সাঁতার শেখানো নিয়ে বাবার সাথে স্মৃতিময় গল্প//পর্ব-১
বাবা মানে বেঁচে থাকার অনুপ্রেরণা, বাবারা সন্তানকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আর ছোটবেলা এই বাবারাই সন্তানকে কাঁধে করে মানুষ করে। আসলে বাবারা ছোটবেলা থেকেই সন্তানকে অনেক বেশি ভালোবেসেই, আদর যত্নে মানুষ করে মযার কারণে কখনোই তাদের কষ্ট পেতে দেয় না। বট গাছের ছায়ার মত সবসময় আমাদের সকল কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাই ছোটবেলা আমরা কম বেশি সবাই বাবার কাছে সাঁতার শিখেছি। আমিও আমার বাবার কাছে থেকেই সাঁতার শিখেছি। আর বাবা আমাকে অনেক আদর করতেন, কাঁধে করে আমাকে নিয়ে যেতেন সব জায়গায়। আসলে বাবার আদর আমি কখনোই ভুলতে পারবো না। বাবা আমার জীবনের একটি অনুপ্রেরণাম বাবা আমার বটগাছ ছায়া। আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। তাই আজকে আমি আপনাদের সাথে আমার বাবারকে নিয়ে একটি গল্প শেয়ার করতে এসেছি। বাবা আমাকে কিভাবে সাঁতার শিখিয়েছেন সেই মুহূর্তের গল্পটি স্মৃতির পাতায় থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত।
আমাদের বাড়ির পাশে একটি বড় পুকুর রয়েছে। এই পুকুরে অনেক মাছ চাষ করা হয়। আর এই পুকুরের পানি অনেক ভালো। এখানে সবাই এসে গোসল করে। আমি প্রতিদিন তাদের গোসল করার দৃশ্য গুলো দেখতাম। আসলে এই গোসল করার দৃশ্য দেখে আমারও খুব গোসল করতে ইচ্ছা করত। আমিও তখন পুকুর পাড়ে নামতাম কিন্তু তখন আমি ছোট ছিলাম এবং নামতে অনেক ভয় পেতাম। বাবা তখন দেখল যে আমি তো পুকুরপাড়ে নামছি, আমার বিপদ হবে। তাই বাবা বলল যে তোমাকে আমি কালকে থেকে সাঁতার শেখাবো। তখন আমার খুবই ভালো লাগলো।কারণ সাঁতার শেখার পর এই পুকুরের ভিতরে আমি গোসল করতে পারব। সেজন্য আমি অনেক আনন্দিত হলাম। বাবা তার পরের দিন আমাকে নিয়ে পুকুর পাড়ে আসলো।
পুকুর পাড়ে এসে আমার খুবই ভালো লাগলো কারণ পুকুরপাড়ে এসে আমি পুকুরের পানি যেন হাত দিয়ে নাড়াচাড়া করতে ছিলাম। সত্যি সেই মুহূর্তটা অনেক আনন্দ ছিল। আমি অনেক খুশিতে ছিলাম। বাবা তখন পুকুরপাড়ে নামলো এবং বাবার পায়ে তখন একটি কি জানো বাজতে ছিলো। বাবা বলল দাড়াও একটু আমার পায়ে যেন কি বাজছে। বাবা পায়ে নিজে হাত দিয়ে দেখতে পেল একটি বড় মাছ। আর এই পুকুরে আমাদের আসলে মাছ চাষ করা হয়। যার কারণে এই মাছগুলো সবসময়ই এই পুকুরের ভিতরে পাওয়া যায় এবং পায়ের কাছে এসে যেন লাফালাফি করতে থাকে। বাবার হাত দিয়ে একটি মাছ ধরল সেই দৃশ্যটি আমার খুবই ভালো লাগলো। আমি সেই মাছ নিয়ে খেলতে লাগলাম।
তারপরে আমি পুকুরের মধ্যে যখন নামলাম সাঁতার শেখার জন্য, খুবই ভালো লাগতেছিল। বাবা আমাকে ধরে থাকো আমি পাও দিয়ে সাঁতার শেখার চেষ্টা করতেছিলাম। এভাবে অনেক সময় চলে গেল। বাবা আমাকে যখন একবার ছেড়ে দিয়েছে তখন আমি ডুবে গিয়েছিলাম এবং অল্প একটু পানিও খেয়েছিলাম। খুবই খারাপ লাগছিল। তখন বাবা বলল ঠিক আছে আজকে অনেকটাই হয়েছে, বেশি সময় পানিতে থ্কা যাবে না, আবার পরের দিন শিখাবো।
আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
ঠিক বলেছেন ভাইয়া বাবা হল বেঁচে থাকার আরেকটা অনুপ্রেরণা। বাবার হাতে ধরে আমরা ছোটবেলা থেকে অনেক কিছু শিখেছি। তবে বিশেষ করে সাঁতার টা কিন্তু বাবাদের কাছ থেকেই শেখা হয়। তাইতো আপনার আগ্রহ দেখে আপনার বাবা আপনাকে সাঁতার শেখানোর সিদ্ধান্ত নিল। পানি তো খেয়ে ফেললেন, অবশ্য সাঁতার শিখতে সবাই পানি খায়। আপনার পরবর্তী সাঁতার শেখার পোস্টের অপেক্ষায় রইলাম ভাইয়া।
অনেক ভালো লেগেছে আমার আপনার মতামত পেয়ে
ভাই আপনি সাঁতার শেখানো নিয়ে বাবার সাথে স্মৃতিময় গল্পর কথা আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার লেখা গল্পটি পড়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি আমার বাবার সাথে ঠিক এভাবেই সাদা শিখেছিলাম। সন্তানেরা সবাই বাবার হাত ধরে সাঁতার শিখে থাকেন। পুকুরের মাছ লাফালাফি করছিল আপনার বাবা মাছ ধরছিল এটা আসলে অনেক সুন্দর একটা মুহূর্তের বিষয় ছিল। সাঁতার কাটার জন্য কোন বাবা তার সন্তানকে একা ছেড়ে দেয় না।সাঁতার শেখানো নিয়ে সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার মতামতের পেয়ে খুবি ভালো লেগেছে
আসলে বাবা হচ্ছে আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। কিন্তু যাদের বাবা নেই তারা কিরকম কষ্টে রয়েছে এটা ভালো করেই আমার জানা আছে। আসলে আমি কয়েক বছর আগে আমার বাবাকে হারিয়েছি তাই কিছুই ভালো লাগেনা আগের মত। আপনার বাবা আপনাকে অনেক যত্ন সহকারে সাঁতার শেখানোর জন্য নিয়ে গিয়েছিল। কিভাবে সাঁতার সম্পন্ন করলেন তা পরবর্তী পর্বে দেখার জন্য অপেক্ষায় থাকলাম।
এতো সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাই