সকল বাবাকে জানাই হৃদয়ের গভীর থেকে বাবা দিবসের শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

প্রথমে জানাই বাবা দিবসের শুভেচ্ছা। বাবা মানেই বেঁচে থাকার কারণ, বাবা ছাড়াও যেন আমার বেঁচে থাকাটাই ব্যর্থ হয়ে যায়। আর এই বাবা আছে বলেই আমরা নিশ্চিন্তেই জীবন যাপন করতে পারি। আসলে বাবা মানে বেঁচে থাকার কারণ, বাবা ছাড়া যেন নিঃসঙ্গ একাকী, আর এই বাবা দিবসে উপলক্ষে প্রত্যেকটা বাবাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। প্রত্যেকটা বাবা যেন সুস্বাস্থ্য থাকতে পারে এবং পরিবারের সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারে। আসলে বাবাদের অবদান কখনো ভুলার নয়।আমাদের মাথার উপরে একটি বটগাছ রয়েছে।সেই বটগাছটির নাম বাবা। আর বাবা নামক এই বটগাছ আমাদের সবসময় ছায়াতলে রাখে। তাই বাবা একটি মূল্যবান সম্পদ আর বটের ছায়ার মত আমাদের জীবনে জড়িয়ে থাকে। সবসময় আমাদের আগলিয়ে রাখে।সকল বিপদে যেন আমাদের ক্ষতি হতে দেয় না। তাই বাবা দিবস উপলক্ষে বাবাদের জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।

child-5489290_1280.jpg

source

পরিবারের সকল দায়িত্ব যেন বাবাই পালন করে, আর পরিবারে যদি কেউ সুপারহিরো থেকে থাকে সেই সুপারহিরোটা হল বাবা। কারণ পরিবারের সকল কিছু দেখাশোনা সেই করে, আর এই সুপারহিরো নিজের জন্য কিছু করেনা। শত কষ্ট করলেও সেটা পরিবারের জন্য। হাজারো রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কষ্ট করে যায়। এই সুপারহিরো, কখনো অভিযোগ করে না যে এত কষ্ট আমি করতে পারবোনা তোমাদের জন্য। এটা করতে পারব না, সেই সুপারহিরো মুখের কোনে কষ্টের মাঝেও যেন হাসি ফুটে থাকে এবং মিষ্টি হাসি দিয়ে বলে কোন সমস্যা নাই,আমি তো বেঁচে আছি। বেঁচে থাকা পর্যন্ত এই সুপারহিরোটা কাজ করে যায়। সারাটা জীবন কষ্ট করেছে, কখনোই যেন অভিযোগ করে না যে তোমাদের জন্য আমি এটা কষ্ট করি।


এই পৃথিবীতে যাদের বাবা বেঁচে রয়েছে তারা সত্যিই অনেক বড় ভাগ্যবান। কারণ এই পৃথিবীতে তার মাথার উপরে একটি বটগাছ রয়েছে। আর যে বটগাছটি হাজার ঝড় বৃষ্টির মাঝেও তাকে ছায়া দিয়ে রাখে। কখনোই তাকে কষ্ট দিতে দেয় না। শত কষ্টের মাঝেও যেন তাকে বুকের ভিতর আগলে রাখে। সকল কিছুতেই সাপোর্ট করে। আসলে বাবা নামক এই বটগাছটি আমাদের জীবনে অনেক মূল্যবান। আমাদের জীবন থেকে যখন এই বাবা নামক বটগাছটি হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি জীবন কতটা কঠিন। কিভাবে পথ চলতে হয়, প্রতিটা পদে পদে তখন আমরা বুঝতে পারি বাবা আমাদের কতটা মূল্যবান ছিল এবং বাবা বেঁচে থাকলে আমরা কতটা সহজ ভাবে জীবন যাপন করতে পারি। তাই বাবা নামক বট গাছটি বেঁচে থাকা অবস্থায় আমাদের মূল্য দিতে হবে। তাদেরকে ভালোবাসতে হবে। শুধু আজ বাবা দিবস বলেই তাদেরকে ভালোবাসবো আর দিনগুলোতে ভালবাসবো না সেটা কখনোই হবে না।


father-2212101_1280.jpg

source

আসলে বছরে একদিন বাবা দিবস, এই দিনে আমরা দেখতে পাই সকলেই তার বাবাদের সাথে ছবি উঠে পোস্ট করে। আর অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে থাকে। যে বাবাকে নিয়ে আমার স্বপ্ন বাবাকে নিয়ে অনেক কল্পনা, এরকম অনেক স্ট্যাটাস আমরা দেখতে পাই। এভাবে যেন বাবা দিবসটা পালিত হয়। এভাবে বাবা দিবস পালিত হলেও বাবাদের সম্মান করা হয় না। আসলে বছরে একটি দিন কেন বাবারা আমাদের জন্য হাজার বছর কষ্ট করেছে এবং কষ্ট করে। তারা মৃত্যু পর্যন্ত কষ্ট করে। আর বাবাদের আমরা একটি দিনই শুধু এভাবে ভালোবাসবো প্রকাশ করে শেষ করে দেয়। বাবা দিবস হিসেবে পালন করি।এটা কখনোই বাবাদের সম্মান করা হয় না।


