মিথ্যার কখনোই জয় হতে পারে না//পর্ব-১

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আমাদের সমাজ ব্যবস্থার মানুষের মন মানসিকতা দিন দিন যেন আরো খারাপ হয়ে যাচ্ছে। তাদের মনে শুধু খারাপ চিন্তা ভাবনা। একজনকে ঠকিয়ে আর একজন উন্নত করবে একজনকে ঠকিয়ে আর একজন বিজয় লাভ করবে এই চিন্তায় যেন সব সময় তাদের মাথার ভিতরে ঘুরতে থাকে। কিভাবে অন্যকে ঠকিয়ে নিজের ভালোভাবে চলা যায় সেটাই যেন পরিকল্পনা করে। আসলে সমাজ ব্যবস্থার প্রত্যেকটা মানুষ যদি সৎ ভাবে জীবন যাপন করতো, তাহলে সমাজব্যবস্থা কতই না সুন্দর হতো। কিন্তু একজনের ভালো আর একজন দেখতে পারেনা। কিভাবে তাকে মিথ্যার কারণে পরাজিত করা যায় এটাই যেন মানুষের মনের ভিতরে ঘুরতে থাকে। কখনোই নিজের চেষ্টায় সে সফলতা অর্জন করবে না, কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে সেই সফলতাকে ব্যর্থ করতে অন্যরা সব সময় চেষ্টা করে, কিন্তু সে সফলতার পেছনে ছুটে না, এটাই যেন আমাদের সমাজের মানুষের বর্তমান অবস্থা।


woman-7306978_1280.jpg

Source

আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কারণে অনেক সৎ ব্যক্তিও এই মিথ্যার জালে ভেসে যায় এবং তার জীবনে অন্ধকার নেমে আসে। আসলে মিথ্যা দিয়ে সত্যকে কখনোই চাপা রাখা যায় না, কিন্তু যেটুকু সময় সত্যকে চাপা রাখে সেটুকুই সময়ের মধ্যে কোন এক তরুণ ব্যক্তি সফলতার পথ ধ্বংস হয়ে যায়। আর এই সফলতার পথ ধ্বংস হওয়াই ছিল এইসব মানুষের প্রধান উদ্দেশ্য। সে নিজে সফলতা অর্জন করবে না কিন্তু একজনকে ব্যর্থ করতে তার সকল চেষ্টা কাজে লাগাবে। আসলে মানুষ একজনকে ব্যর্থ করে দিতে যতটুকু সময় ব্যয় করে সেই সময় যদি সৎ ভাবে নিজের জন্য করে তাহলে সে সফল হবেই, কিন্তু আমাদের সমাজের মানুষ সেটা করে না। আমরা শুধু যে উন্নত করছে সে কেন উন্নত করছে, তাকে কিভাবে নিচে নামানো যায় এটাই যেন পরিকল্পনা করি। আসলে আমাদের মন মানসিকতা দিন দিন যেন ছোট হয়ে যাচ্ছে। একজনের উন্নত দেখলেই আমাদের মনের ভিতর ঘৃণা হিংসা চলে আসে। তাকে কিভাবে এই উন্নত পথ থেকে ফিরিয়ে এনে আরো নিচে নামানো যায় সেটাই যেন সমাজের মানুষ ভাবতে থাকে।


তেমনি আমাদের গ্রামের রুবেল নামে এক বড় ভাই রয়েছে, তার বাবা-মা গরিব কিন্তু তার কম্পিউটারের প্রতি ও খুবই নেশা ছিল এবং সে কম্পিউটারে কাজ খুবই ভালো জানত। যার কারণে দীর্ঘ এক বছর সে সিরাজগঞ্জ শহরে কোন এক দোকান থেকে অনলাইনে কাজ সম্পর্কে ভালো এক আইডিয়া শিখতে পেরেছে এবং অনলাইনে কাজ করে সেই দিন দিন অনেক উন্নত হচ্ছে। এই উন্নতির পথ যেনই কাটা হয়ে দাঁড়ালো। তার বন্ধুদের কাছে, যখনই তার গ্রামের অনেক ভালো পরিবারের বন্ধুরা দেখতে পেল সেই দিন দিন আরো উন্নত হয়ে যাচ্ছে এবং তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে, তখনই যারা পরিকল্পনা করে কিভাবে এই রুবেলকে ধ্বংস করা যায়। তারা যদি রুবেলের পাশে দাঁড়াতো এবং রুবেলের কাছ থেকে আরো অনলাইনে কাজ শিখতো তাহলে রুবেল শেখাতো, কারণ রুবেল ছিল অনেক ভালো একজন মানুষ। আমিও সেই ভাইয়ের সাথে অনেকবার কথা বলেছি, কিন্তু তাদের মনে ছিল রুবেল যেন আর উন্নত করতে না পারে তাকে যেন ধ্বংস করা যায় এটাই ছিল তাদের পরিকল্পনা।


