❝মুখী এবং বেগুন দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি❞

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230804_140615.jpg

আজ আমি আপনাদের মাঝে আমার অন্যতম প্রিয় খাবার "বেগুন এবং মুখী দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি" নিয়ে হাজির হয়েছি।ইলিশ মাছ খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি।করে আমি বেগুন এবং মুখী দিয়ে ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি।তাই আজ শুক্রবারের দিন আমার প্রিয় রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি।ইলিশ মাছের রেসিপিটির প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

IMG_20230804_135358.jpgIMG_20230804_135436.jpg
উপাদানপরিমাণ
ইলিশ মাছ১টি ।
বেগুন৩ টি ।
মুখী৮ টি।
মরিচ কুচি৬ টি।
পেঁয়াজ কুচি৪ টি।
তেলপরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
আদা বাটাপরিমাণমতো।
রসুন বাটাপরিমাণমতো।
লবণপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

IMG_20230804_135512.jpgIMG_20230804_135532.jpg
  • প্রথমেই ইলিশ মাছ গুলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া,জিরার গুঁড়া,সজের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।
IMG_20230804_135548.jpgIMG_20230804_140431.jpg
  • ইলিশ মাছ গুলো কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিলাম। কিছুক্ষণ ধরে ইলিশ মাছ গুলো কষালাম ।

IMG_20230804_140445.jpg

  • ৯/১০ মিনিট ধরে মাছগুলো কষিয়ে নিলাম।
IMG_20230804_135605.jpgIMG_20230804_140319.jpg
  • এবার একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভাজলাম।
IMG_20230804_140332.jpgIMG_20230804_140345.jpg
  • ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচির মধ্যে এবার মরিচের গুঁড়া,হলুদের গুঁড়া, জিরার গুঁড়, আদা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে মুখী মাখিয়ে নিলাম।এবং পরিমাণ মতো পানি দিয়ে একটু কষিয়ে নিলাম।

IMG_20230804_140358.jpg

  • ৪/৫ মিনিট ধরে মুঁখি কষানোর পর কড়াইয়ের মধ্যে বেগুন গুলো দিয়ে দিলাম।
IMG_20230804_140456.jpgIMG_20230804_140519.jpg
  • এবার মুখী এবং বেগুন কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিলাম ।

IMG_20230804_140531.jpg

  • তরকারি ভালোভাবে হয়ে যাওয়ার পর ইলিশ মাছ গুলো তরকারির মধ্যে দিলাম। এরপর কিছুক্ষণ ধরে জ্বাল দিলাম। এভাবেই প্রস্তুত হয়ে গেল মুখী এবং বেগুন দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি ।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

IMG_20230804_140545.jpg

আজ আমি আপনাদের মাঝে আমার পছন্দের ইলিশ মাছের মজাদার একটি রেসিপি তুলে ধরলাম।মুখী এবং বেগুন দিয়ে ইলিশ মাছের এই মজাদার রেসিপি তৈরি করা হয়েছে। যা খেতে খুবই সুস্বাদু হয়েছে।আজকে ছুটির দিনে আপনাদের মাঝে আমার পছন্দের রেসিপি তুলে ধরতে পেরে আমি খুবই আনন্দিত । ইলিশ মাছের এই রেসিপিটি আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝ইলিশ মাছের মজাদার রেসিপি ❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 10 months ago 

বেগুন দিয়ে ইলিশ মাছ খেয়েছি অনেক। কিংবা কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেয়েছি। তবে দুটো একসাথে কখনো খাওয়া হয়নি ভাইয়া। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago 

ভালোলাগার মত অনেক সুস্বাদু রেসিপি নিয়ে আজ আপনি আমাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে লক্ষ্য করে দেখলাম ইলিশ মাছ বেগম মুখি এর সমনে অসাধারণ একটি রেসিপি করে দেখিয়েছেন আমাদের। এত সুন্দর লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মুখী এবং বেগুন দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি। আসলে মৌখী বলতে আপনি হয়তো কচু কে বুঝিয়েছেন। আসলে কচু বেগুন ইলিশ মাছ যদি একসাথে রান্না করা যায় খেতে বেশ মজাই লাগে। আপনি বেশ দারুন ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

মুখী এক জাতের কচুর মধ্যেই পরে।
এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 10 months ago 

মুখী এবং বেগুন দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন।দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 10 months ago 

সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

ইলিশ মাছের দারুণ একটা রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ইলিশ মাছ এর সাথে কচু এবং বেগুন ব্যবহার করলে সেটা খেতে অনেক সুস্বাদু হয়ে যায়।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 10 months ago 

রেসিপিটা দেখে জিভে জল চলে এল।রেসিপির কালার টা জাস্ট অসাধারণ এসেছে।রেসিপিটা দেখেই খেতে ইচ্ছা করছে।এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 10 months ago 

আপনি অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন ইলিশ মাছের। ইলিশ মাছের সাথে সব সময় কচুর মুখী আর বেগুন খেতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি রেসিপি শেয়ার করলেন আমার অনেক প্রিয় একটি রেসিপি ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

বেগুন ও মুখী দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন। এই রেসিপির পরিবেশন থেকে যেন খেতে ইচ্ছা করছে। এত সুন্দর ভাবে ধাপে ধাপের রেসিপি শেয়ার করলেন,অসাধারণ ছিলো।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66186.23
ETH 3494.08
USDT 1.00
SBD 3.17