“আমার ছোটবেলায় চাঁদনী রাতে ঘটে যাওয়া একটি ঘটনা ও চাঁদের কিছু ফটোগ্রাফি” By mohamad786 [10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

চাঁদ খুবই একটি রোমাঞ্চকর জিনিস। রাতের বেলায় পূর্ণিমার চাঁদ রোমান্টিক মুহূর্ত তৈরি করে দেয়। চাঁদ নিয়ে কবিগন বিভিন্ন রকম কবিতা লিখে গেছেন।বিখ্যাত একমানুসি লিখেছেন- “চাঁদ তার আলো দিয়ে আপনাকে সারারাত পথ দেখাবে , কিন্তু সে সর্বদা অন্ধকারে থাকতে পছন্দ করে”-শ্যানন অ্যাল্ডার।হ্যাঁ, আপনারা একদম ঠিক ভেবেছেন আমি আজ আপনাদের মাঝে চাঁদের কিছু অসাধারণ ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।চাঁদের কিছু সৌন্দর্য নিয়ে এবং আমার ছোটবেলার কিছু ঘটনা নিয়ে আমি এই পোস্টটি সাজিয়ে তোলার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে এখন শুরু করা যাক।


IMG-20220803-WA0004.jpg

চাঁদ দেখা দিলেই আমাদের মনে কত রকম কতইনা ভেসে ওঠে।আকাশের দিকে একটানা তাকিয়ে যখন চাঁদ দেখা হয়, তখন জীবনের বিভিন্ন ধরনের ঘটনা মনে পড়ে যায়।তখন মনে হয় আমি এক অন্য জগতে চলে এসেছি।বিশেষ করে ছোটবেলায় কাটানো দিন গুলোর কথা বেশি মনে পড়ে।জানিনা আপনাদের ঠিক কেমন লাগে, কিন্তু আমি যখন খোলা আকাশে চাঁদের দিকে একটানা তাকিয়ে থাকি তখন আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়।আমার ছোটবেলার একটি চাঁদনী রাতের গল্প আপনাদেরকে আজকে শোনাতে চাই।


IMG-20220803-WA0008.jpg

আজ থেকে প্রায় ১২ বছর আগে যখন আমি ক্লাস ওয়ানে পড়তাম।তখন আমি গ্রামের বাড়িতে থাকতাম।আমাদের পরিবারটা অনেক বড়। আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা ২৪ জন।আমরা পরিবারের সদস্যগণ এখনো একসাথে থাকি। এখন মাঝে মাঝে যখন আমরা সকলেই বাড়িতে যায় তখন সবাই একত্রিত হয়।যাইহোক, যখন আমি ক্লাস ওয়ানে পড়তাম তখন তো আমি অনেক ছোট ছিলাম। তাই তখন পড়াশোনার প্রতি অতটাও মনোযোগ ছিল না, খেলাধুলায় বেশি করেছি।একদিন বিকাল বেলায় পরিবারের সকল ছোট বড় ভাই বোন মিলে খেলাধুলা করলাম। খেলাধুলা শেষ করে মাগরিবের আযান দেওয়ার পর আমরা সকলেই হাত মুখ ধুয়ে যার যার ঘরে পড়াশোনা করতে বসলাম।