bonfire-1867275_1280.jpg

Source

রুবেল ভাই শহরে থেকে ভালো ভাবে কাজ শিখে গ্রামে চলে আসে এবং তাদের পরিবার খুবই ভালোভাবে চলতে ছিল, তার মধ্যে সে একটি বাড়িও করে দিয়েছে, আর এই বাড়ি করাতেই যেন গ্রামের মানুষের চোখে পড়ে গেল। তার বন্ধুদের আরো নজরে পড়ে গেল, তারা দেখল যে রুবেল তো অনেক টাকা কামাই করছে, কিভাবে ওকে ধ্বংস করা যায়। আসলে রুবেল ভাই আমাদের গ্রামের একটি বাজারে ছোট একটি দোকান নিয়ে,সেই দোকানে সে কম্পিউটার শেখানোর জন্য আরো কয়েকটি কম্পিউটার এবং সে তার একটি অফিসও করেছে। সেখান থেকে সে মোটামুটি ভালো ইনকাম করছে, এই সকল পরিকল্পনা তার বন্ধুদের সাথে শেয়ার করছে এবং তার বন্ধুদেরও কাজ শেখাবে বলে কথা দিয়েছিল। তাই তার বন্ধুরা কয়েকজন মিলে প্রতিদিন কাজ শিখতে আসতো।


তারা মূলত কাজ শিখতে আসলেও তারা রুবেলের পরিকল্পনা নষ্ট করার প্লান করতেছিল। আসলে নিজেরা উন্নত করবে না কিন্তু তার বন্ধু রুবেলকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনার যেন তারা মনের ভিতর আঁকতে ছিল। আর এই ছকের কারণেই রুবেল ভাইয়ের সাথে তারা অনেক বড় বিশ্বাসঘাতকতা করে। তারা পরিকল্পনা করে এই রুবেল ভাইয়ের দোকানের সকল কম্পিউটার চুরি করবে, আর না হলে সকল কম্পিউটার ভেঙে নষ্ট করে দিবে। এই সকল কম্পিউটার আবার কিনতে রুবেলের অনেক টাকা লাগবে সে হয়তো আর এগিয়ে যেতে পারবে না, এটাই ছিল তাদের পরিকল্পনা এবং সেকেন্ড পরিকল্পনা ছিল, যদি রুবেলকে মেরে হাত পা ভেঙ্গে দেওয়া হয়, তাহলে আর কাজ করতে পারবেনা, কিন্তু তার এক বন্ধু বলল না এই কাজটা করা যাবে না। তবে আমরা কম্পিউটার সব চুরি করতে পারি। এই পরিকল্পনাগুলো যেন তাদের মনের ভিতর ছিল।


তাই এক বৃষ্টিময় দিনে বাজারে সকল দোকান পাঠ বন্ধ ছিল। আসলে বাজারটা অনেক বড় ছিল না, যে সেখানে সিকিউরিটি গার্ড থাকবে, ছোট একটি বাজার ছিল যার কারণে বৃষ্টি হয় সেই রাতে কেউ ছিল না বাজারে।আর ওই রাতে সেই বন্ধুগুলো তার দোকানে ঢুকে ওই কম্পিউটারগুলো ভেঙে ফেলার প্রথমে পরিকল্পনা করে, তবে ভাবে যে ভেঙে ফেললেও এগুলো বেচে রুবেল আরও কিছু করতে পারে, যার কারণে সকল কম্পিউটার গুলোর ওই দোকান থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়। পরের দিন রুবেল ভাই দোকানে ভোরবেলা এসেই দেখে তার দোকানের শাটার গুলো সবই ভাঙ্গা। সে দেখে যেন মাথায় হাত দিয়ে বসে পড়ল, তো বন্ধুরা বাকি অংশটুকু আপনাদের সাথে আগামী পর্বে শেয়ার করব।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 5 months ago 

আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। হ্যাঁ ভাইয়া আমি ঠিকই বলেছেন মিথ্যা কখনো জয় হতে পারেনা। কারণ মিথ্যা জিনিস কখনো গোপন রাখা যায় না। কোনো না কোনো এক সময় এটা সবাই জেনে যায়। আর মিথ্যা আশ্রয় নিয়ে অনেক দূরে এগুনো কখনোই সম্ভব নয়। পোস্টটি দারুন ছিল। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ

