না হয় বড় করে আমরা টাকা তুলে এবং রেল স্টেশনের পাশে সেই সব গরিব অসহায় বাচ্চাদের নিয়ে ইফতার করলাম। এটা অনেক ভালো হবে। আমরা হয়তো বেশি বেশি ভালো মানের নিজেরা খেতে পারবো না, কিন্তু আমরা সবাইকে নিয়ে যে আনন্দটা করতে পারব এই আনন্দটা সবচাইতে বেশি ভালো হবে। তাই সকল বন্ধুরা মিলে আমরা ৫০০ টাকা করে তুললাম।আর আমাদের বড়দের কাছ থেকে আমরা বড় কিছু এমাউন্টে নেব। এটা পরিকল্পনা করলাম। কারণ আমরা যে কাজটা করতে চাচ্ছি, এটা অনেক ভালো একটা কাজ। আর এই কাছে কথা যদি আমরা বড়দের বলি তারা অবশ্যই সাহায্য করবে।


আমরা বন্ধুরা মিলে একটা দিন ঠিক করলাম। যে আমরা শুক্রবারে দিনে এই ইফতারি আয়োজন করব। আসলে শুক্রবার ছুটির দিন আর এই ছুটির দিনে সকল বন্ধুরা অনেক সময় দিতে পারবো। তো বন্ধুরা মিলে ঠিক করলাম। আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমরা ইফতারি দেব, তারপরে আমরা গেলাম বন্ধুদের কাছে। যে তাদের কাছ থেকে একটু ধারণা নেবো। বড়দের বললাম যে আমরা এই কাজটি করতে চাচ্ছি। বড়রা আমাদের এই কাজের কথা শুনে খুবই খুশি হলো। বলল যে না তোরা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছিস। আসলে একবেলা যদি এই গরিব দুঃখীদের একটু ভালো খাবার হয় তাহলে খারাপ হয় না। তবে বড়রা বলল যে তোরা বিরিয়ানির ব্যবস্থা করা। আমরা সবাই মিলে ব্যবস্থা করব টাকার।


আসলে কোন কাজে যদি বড়দের সাপোর্ট পাওয়া যায়, তাহলে সেই কাজ করার মধ্যে খুবই ভালো লাগা কাজ করে। যার কারণে আমাদের এই বড় ভাইরা সাপোর্ট করেছিল বলে আমরা আরও সাহস পেলাম। তাই আমরা সকল বন্ধুরা মিলে শুক্রবারে প্ল্যান করলাম, যে শুক্রবারে আমরা রেল স্টেশনের পাশে গরিব অসহায়দের বিরানির ব্যবস্থা করব, যতটুকু পারি সাহায্য করবো আনন্দ ভাগাভাগি করে নিতে।তাই আমরা সামনে শুক্রবারে এই উদ্যোগটা নিয়েছি। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। সামনে শুক্রবারে আমরা এই কাজটি যেন সঠিকভাবে সফল হতে পারি এটাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর আশা করছি রমজান মাসে আপনারা সবাই সুন্দর কিছু প্ল্যান করবেন এবং এরকম গরিব দুঃখীদের মাঝে কিছু আনন্দময় মুহূর্ত ভাগাভাগি করবেন।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last month 

পথ শিশুরা সমাজে অবহেলিত। বাবা মা, বাড়ী ঘর নেই তাদের। পথেই তাদের সবকিছু। আপনারা সেই পথ শিশুদের নিয়ে ইফতারের যে উদ্যোগ নিয়েছেন, তা জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনাদের উদ্যোগ সফল হোক। আসুন আমরা সবাই এই ঈদে একজন করে হলেও পথ শিশুদের পাশে দাঁড়াই।পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

নিঃসন্দেহে একটি ভালো কাজ করছেন আপনারা। আমাদের সমাজে এমন অনেক গরিব অসহায় পথ শিশু রয়েছে। আসলে তাদেরকে সাথে নিয়ে ইফতার আয়োজন করার যে উদ্যোগ নিয়েছেন আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। আসলে আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো। পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last month 

রমজান মাস এই মাসটা অতি উত্তম একটি মাস। আর এই মাস মুসলমানদের অনেক শিক্ষা দিয়ে থাকে। শুধু নিজে খাব নিজে ভালো থাকবো এটা কিন্তু ইসলাম না। আপনার বন্ধু রনি ভাইয়ের উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা ৫০০ টাকা করে চাঁদা তুলে তাদের নিয়ে ইফতারি করেছেন এটা সত্যি প্রশংসনীয়। একটা দিনের জন্য হলেও তারা ভালো কিছু খেতে পারবে। অসহায় গরিব দুস্থ লোকের পাশে দাঁড়ানোটাই রোজা শিক্ষা দেয়।

Posted using SteemPro Mobile

 last month 

কথায় আছে যে রোজাদারকে একটি খেজুর খাওয়াবে সে অনেক নেকির অধিকারী হবে। আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর ইফতারির আয়োজন এর জন্য শুক্রবার বেছে নেওয়াটা বেস্ট ছিল। কারণ এই দিন ছুটি থাকায় নিজের বন্ধুদের পাশে পাওয়া যায়। যাইহোক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আর এটা কিন্তু ঠিক বলেছেন শুভ কাজে বড়দের সাপোর্ট পেলে সেই শুভ কাজে অনেক আনন্দ থাকে এবং এ থেকে অন্যরাও উপকৃত হয়।

 last month 

আসলে এরকম পবিত্র একটি মাসে আমাদের সকলেরই বিভিন্ন ধরনের ভালো কাজ করা উচিত৷ সে ভালো কাজের মধ্যে অনেক কাজ রয়েছে যা আমরা করে থাকি৷ আমার সেই ছোট ছোট ভালো কাজের মধ্য দিয়েই আমরা বড় কিছু করতে পারব৷ এর ফলে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেকটাই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন৷ আপনার বন্ধুর উদ্যোগে আপনারা পথশিশুদের জন্য ইফতারের আয়োজন করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ আসলে তারা কোন সময় ইফতার করে আবার কোন সময় ইফতার করে না৷ তাদের কেউ খোঁজ নেয় না৷ তাদের মত দুঃখে কষ্টে আর কেউই থাকেনা৷ আপনারা এরকম একটি উদ্যোগ গ্রহণ করে তাদের ইফতারের ব্যবস্থা করে দিয়েছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.034
BTC 63582.29
ETH 3267.43
USDT 1.00
SBD 3.93