"ফড়িং এর ফটোগ্রাফি ও শৈশবের স্মৃতিচারণ"

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

আমরা সবাই ফড়িং চিনি। ছোটবেলায় আমাদের জীবনের অনেক সুন্দর মুহূর্ত জড়িয়ে আছে এই ছোট্ট প্রাণীটির সাথে। শৈশবে যখন আমরা খেলার সঙ্গী হিসেবে প্রকৃতিকে বেছে নিয়েছিলাম, তখন ফড়িং ছিল সেই খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই হয়তো মনে করতে পারবো, কেমন করে শোলার সাথে আঠা লাগিয়ে ফড়িং ধরার চেষ্টা করতাম। একবার ফড়িং ধরতে পারলে যেন এক অদ্ভুত আনন্দে মন ভরে যেত। বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা চলতো, কে কত দ্রুত ফড়িং ধরতে পারে।

1000058129.jpg

কিন্তু
এখন আগের মতো আর তেমন দেখা যায় না ফড়িং। আধুনিক নগরায়ন, পরিবেশ পরিবর্তন এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে প্রকৃতির এই সৌন্দর্য অনেকটাই কমে গেছে। এখন আর আগের মতো মাঠ-ঘাটে, গাছের ডালে বা খোলা আকাশের নিচে তেমনভাবে ফড়িং উড়তে দেখা যায় না। তবে মাঝেমধ্যে হুট করে ঘরের ভেতর বা ছাদে একটা-দুটো ফড়িং উড়ে এলেই ছোটবেলার সেই মুহূর্তগুলো মনে পড়ে যায়।ফড়িং প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এটি দেখতে অপূর্ব সুন্দর। বিশেষ করে এর স্বচ্ছ, নরম ও রঙিন পাখাগুলো খুব মনোমুগ্ধকর। ছোটবেলায় যখন আমরা ফড়িং ধরতাম, তখন হাতের তালুর মধ্যে নিয়ে ফড়িংয়ের পাখাগুলো আলতোভাবে ছুঁয়ে দেখতাম। খুব সাবধানে পাখার স্পর্শ অনুভব করতাম যেন কোনোভাবেই পাখাগুলো ছিঁড়ে না যায়। অনেক সময় ফড়িংয়ের পাখা ভেঙে গেলে খুব কষ্ট লাগতো। মনে হতো, আমরা যেন একটা ছোট্ট প্রাণীকে কষ্ট দিলাম। তাই আবার আকাশে মুক্ত করে দিতাম, যেন এটি মুক্তভাবে উড়তে পারে।

1000058123.jpg

1000058128.jpg

গতকাল যখন আমি ছাদে গিয়েছিলাম, তখন হঠাৎ করেই চোখে পড়লো একটি ফড়িং। অনেকদিন পর এত কাছ থেকে ফড়িং দেখলাম। প্রথমে মনে হলো, এটি হয়তো উড়ে চলে যাবে, তাই বেশি নড়াচড়া না করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ফড়িংটা যেন আমার দিকেই তাকিয়ে আছে! মনে হচ্ছিল, ওরও যেন কোনো স্মৃতির খেলা চলছে মনে।আমি মোবাইল বের করলাম, ফড়িংটার কয়েকটি ছবি তোলার চেষ্টা করলাম। খুব বেশি কাছ থেকে ছবি তুলতে সাহস পেলাম না, যদি ওড়ে চলে যায়! তাই একটু দূর থেকে কয়েকটি ছবি তুললাম। ফড়িংটা চুপ করে এক জায়গায় বসে ছিল, তাই ভালোভাবেই ফ্রেমে বন্দি করতে পারলাম। ছবি তোলার সময় আবার সেই শৈশবের স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো। মনে হলো, আমি যেন আবার ছোটবেলায় ফিরে গেছি, সেই দিনগুলোতে, যখন প্রকৃতির সঙ্গে ছিলো আমাদের অবাধ মেলামেশা।

