❝মুরগির মাংস দিয়ে মজাদার খিচুড়ি ভুনা রেসিপি❞ By mohamad786 [10% Beneficiary @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আমরা অনেকেই মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা খেতে পছন্দ করি। তবে আমি আগে খিচুড়ি খেতে পছন্দ করতাম না। আজ থেকে প্রায় দুই বছর আগে থেকে আমি খিচুড়ি খাওয়া শুরু করেছি। এখন ভুনা খিচুড়ি আমার খুবই পছন্দের। বিশেষ করে মাংস দিয়ে যদি খিচুড়ি ভুনা করা যায় তাহলে তো কোন কথাই নেই। যাই হোক আমি আজ আপনাদের মাঝে মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা রেসিপি তুলে ধরার চেষ্টা করব।আশাকরি রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরতে পারবো। তো চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক....


IMG_20220809_133926.jpg

Picsart_22-06-19_17-14-20-812.jpg

উপাদানপরিমাণ
মুরগী১টি।
চাউল১ কেজি ।
মসুরের ডাল২৫০ গ্রাম।
পেঁয়াজ কুচি৭ টি।
কাঁচা মরিচ কুচি৮টি।
মরিচের গুঁড়াপরিমানমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
জিরা গুঁড়াপরিমানমতো।
আদা বাটাপরিমানমতো।
রসুন বাটাপরিমানমতো।
লবণপরিমানমতো।
সয়াবিন তেলপরিমানমতো।
তেজপাত২টি।
সাদা এলাচ৪টি।
কালো এলাচ২টি।
দারচিনি২টি।

Picsart_22-06-19_17-36-37-094.jpg

পর্ব-১

IMG_20220316_213210.jpg

মুরগির মাংস কষানো জন্য প্রথমেই মুরগির মাংস গুলো সকল উপকরণ দিয়ে মাখিয়ে নিলাম।

IMG_20220316_213156.jpg

এরপর একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি সোয়াবিন তেল দিয়ে ভাজলাম।

IMG_20220316_213333.jpgIMG_20220316_213954.jpg

পেঁয়াজ কুচি এবং মরিচকুচি ভাজতে-ভাজতে যখন বাদামী রঙের হয়ে যাওয়ার পর এর মধ্যে মাখানো মুরগির মাংস গুলো দিয়ে দিলাম। এবং অল্প পরিমাণ পানি দিলাম।

IMG_20220316_215144.jpgIMG_20220316_215459.jpg

মুরগির মাংস গুলো একটু কষানোর পর এর মধ্যে আবার কিছু পরিমাণ পানি দিলাম। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

IMG_20220316_220432.jpg

মুরগির মাংস কষানো শেষ করলাম। এবং এটি এক জায়গায় রেখে দিলাম।

পর্ব-২
IMG_20220316_212057.jpgIMG_20220316_213237.jpg

এবার রান্নার দ্বিতীয় পর্বে আসি। প্রথমে চাউল এবং মসুরের ডাল ভালোভাবে ধুয়ে নিলাম।

IMG_20220316_214007.jpg

এরপর একটি পাতিলে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি সোয়াবিন তেল দিয়ে ভাজলাম।

IMG_20220316_214024.jpgIMG_20220316_214134.jpg

এবার শাওন এবং মসুরের ডাল পাতিল এর মধ্যে দিলাম।এবং মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া পরিমাণমতো দিলাম।

IMG_20220316_214310.jpgIMG_20220316_215725.jpg

এরপর সকল উপকরণ ভালোভাবে মাখিয়ে নিলাম এবং পরিমাণমতো পানি দিলাম।

IMG_20220316_220314.jpgIMG_20220316_220551.jpg

চাউল একটু ফেটে যাওয়ার পর এর মধ্যে কষানো মুরগির মাংস গুলো দিয়ে দিলাম।

IMG_20220316_220640.jpgIMG_20220316_221855.jpg

মুরগির মাংস গুলো চাউলের সাথে ভালোভাবে মিশ্রন করে নিলাম।

IMG_20220316_223158.jpg

মিশ্রন করার পর পাতেল দশ বারো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এভাবেই প্রস্তুত হয়ে গেল মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি।

Picsart_22-06-19_17-31-10-553.jpg

CamScanner 08-09-2022 13.31.jpg

আজ আমি আপনাদের মাঝে মজাদার মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা রেসিপি উপস্থাপন করলাম। রেসিপির প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার অনেক ভাল লাগেছে। আর হ্যাঁ খিচুড়ি ভুনা খেতে খুবই সুস্বাদু হয়েছিল।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝মুরগির মাংস দিয়ে মজাদার খিচুড়ি ভুনা রেসিপি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

এইরকম ভুনা খিচুড়ি রান্না আমার কাছে খুবই ভালো লাগে। আর মুরগির মাংস দিয়ে রান্না করলে তো কথাই নেই। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। কালারটা বেশ লোভনীয় লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মুরগির মাংস দিয়ে মজাদার খিচুড়ি ভুনা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। এধরনের খাবার খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আপনি খুবই সুস্বাদু ভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছেন ।যা দেখতে খুবই লোভনীয় লাগছে। আশা করি খেতে অনেক সুস্বাদু হবে।। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খিচুরি খেতে আমার দারুন মজা লাগে। আপনার মুরগির মাংস দিয়ে মজাদার খিচুড়ি ভুনা রেসিপি দেখে ইচ্ছে করছে এখনই টেস্ট করে আসি। কেমন স্ববদের হয়েছে আসলে খিচুড়ি দেখে আমি নিজেকে সামলাতে পারিনা। আমার ঠিক খেতে মন চায়।♥♥

 2 years ago 

মুরগির মাংস দিয়ে মজাদার খিচুড়ি ভুনা রেসিপি দেখেই জিভে পানি চলে আসলো। মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা আমার খুবই পছন্দের একটি খাবার। আপনি খুবই সুস্বাদু করে মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনার রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মুরগির মাংস দিয়ে মজাদার খিচুড়ি রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপি পরিবেশন করেছেন। দেখে শিখতে পারলাম, শুভকামনা রইল।

 2 years ago 

ভর দুপুর বেলায় এমন একটি রেসিপি উপস্থাপন করে আমাদেরকে লোভ লাগিয়ে দিবেন এমনটা কখনোই আশা করিনি। অনেক লোভনীয় ছিল ভাইয়া বিশেষ করে মুরগির মাংসের সাথে খিচুড়ি আমার কাছে অনেক বেশি মজা লাগে।

 2 years ago 

আপনি আমার খুবই পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন। মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা আমার কাছে ভীষণ ভালো লাগে। ধাপ গুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মুরগির মাংস দিয়ে অনেক চমৎকার খিচুড়ি ভুনা তৈরি করেছেন। খিচুড়ি ভুনা আমার অনেক প্রিয় আজ আপনার এই রেসিপিটি দেখে আমার একেবারে জিভে জল চলে এসেছে। আর আপনার কালার দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59928.39
ETH 2649.32
USDT 1.00
SBD 2.42