অ্যাকোয়ারিয়ামের মধ্যে সৌন্দর্যময় মাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

অপরূপ সৌন্দর্যময় এই মাছের দৃশ্য গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। আজকে আমি সিরাজগঞ্জের অ্যাকোরিয়ামে মাছের বড় একটি দোকানে এসেছি এবং এই দোকানে পাখিও রয়েছে। একটি রুমে বিভিন্ন মাছ রয়েছে।সেখানে অ্যাকোরিয়ামের মধ্যে খুবই সুন্দর সুন্দর মাছ হয়েছে। এই মাছগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। আর বেশিরভাগ গোল্ডেন ফিস আর, এই গোল্ডেন মাছের বিভিন্ন জাত রয়েছে। এই মাছগুলো দেখে মুগ্ধ হয়ে কিছু ফটোগ্রাফি করেছি। আসলে আমরা এই মাছ গুলো পালন করে থাকে সখের বসে। বেশিরভাগ রুমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এগুলো রাখা হয়। তাই মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আর এই সৌন্দর্যময় গোল্ডেন ফিস কিছু ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম মআশা করছি ভাল লাগবে।


IMG_20230512_110052.jpg

IMG_20230512_110158.jpg

location

প্রথমে আমি বড় একটি অ্যাকোরিয়াম এর মধ্যে সৌন্দর্যময় কিছু গোল্ডেন ফিস দেখতে পেলাম। আর এই গোল্ডেন ফিস গুলো অনেক বড় ছিল। সত্যিই গোল্ডেন ফিস গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এই মাছগুলো খুব যত্নসহকারে অ্যাকেরিয়ামের মধ্যে রাখা হয়েছে। যা দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লাগলো।


IMG_20230512_110107.jpg

IMG_20230512_110241.jpg

location

তারপরে আমি দেখতে পেলাম ছোট জাতের গোল্ডেন ফিস। আর এই ছোট জাতের গোল্ডেন ফিসকে বলা হয় টেলিস্কোপ গোল্ডেন ফিস। সত্যিই টেলিস্কোপ গোল্ডেন ফিস গুলো দেখতে খুবই ভালো লাগলো। এগুলো যেন খুবই দ্রুত ছুটে চলছিল। সত্যিই মাছগুলো দৃশ্য দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই আমি এই মাছগুলোর দৃশ্য ভালোভাবে উপভোগ করতেছিলাম।


IMG_20230512_110212.jpg

IMG_20230512_110134.jpg

location

বড় জাতের গোল্ডেন ফিসের অনেক জাত রয়েছে। মানে বড় জাতের গোল্ডেন ফিস এর কিছু কালার রয়েছে। একটি আমি গোল্ডেন বেশি দেখতে, পেলাম অন্যটি যেন সিলভার কালার। সত্যিই এই সাদা রঙের মাছ অসাধারণ দখতে।সেই মুহূর্ত উপভোগ করতে পেরে খুবই ভালো লাগতে ছিল। তাই আমি বারবার এই মাছ গুলোর ফটোগ্রাফি করতে ছিলাম।


IMG_20230512_110337.jpg

IMG_20230512_110146.jpg

location

তারপরে আমি আরেকটি গোল্ডেন ফিস দেখতে পেলাম। এই গোল্ডেন ফিস এর নাম ধুমকেতু গোল্ডেন ফিস। সত্যি ছোট জাতের এই গোল্ডেন ফিস গুলো খুবই সুন্দর আর এগুলো যেন খুব দ্রুত ছুটে চলছিল। আসলে এই মাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এই মাছগুলো যখন পানির ভিতর ছুটি চলছিল সেই মুহূর্তটাকে আরো বেশি ভালো লেগেছে।


IMG_20230512_110314.jpg

IMG_20230512_110225.jpg

location

আরেকটি মাছ আমি দেখতে পেলাম রূপচাঁদার মতো দেখতে। কিন্তু এগুলো অনেক ছোট, আর এই মাছ গুলোকে বলা হয় এঞ্জেল ফিস। সত্যি এঞ্জেল ফিস গুলো আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর আর এই মাছগুলো যখন পানির ভিতর ছুটি চলছিল। সেই মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করেছি। তখন খুবই ভালো লেগেছে। আসলে এই মাছের দোকানে এসে সৌন্দর্যময় কিছু মুহূর্ত উপভোগ করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে।


