নজরুল গীতি “ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ” By mohamad786 [10% Beneficiary @shy-fox❤️]

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু-আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।
হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।


আমি আজ আপনাদের মাঝে আরেকটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত এবং ঐতিহাসিক গজল “ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ”, নাতে রাসুলটি আমার নিজ কন্ঠে গেয়ে শোনাবো। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন প্রকৃত রাসুলপ্রেমিক এবং আশেকে রাসুল । তিনি আমাদের নবীর শানে অনেক গজল রচনা করেছেন। তারমধ্যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ গজলটি অন্যতম।আমি ব্যক্তিগতভাবে কাজী নজরুলকে অনেক ভালোবাসি এবং মহব্বত করি। তাই আমি তার লেখা বিখ্যাত নাতে রাসুল ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ গজলটি আজকে আপনাদের মাঝে গেয়ে শোনানোর চেষ্টা করব।

❝ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়,
আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়❞

“ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ”
কাজী নজরুল ইসলাম

ত্রি ভুবনের প্রিয় মুহাম্মদ
ত্রি ভুবনের প্রিয় মুহাম্মদ
এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়
আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
ধুলির ধরা বেহেশতে আজ
জয় করিল, দিল রে লাজ,
ধুলির ধরা বেহেশতে আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে
আজকে খুশীর ঢল নেমেছে
ধূসর সাহারায়;
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।
দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে
কচি মুখের শাহাদাতের
কচি মুখের শাহাদাতের
বানী সে শোনায়;
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়,
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।
আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী
দুনিয়া হতে বে-ইনসাফী
জুলুম নিল বিদায়;
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20211206_131715.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে❤️🌹🥰

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আমার অনেক পছন্দের নজরুলের এই গীতি। ছোটবেলা থেকেই আমি এই সঙ্গীতটি শুনে আসছি। যত শুনি ততই ভালো লাগে। আপনিও খুবই সুন্দর ভাবে এটি কভার করেছেন। আপনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর সঙ্গীত আশা করি শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

কাজী নজরুল ইসলামের ইসলামিক সংগীত গুলো শুনে মন ভরে যায়।

 3 years ago 

নজরুলের বেশির ভাগ গানই ইসলামি। নজরুলের এই সংগীতগুলো সারাজীবন মানুষের মুখে মুখে থাকবে।এই সংগীতগুলো যেন পুরাতন হয় না।আপনি তেমনি সৌন্দর্যের নজরুলের একটি ইসলামি সংগীত গেয়েছেন যা খুব ভালো লেগেছে আমার। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু এই গজল গুলো পুরাতন হয় না, শুধু বারবার শুনতে ইচ্ছে করে।

 3 years ago 

আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামিক সংগীত গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আসলে ইসলামী সংগীত গুলো শুনতে অনেক বেশি শ্রুতি মধুর হয়। অনেক সুন্দর ভাবে আপনি আপনার এই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।

 3 years ago 

কাজী নজরুল ইসলামের ইসলামিক সংগীত গুলো শুনে মন ভরে যায়।

 3 years ago 

কাজী নজরুল ইসলামের ইসলামিক সংগীত গুলো আমার খুবই ভালো লাগে। আমি এই ইসলামি সঙ্গীত মাঝেমধ্যে শুনি। আজকে আপনার কন্ঠে ইসলামী সংগীত শুনতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ইসলামী সংগীত কভার করলেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কাজী নজরুল ইসলামের ইসলামিক সংগীত গুলো শুনে মন ভরে যায়।

 3 years ago 

ভাই আপনার গাওয়া নজরুল গীতি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ গজলটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমি যখন আপনার গজলটি মনোযোগের সাথে শুনছিলাম তখন যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। খুবই ভালো লাগলো গজলটি শুনতে। এক কথায় অসাধারণ হয়েছে আপনার গাওয়া নজরুল গীতিটি। পরবর্তী সময়ে আরও সুন্দর সুন্দর গজল আমাদের মাঝে উপস্থাপন করবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ

 3 years ago 

ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গজল নিয়ে হাজির হওয়ার

 3 years ago 

প্রিয় কবির প্রিয় একটি গজল আমাদের মাঝে শেয়াত করেছেন আমার খুবই পছন্দের এটি আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন ধন্যবাদ।

 3 years ago 

কাজী নজরুল ইসলামের ইসলামিক সংগীত গুলো শুনে মন ভরে যায়।

 3 years ago 

আমিও ব্যক্তিগতভাবে কবি কাজী নজরুল ইসলামকে খুবই পছন্দ করি। তার লেখা গান গজল গীতি কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তার লেখা এই গজলটি আমার কাছে খুবই প্রিয় । আপনার গাওয়া এই গজলটি খুবই চমৎকার হয়েছে ভাইয়া, বিশেষ করে revarb যুক্ত করার কারণে শুনতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ।

 3 years ago 

কাজী নজরুল ইসলামের ইসলামিক সংগীত গুলো শুনে মন ভরে যায়।

 3 years ago 

কাজী নজরুল ইসলামের এই নাতে টি আমার সবথেকে বেশি পছন্দের। এই নাতে যতবারই শুনি ততবারই যেন মন ভরে না। বারবার শুনতে ইচ্ছে হয়। আপনি খুব সুন্দর ভাবে এই নাতে টি গেয়েছেন। আপনার কন্ঠে এই নাতে টি শুনতে খুবই ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কাজী নজরুল ইসলামের ইসলামিক সংগীত গুলো শুনে মন ভরে যায়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 115688.32
ETH 4470.38
SBD 0.86