❝রঙিন কাগজ দিয়ে খেলনা মগ তৈরি❞ By mohamad786 [10% Beneficiary @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে মগ তৈরি করে উপস্থাপন করব।রঙিন কাগজ দিয়ে মগ তৈরির প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে করার চেষ্টা করব। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক।

1650269553358.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • রঙিন কাগজ
  • পেন্সিল বা সাইন পেন
  • কাঁচি
  • আঠা
ধাপ-১👇
IMG_20220418_141911.jpgIMG_20220418_141853.jpg

প্রথমেই ১৫ ইঞ্চি করে চতুর্ভুজাকৃতির একটি রঙিন কাগজ নিলাম।চারপাশের মাপ একদম সমান হতে হবে।এরপর কাগজের মাঝখান দিয়ে একটা ভাজ দিলাম।

ধাপ-২👇
IMG_20220418_141842.jpgIMG_20220418_141833.jpg

কাগজের মাঝখান দিয়ে যে ভাজ দিয়েছিলাম, সেই ভাজটা খুলে দুই পাশ থেকে দুইটি নতুন করে ভাজ দিলাম।

ধাপ-৩👇

IMG_20220418_141824.jpg

দুইটা ভাজ দেওয়ার পর তার মধ্যে দিয়ে আরেকটি ভাজ দিলাম।

ধাপ-৪👇
IMG_20220418_141816.jpgIMG_20220418_141807.jpg

মাঝখানের ভাজটা খুলে দুই পাশ থেকে আবার দুটি ভাজ দিলাম।

ধাপ-৫👇
IMG_20220418_141757.jpgIMG_20220418_141746.jpg

এভাবে পুরো কাগজটা সমপরিমানে ভাজ করে নিলাম।

ধাপ-৬👇
IMG_20220418_141731.jpgIMG_20220418_141716.jpg

এবার কাগজের ভাজগুলো খুললাম।এবং কাগজটা কেটে দুটি অংশে ভাগ করলাম।

ধাপ-৭👇
IMG_20220418_141652.jpgIMG_20220418_141642.jpg

যেকোনো একপাশে কাঁচি দিয়ে এভাবে কেটে নিলাম।

ধাপ-৮👇

IMG_20220418_141634.jpg

এবার আমি ইউনি-ফাইন সাইন পেন দিয়ে রঙিন কাগজের ঠিক মাঝখানে ছোট্ট চোখ এবং ঠোঁট অঙ্কন করলাম।

ধাপ-৯👇
IMG_20220418_141608.jpgIMG_20220418_141552.jpg

এবার আঠা দিয়ে কাগজটা এভাবে গোল করে লাগিয়ে দিলাম।

ধাপ-১০👇
IMG_20220418_141536.jpgIMG_20220418_141505.jpg

রঙিন কাগজটা গোল করে লাগানোর পর নিচের অংশ এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

শেষ ধাপ👇

IMG_20220418_141527.jpg

আর এভাবেই অবশেষে তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে মগ তৈরি পদ্ধতি।

উপস্থাপন👇

IMG_20220418_134353.jpg

আমি আজ আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ছোট্ট দুটি মগ তৈরি করে উপস্থাপন করলাম।ছোট ছোট বাচ্চারা এইসব মগ দিয়ে খেলতে খুবই পছন্দ করে।রঙিন কাগজ দিয়ে মগ তৈরির পদ্ধতি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার অনেক ভালো লাগেছে।

IMG_20220418_133028.jpg

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝রঙিন কাগজ দিয়ে খেলনা মগ তৈরি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20211206_131715.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে❤️🌹🥰

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খেলনা মগ দেখতে চমৎকার লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

রঙিন কাগজের প্রজেক্টগুলো আমার অনেক বালো লাগে। আপনার আজকের প্রজেক্ট দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। ইমুজিগুলোর ব্যবহার ভালো ছিলো।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💖

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার করে খেলনা মগ তৈরি করেছেন ভাইয়া। এই খেলনা মগ দেখতে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। মগটিতে দুটো চোখ ও ঠোঁট অংকনটাও বেশ দারুন হয়েছে। চমৎকার এই মগটি কিভাবে তৈরি করেছে তার প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💖

 2 years ago 

অনেকদিন আগে আমি এরকম রঙিন কাগজ ব্যবহার করে খেলনা মগ তৈরি করেছিলাম। আমার তৈরি করা মগ গুলো এখনো আছে।
যাইহোক আপনার তৈরি করা রঙিন কাগজের মগ গুলো দেখতে খুবই সুন্দর এবং কিউট লাগছে ভাইয়া। মগ গুলো যে আপনি খুব যত্নসহকারে তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আপনার উপস্থাপনা বেশ দারুন হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💖

 2 years ago 

খুব সুন্দর একটি দক্ষতার পরিচয় দিয়েছেন আপনি। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর মগ তৈরী করবেন, ভাবতেই পারেনি। অসাধারণ একটি পোস্ট যত্নসহকারে ধাপে ধাপে সৃষ্টি করেছেন।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💖

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খেলনা মগ তৈরি দারুন হয়েছে 👌
এই কাজগুলো আমি ভীষণ পছন্দ করি।
কারন রঙিন কাগজের সাথে আমারও বন্ধুত্ব রয়েছে।
শুভ কামনা রইল ভাই 🥀

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💖

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব অসাধারণ ভাবে মগ তৈরি করেছেন। শুরু থেকে খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। মগ তৈরীর আইডিয়া খুব ভাল ছিল। এভাবে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💖

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি খেলনা মগ তৈরি করেছেন। আমার কাছে তো দারুন লাগলো। বিশেষ করে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমাদের মধ্যে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💖

 2 years ago 

রঙিন কাগজের কারুকাজ আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজে দুটি মগ তৈরী করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। প্রতিটি ধাপ এর বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💖

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক অসাধারণ মগ তৈরি করেছেন। আপনি অনেক নিখুঁতভাবে এবং অনেক দক্ষতার সাথে এই মগ গুলো তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মগ তৈরি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💖

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58720.84
ETH 3088.52
USDT 1.00
SBD 2.41