তাই বাবাদের আমরা সম্মান করবো প্রতিটা দিন ও তাদের ভালোবাসবো। তারা যেমন ছোটবেলা আমাদেরকে আদর যত্ন করে বড় করেছে, আমরাও যেন বড় হয়ে তাদেরকে সেভাবে আদর যত্ন করি। আসলে বাবাদেরও অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, তাদের সন্তানদের আদর এবং ভালোবাসা পেতে। তাই বাবা দিবসে প্রতিটা বাবাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং প্রতিটা বাবা যেন আনন্দের সাথে হাসিখুশি ভাবে জীবন পার করতে পারে তাদের সন্তানের সাথে,এই দোয়া করি। তাই আবারো প্রত্যেকটা বাবাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি ও তাদের প্রতি রইলো মনের গভীর থেকে ভালোবাসা।

আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

প্রতিটা বাবা সন্তানদের জন্য এবং পরিবারের জন্য যে কষ্টটা করে সেই কষ্ট যদি সন্তানটা ছোটবেলায় বুঝতে পারতো তাহলে বাবাদের আর এত কষ্ট করতে হতো না। আমরা না বুঝে বাবাদের কাছে অনেক কিছু আবদার করলেও তারা সেগুলো শত কষ্ট হলেও পূরণ করার চেষ্টা করে। আসলে বাবারা যতক্ষণ সন্তানের মাথার উপর আছে ততক্ষণ সন্তানের আর কোন কিছু চিন্তা করতে হয় না। এই ছায়া যখন মাথার উপর থেকে চলে যায় তখনই বাবার শূন্যতা অনুভব করা যায়। ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে ভাইয়া।

 last year 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 last year 

বাবা দিবস উপলক্ষে আপনার লিখনীটি দারুন ছিল 👌।
বাবা ছাড়া সত্যিই সবকিছু অন্ধকার, আর যার বাবা নেই তার মাথার উপর ছায়া নেই। বাবা হলেন সেই ব্যাক্তি যিনি আজীবন পরম মমতায় আগলে রাখেন।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

 last year 

বাবা দিবসকে সামনে রেখে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।সত্যি বাবা আমাদের মাথার উপর ছায়ার মতো।বাবাকে একটি দিনে নয় বরং সব সময় বাবার খবর নেয়া,বাবাকে সময় দিয়ে পাশে থাকতে হবে।বৃদ্ধ বয়সে বাবাকে আগলে রাখতে হবে।তবেই বাবা দিবসটি সার্থক হবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ব্লগটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু

 last year 

আপনি ঠিক বলেছেন ভাইয়া, আমরা কেউই বাবার অবদান কখনো দিতে পারবো না। যাদের নাই তারাই বুঝে তার ব্যথা।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

বাবা দিবস উপলক্ষে সকল বাবার প্রতি সশ্রদ্ধ সালাম ও আন্তরিক ভালবাসা রইল। বাবা দিবস উপলক্ষে আপনি খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন যা পড়ে খুবই ভালো লাগলো। সত্যি বাবা নামক এই বট গাছের ছায়া যার মাথার উপর রয়েছে সে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আর যে এই বট গাছের ছায়া হারিয়েছে তার মত হতভাগ্য বোধহয় আর কেউ হতে পারে না। তাই সময় থাকতে বাবার অফুরন্ত ভালোবাসার মূল্যায়ন করা উচিত। অনেক অনেক ধন্যবাদ ভাই, বাবাকে নিয়ে সুন্দর কিছু কথা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 last year 

বাবা দিবসে সকল বাবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।।
অনেক সুন্দর কিছু কথা গুছিয়ে উপস্থাপন করেছেন পড়ে খুবই ভালো লাগলো।।
আসলে বাবার অভাব কিছু দিয়েই কখনো পূরণ করা সম্ভব নয়।।
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 last year 

বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। বাবা মানে একটি সন্তানের কাছে বট বৃক্ষের মতো ছায়া। বাবা মানে একটি সন্তানের কাছে তার সুপারহিরো। বিশ্ব বাবা দিবস নিয়ে সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনার মতামতের পেয়ে খুবি ভালো লেগেছে

 last year 

বাবা সে তো এক বিশাল বটবৃক্ষ আর তার ডালা পালা জুড়ে আমরা সকল সত্নান সুখে থাকি ৷ বাবা মানে পুজো কিংবা ঈদে নিজে কোনো কিছু না নিয়ে সত্নানের জন্য যত কেনাকাটা ৷ আসলে বাবা কে নিয়ে লিখলে কখনো শেষ হবার নয় ৷ অনেক সুন্দর ছিল বাবাকে নিয়ে এমন সুন্দর একটি ইউনিক ব্লগ ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 last year 

বাবা দিবস উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া। বাবারা সব সময় আমাদের সাথে ছায়া হয়ে থাকে। নিজে কষ্ট করেও সন্তানের মুখে হাসি ফোটায়। কিন্তু সন্তানেরা কতটুকু পারে বাবার জন্য করতে!! বাবাদের ঋণ কখনো শোধ করা যাবে না। পৃথিবীর সকল বাবাদের জন্য রইল শ্রদ্ধা ও ভালোবাসা।

 last year 

অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56160.19
ETH 2367.48
USDT 1.00
SBD 2.31