সিরাজগঞ্জের এই বড় অ্যাকোরিয়ামের মাছের দোকানে আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন জাতের মাছ আমি দেখতে পেলাম। আর এই মাছগুলোর কেনার চাহিদা অনেক বেশি। আসলে এই মাছগুলোর দামও অনেক বেশি। তারপরেও সকলেই যেন শখেরবশে মাছ কিনছে। আমার আজকে এই মাছগুলো দেখে খুবই ভালো লাগলো। তাই আমারও মাছ কেনার ইচ্ছা জাগল। আমি পরবর্তীতে মাছ কিনে আপনাদের সাথে আবারো শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আশা করি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণফটোগ্রাফি।
ক্যমেরা মডেলনোট ৬ প্রো
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

একুরিয়ামের মধ্যে এরকম মাছ গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার পোষ্টের মাধ্যমে আজকে বিভিন্ন রকমের মাছের ফটোগ্রাফি দেখলাম। বিশেষ করে আমার কাছে এঞ্জেল ফিস গুলো দেখতে খুবই ভালো লেগেছে। গোল্ডেন ফিশগুলোও চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

আমার কাছে খুবই ভালো লাগে অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকার সৌন্দর্যময় মাছগুলো দেখতে। আপনি সৌন্দর্যময় মাছগুলোর অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি তো চোখ ফেরাতে পারছি না। ইচ্ছে করছে কয়েকটা মাছ ধরে নিয়ে আসতে। মাছগুলো খুবই সুন্দর বিভিন্ন কালারের হওয়ার কারণে অ্যাকোয়ারিয়াম এর মধ্যে দেখতে একটু বেশি ভালো লাগে।

 last year 

মতামতের জন্য ধন্যবাদ ভাই

 last year 

অ্যাকোরিয়ামে থাকা মাছগুলো আমার অনেক ভালো লাগে দেখতে। বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের মাছ গুলো ভীষণ সুন্দর হয়। আমাদের কক্সবাজার জেলাতে ও সুন্দর একটি মাছের অ্যকোরিয়াম আছে অনেক বার দেখেছি আমি। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি গুলো অ্যাকোরিয়াম থেকে সংগ্রহ করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু

 last year 

মাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এত সুন্দর মাছগুলো সুন্দর করে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লেগেছে ভাইয়া। এরকম সুন্দর মাছ দেখলেও অনেক ভালো লাগে। অ্যাকোয়ারিয়ামের মধ্যে সৌন্দর্যময় মাছের ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

এতো সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু

 last year 

সুন্দর কিছু মাছের ফটোগ্রাফি দেখতে পেলাম ভাইয়া। বেশ ঝকঝকে ফটোগ্রাফি করেছেন। এক গোল্ডেন ফিশ কতরকম জাত আছে । আমার কাছে প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে।তবে এঞ্জেল ফিশ এর ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 last year 

এক্যুরিয়ামের মধ্যে মাছ দেখতে সুন্দর লাগে। ছোট ছোট মাছগুলো অনেক সুন্দর খেলা করে। আমারও খুব শখ এক্যুরিয়ামে মাছ রাখা। গোল্ডেন ফিসগুলো দেখতে সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

অ্যাকোয়ারিয়ামের মাছ আমার এমনিতেই খুব প্রিয়। কারণ এখানে রংবেরঙের অসংখ্য মাছ দেখা যায়। অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য অনেক বেশি থাকে। কিন্তু মাছগুলো বন্দি থাকে এজন্য ভীষণ খারাপ লাগে। সমুদ্রে যেমন মাছ উন্মুক্ত, তেমনটাই আমার ভালো লাগে।

 last year 

মতামতের জন্য ধন্যবাদ

 last year 

অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকা বিভিন্ন প্রজাতির মাছের ফটোগ্রাফি করে আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই সমস্ত বিদেশী মাছগুলো আমার খুবই ভালো লাগে। অবশ্য আমারও ইচ্ছে রয়েছে এই জাতীয় মাছ গুলো পৌঁছার জন্য, তবে আমাদের মুস্তাফিজুর প্রায় পুষে থাকে, তার থেকে আমি অনেক পরামর্শ নিয়েছি তবে আজ পর্যন্ত চাষ শুরু করার সুযোগ হয়নি। তবে আপনার ফটোগ্রাফি এবং উপস্থাপনা দেখে খুবই আন্তরিকতা সৃষ্টি হলো এই মাছের প্রতি।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76338.99
ETH 2965.83
USDT 1.00
SBD 2.62