শাহিন ভাইয়ের দোকানে আগুন লাগার গল্প//পর্ব-২

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

শাহীন ভাইয়ের দোকানে আগুন লাগার ঘটনাটি সত্যি অনেক মর্মাহত ছিল। আর এই ঘটনাটি মনে করতে পেরে এখনো খুবই খারাপ লাগে। কারণ একজন মানুষের জীবিকা নির্বাহ করার সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করে সফল হয়েছে। সেখানে যদি তার আগুনে পড়ে সকল কিছু ধ্বংস হয়ে যায়। তাহলে সেই পরিবার একদম নিঃস্ব হয়ে যায়। যার কারণে শাহিন ভাইয়ের সেই ঘটনাটিতে গ্রামবাসী সকলে সহ অনেক মর্মান্ত হয়েছিল। তাই আপনাদের সাথে স্মৃতির পাতা থেকে শাহিন ভাইয়ের দোকানে আগুন লাগার এই গল্পটি শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আশা করছি দ্বিতীয় পর্ব পড়ে আপনাদের ভালো লাগবে।

firefighters-115800_1280.jpg

Source

শাহিন ভাইয়ের দোকানে যখন আগুন জ্বলতে ছিল। সকলে আগুন নেভানোর জন্য পুকুর থেকে পানি এনে নেওয়ার চেষ্টা করতেছিল। কিন্তু আগুনে তখন দোকানে সকল কিছু পুড়ে গেছে এবং শাহিন ভাই তখন এতটাই মর্মাহত হয়েছে সে কোন কথাই বলতে পারছে না। সে একদম অজ্ঞানের মত হয়ে গেছে। তাকে ধরাধরি করে সকলেই তারে বাড়িতে নিয়ে পানি ঢালতে লাগলো এবং শাহিনের মা বলতে লাগলো আল্লাহতালা আমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছে। এটাই অনেক। শাহীন প্রতিদিনে দোকানে থাকতো, যদি আজকেও থাকতো তাহলে আর শাহীন দোকানে পড়ে মারা যেত। আমার একটাই সন্তান ছিল,শাহীন মারা গেলে আমি কি নিয়ে বাঁচতাম



bonfire-1867275_1280.jpg

Source

সবাই মিলে শাহীনকে সান্তনা দিতে লাগলো। যে কোন একটা ব্যবস্থা হবেই, রিজিকের ব্যবস্থা আল্লাহতালা করে দিবে। তুমি কোন চিন্তা করো না। আস্তে আস্তে ঠিক হবেই। যতই তোমার সব কিছু ধ্বংস হয়ে যাক, তুমি তো বেঁচে রয়েছো। তুমি আবারও চেষ্টা করবে, অনেক কিছু হবে। সেদিন সকলেই বুঝে রাতে বাসায় চলে গেলাম। আসলে খুবই খারাপ লাগতেছিল কারণ চোখের সামনে এভাবে একটি দোকানের ধ্বংস এবং একটি পরিবার ধ্বংস হয়ে গেল। আসলে শাহীন অনেক ঋণ করে এই দোকানটি দিয়েছিল। আমি বাড়িতে আসলাম বাবার সাথে।বাবাকে বলতে লাগলাম যে শাহীন ভাইয়ের দোকানে কিভাবে আগুন লাগল।


বাবা বলতে লাগতে আগুন কিভাবে লেগেছে। এটা বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু শাহীন ভাইয়ের সাথে কারো কোন শত্রুতা ছিল না।সকলেই আফসোস করছে। আবার একজনের সে বলল যে শাহিনের দোকানে নাকি কারেন্টের থেকে আগুন লেগেছে। আসলে কারেন্ট থেকে আগুন লাগতে পারে কারণ তার দোকানের মালামালগুলো খুব বেশি ছিল আর দোকানে ইঁদুর রয়েছে। ইঁদুর যদি তার কেটে দেয়, তাহলে সেখান থেকে আগুন লাগতে পারে। এটাই সকলের ধারণা করতে ছিল।


