শস্য-শ্যামল ফসল ভরা আমাদের গ্রামের প্রকৃতির ফটোগ্রাফি//[10% Beneficiary @shy-fox]
সবুজ শ্যামলে ভরা আমাদের এই সোনার বাংলা। সোনার বাংলার মাঠঘাট যেন চির সবুজে ভরপুর। ফসলের মাঠের চির সবুজে ভরপুর ছিল কিছুদিন আগেই। কৃষকরা তাদের ফসলের জমিতে ধানের চারা লাগিয়ে ছিল। আর এই ধানের ফসল গুলো সবুজে রূপ নিয়েছিলো।সেই সবুজ প্রকৃতির ধানের ফসলের মাঠ গুলো এখন সোনালী বর্ণ ধারণ করেছে। তার মানে সব ফসলের জমিতে ধান পেকে গেছে। আর কৃষকেরা ধান গুলো কেটে তাদের ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সোনালী বর্ণের ফসলের মাঠের দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাই সোনার বাংলার সোনার ফসল ভরা মাঠের সুন্দর কিছু ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করছি ভাল লাগবে।
location
location
location
location
location
location
অপরূপ সৌন্দর্যময় সোনার বাংলার ফসলের মাঠের দৃশ্য। সত্যিই এই দৃশ্যটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। পুরো ফসলের মাঠ যেন সোনালী বর্ণ ধারণ করেছে এবং মাঠের পাশ দিয়ে রয়েছে সবুজ গাছের অপরূপ সুন্দর দৃশ্য। দেখে খুবই ভালো লাগলো তাই ফটোগ্রাফি করলাম।
কৃষকের সুখের মুখে যেন হাসি ফুটে উঠেছে, কারণ তাদের কষ্ট সার্থক হয়েছে। তারা কষ্ট করে তাদের ফসলের জমিতে ধানের চারা লাগিয়ে ছিল। এই ধানের চারা গুলো সবুজ বর্ণ থেকে সোনালী বর্ণ ধারণ করতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই এই ফসলের জমির ধান গুলো কৃষকরা তাদের ঘরে তুলতে পারবে। সত্যিই এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো।
গ্রামের সবুজ শ্যামলে ভরা মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ রাস্তাটি খুবই সুন্দর, চারপাশের সবুজ গাছপালা এবং মেঠো পথে রাস্তা দিয়ে হেঁটে আমাদের ফসলের জমিতে আসলাম।আমাদের জমির পাশ এসে খুবই ভালো লাগলো।
আমাদের জমির পাশে এসে দেখতে পেলাম আমাদের ফসলের জমিতে প্রায় ধান গুলো পেঁকে গেছে। আর কিছুদিনের মধ্যে হয়তো এক সপ্তাহ সময় লাগবে, তারপরেই আমাদের জমি থেকে ধান গুলো কাঁটা যাবে।তখন ঘরে তোলা যাবে, তাই আমাদের ফসলের জমিতে ধানের ফলন খুব ভালো হয়েছে।তাই দেখে খুবই ভালো লাগলো।
সোনালী সবুজ শস্য-শ্যামল ফসলের মাঠের পাশে দেখতে পেলাম সবুজ ঘাসের একটি ফসলের জমি।এই জমিতে সবুজ ঘাস লাগানো হয়েছে।গরুর খামার দিয়েছে যার কারণে গরুর জন্য ফসলের জমিতে ঘাস চাষ করা হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো।
আমাদের জমির পাশে দেখতে পেলাম একজন কৃষক তার ফসলের জমিতে ধান কাটা শুরু করেছে। তার জমিতে ধান পেঁকে গিয়েছে। যার কারণে সে ধান কাটতে শুরু করেছে এবং তার মুখে অনেক হাসি দেখতে পেলাম। আসলে এই দৃশ্যটি আমার ভালো লেগেছে।
শস্য-শ্যামল ফসল ভরা আমাদের এই সোনার বাংলা।সোনার বাংলার ফসলের মাঠের দৃশ্য দেখতে খুবই ভালো লাগলো। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লেগেছে।
আমার পরিচয়
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | রেডমি নোট ৬ প্রো |
---|---|
ধরণ | শস্য-শ্যামল ফসল ভরা আমাদের গ্রামের প্রকৃতির ফটোগ্রাফি |
ক্যমেরা মডেল | নোট ৬ প্রো |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
এই সময়ে তো মনে মনে হয় ঘরে ঘরে নতুন ধান তোলার মৌসুম। আমার কাছে পাকা ধানের জমি দেখতে খুব ভালো লাগে।পুরো মাঠ জুরে সোনালী কালার দারুন লাগে দেখতে।আপনার তোলা সব গুলোই ছবি বেশ সুন্দর। গরুর জন্য ঘাস চারা করছে।ভালো লাগছে দেখতে সবুজে সবুজে ঘেরা।ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
আপনার তোলা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। সোনালী ধান ক্ষেত,গ্রামের মেঠো পথ ,সবুজ ঘাস এছাড়াও একটা কৃষকের ধান কাটার সময় এর ফটোগ্রাফি সব মিলিয়ে দারুন ছিল। আর কিছুদিন পরে ধানগুলো সব ঘরে তোলা হয়ে যাবে। যেহেতু ধান গুলো সব পেকে গিয়েছে এবং ধান কাটা শুরু হয়ে গিয়েছে। যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটো গুলো শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ
শস্য শ্যামল ফসল ভরা আমাদের এই দেশ বাংলাদেশ অপরূপ সৌন্দর্য দেশ বাংলাদেশ। আসলে ফসলের মাঠে সোনালী বর্ণ ধারণ করে যখন ধান পেকে যায়। আপনার ফটোগ্রাফির মধ্যে গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
শস্যশ্যামল ফসল ভরা আমাদের এই সোনার বাংলার। অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি করেছেন। সত্যি ফসলের মাঠ যেন সোনালী বর্ণ ধারণ করেছে। দেখে খুবই ভালো লাগলো। সোনালী ফসল ফলেছে সোনার বাংলাতে। অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি ছিল ভাইয়া।
আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই
সবুজ শ্যামল প্রকৃতি দেখলে সত্যিই হৃদয় জুড়িয়ে যায়। মাঠে যখন ধান ক্ষেত দোল খায় তখন দেখতে খুবই ভালো লাগে। ধানক্ষেতের প্রান্তর জুড়ে যখন হালকা হাওয়া বয়ে যায় তখন হৃদয়ের মাঝেও দোলা দিয়ে যায়। তাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে গ্রামীন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ পেলাম। সত্যি ভাইয়া দারুন ফটোগ্রাফি করেছেন।
আপনার মতামতের পেয়ে খুবি ভালো লেগেছে
ঠিক বলেছেন আপনি সবুজে শ্যামলের ঘেরা আমাদের এই সোনার বাংলা। মাঠ ঘাট ফসল এই সবকিছুর মাঝেই সবুজের ছোঁয়াটা যেন অনেক বেশি। বিশেষ করে সকালবেলা খোলা আকাশের নিচে সবুজ শ্যামল ঘাসের মধ্যে হাটতে অনেক ভালো লাগে। আপনাদের জমির পাশে অন্য একটি জমিতে একটি কৃষক সকাল-সকাল তার কাজ শুরু করে দিল। এটি দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে কৃষকের ধানগুলো পেকে গেছে দেখে আরো অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু
আপনি তো গ্রাম বাংলার কি সুন্দর সৌন্দর্য তুলে ধরেছেন ৷ দেখে অনেক ভালো লাগলো ৷ আমার বাংলা সোনার বাংলা এদেশে যেন ছয় ৠতু তে একেক সাজে আমাদের মাঝে নতুন রুপ নিয়ে হাজির হয় ৷ ঠিক বর্তমান সময়ে শীতের এক নতুন আমেজ শুরু হয়েছে ৷
এখন গ্রাম বাংলার মাঠে ঘাটে শুধু সোনালি ধানের মেলা ৷
ধন্যবাদ সুন্দর আলোকচিত্র তুলে ধরেছেন ৷
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ
আসলে গ্রামের শস্য-শ্যামলের অপরুপ সৌন্দর্য বরাবরই সবাইকে মুগ্ধ করে ৷ আপনি গ্রামের অনেক সুন্দর কিছু দৃশ্যে তুলে ধরেছেন ৷ গ্রামের এমন মনোমুগ্ধকর পরিবেশে আমার অনেক পছন্দের ৷ ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ৷
অনেকে ধন্যবাদ ভাই
সবুজ প্রকৃতি আমারও খুব ভাল লাগে।শস্য শ্যামলা বাংলার প্রকৃতি সত্যি ই অসাধারণ। অপরুপ সুন্দর সবুজের সমারোহের কিছু ফটোগ্রাফি গুলো সত্যিই খুব ভাল লাগলো। সুন্দর ফসলের মাঠের ছবি খুব সুন্দর লাগলো ভাইয়া। 😍অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আপনার মতামতের পেয়ে খুবি ভালো লেগেছে, ধন্যবাদ আপু