ভালোবাসা স্বরচিত কবিতা “বৃষ্টি ভেজা ভালবাসা ” By mohamad786🌹

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটি হল ভালবাসার কবিতা। ভালোবাসার কবিতা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আর এই ভালোবাসার কবিতা লিখতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। বৃষ্টি ভেজা সকাল বেলা এবং বিকেল বেলা প্রিয় মানুষের হাতে হাত ধরে ভ্রমণ করার ইচ্ছা এবং বৃষ্টির মধ্যে দুজনে যেন সুন্দর মুহূর্ত উপভোগ করতে খুবি ইচ্ছা করে। যআর এই বৃষ্টি ভেজা ভালোবাসাকে কেন্দ্র করে আজকের এই কবিতাটি। আশা করছি আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। আসলে প্রিয় মানুষটাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে। অনেক জায়গায় ভ্রমণ করতে ইচ্ছা জাগে। হাতে হাত রেখে রংধনু সাত রং দেখতে ইচ্ছা করে। আকাশের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতিতে দেখতে ইচ্ছা করে। তাই ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে বৃষ্টিভেজা ভালোবাসার কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করেছি,আশা করছি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


teddy-g0e4477743_1920.jpg

source


“বৃষ্টি ভেজা ভালবাসা”
মোঃ ফয়সাল আহমেদ


বৃষ্টি ভেজা সকাল বেলা,
হাঁটবো তোমায় নিয়ে।
ভিজবো দুজন একই সাথে,
হাতে হাত রেখে।

বৃষ্টি ভেজা বিকেল বেলায়,
যদি তুমি পাশে থাকো।
বৃষ্টির শেষে নীল আকাশের নীচে।
হাঁটবো আমি তোমাকে সাথে নিয়ে।

বৃষ্টি শেষে নীল আকাশের দিকে,
তাকিয়ে অবাক হলাম আমি।
রংধনু সাত রং উকি দিয়েছে,
দেখেছো কি তুমি।

তুমি আর আমি রংধনু সাথে কথা,
বললো আপন মনে।
ভালোবাসা সাত রং ছড়িয়ে পরবে,
এই সুন্দর পৃথিবীতে।

তোমাকে সাথে নিয়ে বাঁচতে চায়,
আমি জনম জনম ধরে,
রাখবো তোমাকে আমার বুকে মাঝে,
ভালোবাসা ছায়া তলে।


লেখকমোঃ ফয়সাল আহমেদ
কবিতার নাম“বৃষ্টি ভেজা ভালবাসা”
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

ভালোবাসার মানুষকে নিয়ে কবিতা লেখার অনুভূতি টাই যেনো আলাদা,এই লেখা যেনো শেসই হয় না।

যাইহোক আপনার কবিতার প্রতিটি লাইনে আপনার অভিব্যক্তি খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

বৃষ্টি আর ভালবাসার মানুষকে ভেবে দারুন একটি কবিতা শেয়ার করলেন। খুব ভাল লাগলো আমার।কবিতার প্রতিটি লাইন ভালবাসায় ভরপুর ছিল। প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে লিখেছেন।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার স্বরচিত কবিতা শেয়ার করেছেন। আপনার স্বরচিত কবিতার নাম দিয়েছেন বৃষ্টি ভেজা ভালবাসা। যাই হোক আপনার কবিতাটি পড়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। আসলে ভাই বৃষ্টি ভেজা বিকেল বেলায় যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে তাহলে সবার কাছে অনেক ভালো লাগে। আপনি একদম ঠিক বলেছেন ভাই ভালোবাসার মানুষকে সাথে নিয়ে সবাই সারাজীবন বাঁচতে চাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টি ভেজা ভালোবাসার মানুষকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যিই তো ভালোবাসার মানুষ কে নিয়ে সবাই একসাথে চলতে চায়।আর অনেক স্বপ্ন থাকে ভালোবাসা মানুষের জন্য। কবিতার প্রতিটি লাইন ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে। সুন্দর এই ভালোবাসা কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

দারুণ একটি কবিতা লিখেছেন বৃষ্টি ভেজা ভালোবাসা নিয়ে। প্রতিটি মানুষের জীবনে ভালোবাসার মানুষ থাকে, প্রিয়জন থাকে। সেই প্রিয়জনকে নিয়ে অনেক ধরণের কল্পনা করা যায় অনেক কিছু স্বপ্ন থাকে। আপনার স্বপ্ন প্রিয় মানুষকে নিয়ে বৃষ্টি ভেজা সকাল বেলা কিংবা বিকেলে হাত ধরে হাঁটবেন খুব সুন্দর মুহূর্ত কাটাবেন। সে অনুভূতিগুলো আপনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন পড়তে অনেক ভালো হয়েছে।

 2 years ago 

ভালোবাসা আর ভালো লাগাকে কেন্দ্র করে আপনি বেশি একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। যে কবিতার মধ্যে রয়েছে ভালোবাসা অন্যরকম মাধুর্য,যা মনের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়ে আসে। মনের অব্যক্ত করা কথাগুলো কবিতার মধ্য দিয়ে প্রকাশ পায়। খুব ভালো লেগেছে আপনার কবিতা পড়ে। আশা করি এভাবে আরো অনেক কবিতা আমাদের মাঝে লিখে প্রকাশ করবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115766.57
ETH 4476.27
SBD 0.87