1000058127.jpg

1000058125.jpg

একটা সময় ছিল, যখন বর্ষার পরপরই ফড়িংয়ের দল আকাশে উড়ে বেড়াতো। মাঠের ধারে গিয়ে আমরা ফড়িং ধরার প্রতিযোগিতা করতাম। নানা রঙের, নানা আকৃতির ফড়িং দেখতে পাওয়া যেতো। কেউ কেউ ফড়িং ধরে বোতলে রেখে দিতো, আবার কেউ কেউ হাতের তালুর উপর রেখে দেখত, কেমন করে ফড়িংটি উড়ে যায়।তবে এখন সময় বদলেছে, আমাদের চারপাশের পরিবেশও বদলে গেছে। আজকাল খোলা মাঠও কমে গেছে, শহরের কংক্রিটের দেয়াল আমাদের প্রাকৃতিক খেলার মাঠগুলোকে গ্রাস করেছে। তাই হয়তো আগের মতো ফড়িংয়েরও দেখা মেলে না। কিন্তু যখনই কোনো একান্ত মুহূর্তে হুট করে কোথাও ফড়িং দেখি, তখনই ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়।

1000058124.jpg

1000058126.jpg


আমরা অনেক সময় ছোট ছোট জিনিসের সৌন্দর্যকে অবহেলা করি, কিন্তু প্রকৃতি আমাদের এমন অনেক বিস্ময় উপহার দিয়েছে যা আমাদের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। ফড়িংও ঠিক তেমনই একটি সুন্দর সৃষ্টি, যা আমাদের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। আজও যদি কোথাও ফড়িং দেখি, আমি সেটিকে আগের মতোই মুগ্ধ হয়ে দেখি। আর মনে মনে ভাবি, এই ছোট্ট প্রাণীটি যেন আমাদের ফেলে আসা দিনগুলোর সাক্ষী হয়ে আমাদের সঙ্গে রয়ে গেছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"ফড়িং ও শৈশবের স্মৃতিচারণ"
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানঢাকা - বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 11 days ago 
 11 days ago 

1000058134.jpg

 11 days ago 

আপনার ফড়িং ফটোগ্রাফি দেখে মনে হলো আপনি প্রকৃতির সৌন্দর্যকে খুব কাছ থেকে ধরেছেন।আপনার শৈশবের স্মৃতিগুলো পড়ে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। ফড়িং ধরা বা তাঁদের পিছনে দৌড়ানো সত্যিই খুব মজার ছিল। আপনার তোলা ফড়িং এর ছবিগুলো সত্যিই অসাধারণ! রঙ এবং কম্পোজিশন খুব সুন্দর হয়েছে। আগামীতেও এমন সুন্দর ছবি শেয়ার করার অনুরোধ রইল।

 11 days ago 

ছোটবেলায় ফড়িং নিয়ে কমবেশি সবারই খেলা হয়েছে। কিছুক্ষণ ধরে রেখে আবার উড়িয়ে দিতে পারলে বেশ খুশি হতাম ছোটবেলায়। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং শৈশবের স্মৃতিচারণ করেছেন। কাছ থেকে ফটোগ্রাফি করা আসলেই সম্ভব হয় না। আর এগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 11 days ago 

আমাদের পরিবেশ আগের থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই শৈশবের সেই ফড়িংও এখন চোখের সামনে দেখতে পাওয়া যায় না। তবে আপনার এই পোষ্টের মাধ্যমে আমার শৈশবের বেশ কিছু স্মৃতি মনে পড়ে গেল। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 10 days ago 

ঠিক বলেছেন ভাইয়া অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে উপকারী ও সুন্দর কিট পতঙ্গ হারিয়ে যাচ্ছে যেমন ফড়িং। খুবই সুন্দর ফড়িংটি।ছোটবেলায় কতো ফড়িং ধরে খেলা করতাম। ধন্যবাদ ভাইয়া আপনার ছাদে ধারন করা ফড়িংয়ের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 7 days ago 

আমাদের শৈশব রাঙানোর পেছনে এই ফড়িং এর গুরুত্ব অনেক। মনে আছে কত বার যে ফড়িংয়ের উদ্দেশ্যে দৌড়েছি তার কোন ঠিক নেই। চমৎকার লাগল আপনার ধারণ করা ফড়িংয়ের ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 87313.09
ETH 2022.53
USDT 1.00
SBD 0.81