দোকানে আগুন লেগেছে। এই ঘটনা পুরো গ্রাম জেনে গেল। আমাদের গ্রামের চেয়ারম্যান পরের দিন আসলো এবং সকলকে ডাকা হল।মিটিংকরা হলো, দোকানে কিভাবে আগুন লাগল। মূলত এই বিষয়টি জানতে হবে। আর যদি আগুন কারেন্টের মাধ্যমে লেগে থাকে তাহলে শাহীনকে কিছু ক্ষতিপূরণ দিতে হবে। ছেলেটা খুবই ভালো ওকে আবারও ব্যবসা করার সুযোগ করে দিতে হবে আমাদের। সকলেরই চেয়ারম্যানের কথা শুনে বলল আপনি খুবই ভালো একটা প্রস্তাব নিয়েছেন। চেয়ারম্যানের এ প্রস্তাবে সকলের রাজি হলেও, তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব চেয়ারম্যান সাহেব কি প্রস্তাব দিয়েছিল এবং শাহীন ভাইয়ের কি ব্যবস্থা করা হয়েছিল।

গল্পটি চলমান

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 months ago 

আগুনে পুড়ে ছাই হয়ে গেল একজন মানুষের সব স্বপ্ন । এই আগুনে কত মানুষযে নিঃস হয়ে গেছে তা চোখের সামনেই দেখতে পেয়েছি । গত বছর ঢাকার বঙ্গ মার্কেটের আগুনের ভয়বহতা আর মানুষের আহাজারি এখনো কানে বাজে চোখে ভেসে উঠে । শাহীন ভাইয়ের জন্য দোয়া করি যেন আবার নতুন উদ্যোমে জেগে উঠতে পারেন । নতুন করে বাচার স্বপ্ন দেখতে পারেন।

 2 months ago 

আসলে ভাই অনেক সময় আগুন মানুষের অনেক স্বপ্নগুলোকে পুড়িয়ে ছারখার করে দেয়। শাহীন ভাইয়ের ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। আগামী পর্বে আশা করছি ক্লিয়ার হবেন।

 2 months ago 

খুব দুঃখজনক ঘটনা।আসলে চোর চুরি করলেও কিছু না কিছু রেখে যায় কিন্তুু আগুন এতোটাই ভয়ংকর যে সব কিছু ছাই করে দেয়। বর্তমানে আগুন লাগার ঘটনা ও জানমালের ক্ষতি অহরহ। আপনার শাহিন ভাইয়ের জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। চোখের সামনে সাজানো গোছানো রুজিরোজগারের দোকান তা পড়ে গেলো।খুব মর্মান্তিক ঘটনা শেয়ার করেছেন ভাইয়া।

 2 months ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন চোর চুরি করলেও তাও সকল কিছু চুরি করতে পারে না। কিছু না কিছু রেখে যায়। কিন্তু আগুনে পুড়ে গেলে সবকিছুই শেষ হয়ে যায়। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 months ago 

অগ্নিকাণ্ডের এই ঘটনা গুলো খুবই মারাত্মক ৷ নিমিশেষই শেষ করে দেয় মানুষের প্রাণ সম্পদ সব কিছু ৷ আপনার গল্পটা পড়ে অনেক খারাপ লাগলো শাহিন ভাইয়ের কথা চিন্তা করে ৷ যাই হোক , এরপর কি হলো জানার অপেক্ষায় রইলাম ৷ আশা করি পরের পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 months ago 

সত্য কথা বলতে আমরা ফেসবুকে দেখে থাকি।মানুষ হাহাকার হতাশায় ভুগছে কিন্তু যার এরকম পরিস্থিতি হয় সেই বোঝে যে কতটা যন্ত্রনাদায়ক।গ্রাম অঞ্চলে মানুষ মানুষের বিপদে পাশে আসে। এখন শহর অঞ্চলে তো দেখা যায়। আগুন ধরলে মানুষ আগে ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিভাবে ভাইরাল হবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। প্রায় সময় দেখা যায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। শত্রুতা করে এমন করে।এই আগুন লেগেই আছে একটা দিন পর পর।যাক চেয়ারম্যানদের সুন্দর একটি মীমাংসা করে দিল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আসলে ভাই শহর অঞ্চলে এরকম বিপদে পড়লে মানুষ ভিডিও করতে থাকে এবং চেয়ে চেয়ে দেখতে থাকে। কিন্তু গ্রামাঞ্চলে কেউ বিপদে পড়লে তাকে সর্বোচ্চ সাহায্য করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 months ago 

মানুষের জীবিকার উপর যখন এমন একটা বিপর্যয় নেমে আসে তখন সে ঠিক থাকবে না এটা মোটামুটি স্বাভাবিক। আপনার শাহিন ভাইয়ের ক্ষেএে এটাই হয়েছিল। তবে তার কোন ক্ষতি হয়নি এটাই অনেক। কারণ মানুষের জীবনের থেকে আর কোন কিছু বেশি দামী হতে পারে না। পরবর্তীতে চেয়ারম্যান কী করল সেটা জানার অপেক্ষায় রইলাম।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আসলে ভাই কেউ বিপদে পড়লে তখন সে ঠিক থাকতে পারে না। আর যদি সেটা তার জীবনের অনেক মূল্যবান হয়ে থাকে। আপনার জন্য ধন্যবাদ আশা করছি আগামী পর্বতে ক্লিয়ার হবেন।

 2 months ago 

ভাই, কারেন্ট থেকে দোকানে আগুন লাগুক কিংবা কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দিক, তবে যে লোকটার এত বড় ক্ষতি হয়েছে, সেটা তো পূরণ করতে গিয়ে অনেক চাপে পড়ে যাবে সে। যাইহোক, লোকটা যে প্রাণে বেঁচে গিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। এখন গ্রামের লোকেরা সবাই মিলে যদি অল্প অল্প করে সাহায্য করে তাহলে হয়তো আর কোন সমস্যা হবে না।

 2 months ago 

আসলে ভাই শাহীন ভাইয়ের অনেক ক্ষতি হয়েছিল। তারপরও সে যে বেঁচে গেছে এটাই যেন আল্লাহর কাছে শুকরিয়া। চেয়ারম্যান অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিল।

 2 months ago 

চেয়ারম্যান লোক হিসাবে ভালো ছিল , এই জন্য ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

এই গল্পের প্রথম পর্ব আমার পড়া হয়েছিল৷ আজকে এর দ্বিতীয় পর্ব পড়েও খুবই ভালো লাগলো৷ আসলে দোকানে পুড়ে গেলে কারো মাথা কাজ করে না৷ এতোদিনের স্বপ্ন যখন আগুনে ধ্বংস হয়ে যায় তখন সে কষ্ট বলে বোঝানো যায় না৷ আর শাহিন ভাইয়ের মা যখন বলতে থাকেন যে ওনার ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এটাই অনেক শুকরিয়া৷ পরবর্তীতে যখন তার অনেক ক্ষতি হয়ে গেল সে ভাবছিল তার কি হবে৷ তখন সকলে তাকে শান্তনা দিচ্ছিল যে, আল্লাহ তাকে রিজিকের পথ দেখাবেন৷ এরপরই চেয়ারম্যান সাহেব সকলকে ডাকলেন৷ তিনি খুব সুন্দর কিছু পদক্ষেপ গ্রহণ করলেন৷ তিনি বললেন যেহেতু তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তাই তাকে আবারও ব্যবসা করার সুযোগ করে দিতে হবে৷ সকলকেই সাহায্য করার জন্য বলল এবং সকলে রাজি হল৷
অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি শেয়ার করার জন্য৷ পরবর্তী পর্বে আরো অনেক কিছু জানার আশায় রইলাম৷

 2 months ago 

আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে শাহীন ভাইয়ের অনেক ক্ষতি হয়েছিল। আর চেয়ারম্যান অনেক ভালো মনের ছিল যার কারণে তার ক্ষতিপূরণ নিয়ে অনেক চিন্তাভাবনা করেছিল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 61757.83
ETH 2905.75
USDT 1.00
SBD 3.62