IMG-20220803-WA0009.jpg

আজ থেকে ১২ বছর আগে আমাদের দেশে তো লোডশেডিং এর খুবই সমস্যা ছিল। একবার যদি লোডশেডিং হতো তাহলে ২/৩ ঘণ্টা আর আসব না।তো ঐদিন সন্ধ্যাবেলায় ২০ মিনিট পড়াশোনা করার পরেই লোডশেডিং হলো।যখন লোডশেডিং হত তখন আমরা যারা ছোট ছিলাম তারা খুবই আনন্দিত হতাম। কারণ তখন আর পড়াশোনা করতে হতো না। যার যার মতো ঘর থেকে বের হয়ে এসে বাড়ির উঠোনে খেলাধুলায় ব্যাস্ত হয়ে যেতাম।ওই দিন সন্ধ্যায় লোডশেডিং হওয়ার পর আমরা বাড়ির সকলেই বাড়ির উঠোনে উপস্থিত হলাম।তখন আমার দাদা আমাকে বলল, ফয়সাল যা বসার কিছু নিয়ে আয়। তখন আমি বসার জন্য একটি মাদুর নিয়ে আসলাম। মাদুর নিয়ে আসার পর আমরা সকল ভাই বোন এবং আমার দাদা ওই মাদুরের উপর বসলাম। তখন আমার দাদা আমাদের বললো, যা তোরা তোদের বইখাতা নিয়ে আয়,আমি তোদের আজকে লেখাপড়া করাবো। তখন আমরা যার যার মত ছুটে গিয়ে বইখাতা নিয়ে আসলাম। বইখাতা নিয়ে আসার পর দাদা আমাদের কিছুক্ষণ পড়ালো।

IMG-20220803-WA0007.jpg

আমরা যে বাড়ির উঠোনে সবভাইবোন পড়তে বসলাম তখন কিন্তু আমরা কোন বাতি জ্বালিয়ে পড়ি নাই। কারণ ওই সন্ধ্যাটি ছিল চাঁদনী আলোতে ভরপুর। চাঁদের আলোতে আমাদের চারপাশে একদম আলোকিত হয়ে উঠেছিল। তাই তখন বাতির দরকার ছিল না। চাঁদের আলোতে আমাদের দাদা আমাদের কিছু সময় পড়ালো।চাঁদনী রাতে চারপাশে একদম চাঁদের আলোতে জ্বলজ্বল করছিল। সবকিছু একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তাই আমরা কিছুক্ষণ পড়াশোনা করার পরেই ছুটে চলে গেলাম খেলাধুলা করতে।

IMG-20220803-WA0003.jpg

তো ওই দিন চাঁদের আলোতে আমরা সবাই অনেকক্ষণ খেলাধুলা করে ছিলাম। ওই দিন রাতে আমাদের দাদাও আমাদের সাথে অনেক মজা করেছিল।সেই দিন রাতে আমরা ভাইবোনেরা বিভিন্ন ধরনের খেলা খেলেছিলাম। অনেক দৌড়াদৌড়ি করে ছিলাম।

IMG-20220803-WA0010.jpg

IMG-20220803-WA0005.jpg

গতকাল রাত দশটার দিকে যখন আমাদের এখানে লোডশেডিং হয়েছিল, তখন আমি কিছু সময়ের জন্য বাসার ছাঁদে গিয়েছিলাম। বাসার ছাদে গিয়ে দেখি আকাশে খুবই সুন্দর চাঁদ উঠেছে। চারপাশ একদম চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে।তখন আমি চাঁদের দিকে একটানে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। তো চাঁদের দিকে তাকিয়ে থাকার সময় আমার জীবনের অনেক ঘটনা মনে পড়ে গেল। বিশেষ করে ছোটবেলাশ কাটানো দিনগুলো আমার খুবই মনে পড়ে গেল।তখন মনে পড়া আমার ছোটবেলার অনেক ঘটনা গুলোর মধ্যে চাঁদনী রাতের একটি ঘটনা আমি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার অনেক ভাল লেগেছে।

Device:Samsung Note 10
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরাSamsung Note 10
ধরণ❝আমার ছোটবেলায় চাঁদনী রাতে ঘটে যাওয়া একটি ঘটনা ও চাঁদের কিছু ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলNote 10 (10x Zoom)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 
 2 years ago 

চাঁদনী রাতে অপরূপ সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন এবং সাথে গল্প সাধারণ ছিল। গল্পটি পড়ে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69253.24
ETH 2750.52
USDT 1.00
SBD 2.74