স্বরচিত কবিতা: মিথ্যে ভালোবাসা

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


ভালোবাসার মানুষকে নিয়ে জীবনের অনেক স্বপ্ন থাকে। তাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকার ইচ্ছা থাকে এবং তার সাথে জীবনটা পার করার ইচ্ছা থাকে। কিন্তু এই ভালোবাসার মানুষ যদি মিথ্যে ভালোবাসার অভিনয় করে যায় এবং তার এই মিথ্যে ভালোবাসার কারণে জীবনের মূল্য মুহুর্ত হারিয়ে যায়, আমাদের জীবন থেকে। আর এই মিথ্যে ভালোবাসার কারণে জীবনটা যেন একদম এলোমেলো হয়ে যায়। তাকে নিয়ে কত স্বপ্ন থাকে। এই স্বপ্নগুলো যখন ভেঙ্গে যায়। তখন হৃদয়ের অনুভূতি কতটা যে খারাপ হয়, সেটা সেই ব্যক্তি বোঝে। তাই ভালোবাসার প্রিয় মানুষকে হারানোর বেদনা অসীম। এই বেদনা যেন কখনোই শেষ হয়ে যায় না। জীবনটাকে তিলে তিলে শেষ করে দেয়। তাই ভালবাসার প্রিয় মানুষটির মিথ্যে ভালোবাসার অনুভূতি নিয়েই আজকের এই কবিতাটি লেখা। আশা করছি এই কবিতাটি পড়ে ভালো লাগবে।


sunset-3156176_1280.jpg

সোর্স

“ মিথ্যে ভালোবাসা”
মোঃ ফয়সাল আহমেদ



তোমার ভালবাসার মায়াজালে,
পড়েছিলাম আমি,
এখন বুঝতে পারছি,
মিথ্যে ভালোবাসার জ্বালা কত খানি।

যদি ভালোই না বাসবে,
তাহলে মিথ্যে কেন আশা দিয়েছিলে আমায়।
তোমার মিথ্যে ভালোবাসার কারণে,
আমার জীবনের স্বপ্ন গেছে ভেঙ্গে।

তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
দেখেছিলাম আমি।
স্বপ্নের রাণী করে রাখবো তোমাকে,
এটাই ভেবেছিলাম আমি।

স্বপ্নগুলো ভেঙ্গে দিয়ে,
চলে গেলে অন্যের হাতটি ধরে।
জানিনা কি সুখ পেলে,
আমার ভালোবাসা মিথ্যে করে।

মিথ্যে ভালোবাসার কারণে,
আজ আমার স্বপ্ন গেছে ভেঙে।
এই স্বপ্ন পূরণ হবে না আর কখনো,
তুমি যদি না ফেরো আমার জীবনে।

তোমার মিথ্যে ভালোবাসার কারণে,
ধ্বংস হয়েছি আমি।
তবুও বারে বারে চায় আমি,
সুখে থাকো তুমি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 months ago 

প্রতিটি মানুষ চাই তার কাছের মানুষকে কাছে পেতে। প্রতিটি মানুষ চাই তার ভালোবাসা যেন সত্য হয়। কিন্তু মাঝে মধ্যে এই মিথ্যে মায়ার মোহে পড়ে জীবনটা তছনছ হয়ে যায়। মিথ্যে ভালোবাসার কারণে জীবনটা এলোমেলো হয়ে যায়। অনেক সুন্দর একটি কবিতা লিখলেন আপনি অনেক ভালো লেগেছে পড়ে।

 2 months ago 

যদি ভুল না বলি আপনি প্রেম অনুভূতিমূলক সুন্দর সুন্দর কবিতা লিখতেন। তবে এ কয়েকদিন হয়তো আমি লক্ষ্য করছি একটু বিরহ অনুভূতি দিয়ে গড়ছেন আপনার কবিতাগুলো। তবে কবিতা পড়ে কিন্তু অনেক ভালো লেগেছে আমার। বেশ চমৎকার ছিল আপনার লেখা কবিতা

 2 months ago 

ভালোবাসা নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন দেখছি। আপনার কবিতাটা অনেক ভালো লাগলো। সুন্দরভাবে প্রত্যেকটা লাইন আপনি সাজিয়ে গুজিয়ে লিখেছেন। এমন সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে আমার খুব ভালো লাগে। আশা করবো আপনি এভাবে আমাদের মাঝে কবিতা লিখে প্রকাশ করবেন অনেকবার।

 2 months ago 

যদি ভালোবাসাটা মিথ্যে হয় তাহলে কষ্টের আর কোন শেষ থাকেনা। বর্তমানে মিথ্যে ভালোবাসাটা দিন দিন বেড়েই যাচ্ছে। আপনার "স্বরচিত মিথ্যে" ভালোবাসা কবিতাটি বেশ দারুন হয়েছে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

ভালোবাসায় যে ধোঁকা খায় সেই বুঝতে পারে এর আসল কষ্ট। কিছু কিছু মানুষ তো এই মিথ্যে ভালোবাসার কবলে পড়ে জীবনটাই শেষ করে দেয়। এই কষ্ট থেকে আর বের হয়ে আসতে পারে না। কারণ ভালোবাসার মানুষকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলে। যাই হোক ভাইয়া এ বিষয়টি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালো লাগলো কবিতাটি পড়ে।

 2 months ago 

আপনার লেখা মিথ্যে ভালোবাসার শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির প্রতিটি লাইন পড়েছি আর কবিতাটির মাঝে লুকিয়ে থাকা মনের বিরহের কথাগুলো দারুন ভাবে অনুভব করেছি। যাহোক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61932.16
ETH 3422.23
USDT 1.00
SBD 2.49