 5 months ago 

শুধু সমাজব্যবস্থা কেন এদেশের রাষ্ট্রের ক্ষেত্রেও তেমনি। ভালো কিছু কেউ চাই না সব সময় মিথ্যার বেড়াঝালে সবকিছুকে আঁকড়ে ধরে রেখেছে। কেউ যখন ভালো কিছু করতে চাই তাকে ধ্বংস করে দেওয়ার জন্য চারপাশ থেকে উৎপেতে থাকে। যা আপনার গ্রামের ছেলে রুবেলের ব্যাপারে ঘটনা ঘটে গেল। চাইলে তো তারা রুবেলকে সহযোগিতা করতে পারত। কিন্তু তা না করে আরো উল্টোটা হয়ে গেল। যে যা করুক না কেন মিথ্যার কখনো জয় হতে পারে না।

 5 months ago 

আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ

 5 months ago 

আসলে আপনি সমাজের বাস্তবতাকে তুলে ধরেছেন। আমাদের সমাজে মানুষ নিজের যোগ্যতায় বড় হতে চায় না। কেউ বড় হলে তাকে আমরা কিভাবে টেনে নিচে নামাবো সেই চিন্তা গুলোই করি। আশা করছি এই মিথ্যা একদিন প্রকাশ পাবেই।কম্পিউটার গুলো চুরি হয়েছে জানতে পেরে খুব খারাপ লাগছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই

 5 months ago 

একদমই ঠিক বলেছেন। মিথ্যা কখনো জয়ী হতে পারে না। যতই সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ করার জন্য জোর প্রদান করা হয়, তখন কোন মতে এই মিথ্যার জয় হতে পারে না৷ এখন সব জায়গাতেই মিথ্যা কথা ও মিথ্যা পরিস্থিতি সৃষ্টি করে প্রতিনিয়তই সব কিছুকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে৷ যদি কেউ কোনো ভালো কাজ করতে চান তাহলে তাকে দমিয়ে দেওয়া হচ্ছে যা আপনার গ্রামের ছেলে রুবেলের সাথে ঘটে গেল৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে গল্পটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

গঠনমূলক মতামতের জন্য অনেক ধন্যবাদ

 5 months ago 

অনেক মানুষ আছে নিজের সফলতা অর্জন না করতে পারলে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। রুবেল ভাই ভালো পজিশন এবং সে ভালো কাজ জানে এই কাজগুলো অন্য লোকের কাছে ভালো লাগলো না। এই কারণে জঘন্য লোক গুলো তার ক্ষতি করার চেষ্টা করল। তবে এটাই সত্যি মিথ্যার জয় কখনো হয় না। সত্য একদিন উডাটন হয়ে যাবে। দেখি আপনার পরের পর্বে কি হয় সে অপেক্ষায় রইলাম।

 5 months ago 

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই

 5 months ago 

বর্তমান সময়ে অনেক মানুষ আছে কারো ভালো দেখলে তার ক্ষতি করার চেষ্টা করে। এবং মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করে। রুবেল ভাই দেখতেছি খুব ভালো একজন মানুষ। অথচ যেই বন্ধুগুলো তার ক্ষতিক করতেছে তারা একবারও চিন্তা করলো না এই লোকের কারণে তাদের উপকার হয়েছে। এটা শুনে খারাপ লাগলো তার দোকান রাত্রেবেলা ভেঙে কম্পিউটার গুলো নিয়ে গেল। আসলে এই লোকগুলো কারো বন্ধু হওয়ার চেয়ে শত্রু থাকাই ভালো। শত্রু থাকলে বলতে পারা যায় এই আমার শত্রু আমার ক্ষতি করতে পারে।আশা করি আপনার পরের পরবে কি ঘটে সেটা জানতে পারবো। তবে পর্বটি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে শেয়ার করবেন ভাইয়া।

 5 months ago 

আপনাকে আপনাকে ধন্যবাদ

 5 months ago 

মানুষ কতোটা খারাপ কতোটা নিষ্ঠুরতম হলে এমন কাজ করতে পারে।আসলে এরকম অহরহ সফল মানুষ অন্যের রোষানলে পড়ে জীবনের সব কিছু হারিয়ে পথে বসে।রুবেল এরকম একজন অসহায় ভুক্তভোগী। মানুষ গোপনে যতই মানুষের ক্ষতি করার চেষ্টা করুক না কেন তা অবশ্যই প্রকাশ্যে আসবেই।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43