||ডিজিটাল আর্ট-৮|| ❝অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড়ের ডিজিটাল আর্ট ❞ By mohamad786 [10% Beneficiary @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

অনেকদিন পর আমি আজ আপনাদের মাঝে একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ডিজিটাল আর্টের শিরোনাম-“পাহাড়ের মনমুগ্ধকর পরিবেশে একটি মেয়ে বসে আছে”।বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে কোন ডিজিটাল আর্ট উপস্থাপন করা হয় না। তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে একটি ডিজিটাল আর্ট উপস্থাপন করি।আশা করি আমার তৈরি করা এই পাহাড়ের ডিজিটাল আর্টটি আপনাদের সবার অনেক ভালো লাগবে।তো আর দেরি না করে চালুন ধাপে ধাপে ডিজিটাল আর্টটি উপস্থাপন করি।

Picsart_22-05-28_14-39-55-272.png

ডিজিটাল আর্ট করতে আমার যা যা প্রয়োজন হয়েছেঃ

  • মোবাইল ফোন
  • Canva Apps
IMG_20220528_144140.jpgIMG_20220528_144151.jpg

প্রথমেই আমি ক্যানভা অ্যাপসে প্রবেশ করার পর হোমপেইজ আকাশের ছবি যুক্ত করলাম।এবং একটি পাহাড়ের ছবিও সংযুক্ত করলাম।

IMG_20220528_144201.jpgIMG_20220528_144211.jpg

এরপর দুটি ফুল গাছের ঝোপ সংযুক্ত করলাম।

IMG_20220528_144220.jpgIMG_20220528_144230.jpg

এবার নিচের অংশে ঘাসের ছবি সংযুক্ত করে দিলাম।

IMG_20220528_144239.jpgIMG_20220528_144248.jpg

এখন একটি বড় পাহাড়ি গাছ একপাশে যুক্ত করলাম।এবং বসে থাকা একটি মেয়ের ছবি ঘাসের উপর সংযুক্ত করলাম

IMG_20220528_144258.jpgIMG_20220528_144309.jpg

নিচের অংশে ছোট ছোট ঘাস দিয়ে পরিপূর্ণ করে দিলাম।

IMG_20220528_144317.jpgIMG_20220528_144326.jpg

দুইটি প্রজাপতির ছবি বড় গাছটির নিচে যুক্ত করলাম।এবং পাহাড়ের উপরে এক পাশে কিছু পাথর বসিয়ে দিলাম।

IMG_20220528_144333.jpgIMG_20220528_144341.jpg

এবার পাহাড়ের উপরে আরেকটি পাহাড়ি গাছের ছবি যুক্ত করলাম।এবং আকাশে মেঘের ছবি দিলাম।অবশেষে তৈরি হয়ে গেল অপরূপ সৌন্দর্যে ভরা একটি পাহাড়ের ডিজিটাল আর্ট।

উপস্থাপন👇

3_20220528_143653_0002.png

আমি আজ আপনাদের মাঝে অপরূপ সৌন্দর্যে ভরা একটি পাহাড়ের ডিজিটাল আর্ট উপস্থাপন করলাম।ডিজিটাল আর্টটি ক্যানভা অ্যাপস দিয়ে করা হয়েছে দেখে,ছবিগুলোর মধ্যে একটু দাগ দাগ আছে।ব্যক্তিগতভাবে ডিজিটাল আর্টটি আমার খুবই পছন্দ হয়েছে। আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড়ের ডিজিটাল আর্ট ❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

অপুরুপ সুন্দরে ভরা পাহারের দারুন একটি ডিজিটাল অংকন করেছেন আপনি খুবই দারুন হয়েছে এবং গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন,ক্যানভা দিয়ে আর্ট করার আইডিয়া আমিও আপনার কাছ থেকে পেয়েছিলাম।অনেক ভালো ভালো আর্ট করা যায় ।আপনার আর্ট ও খুবই সুন্দর হয়েছে

 2 years ago 
 2 years ago 

আপনার এই কাজগুলো আমার ভীষণ ভালো লাগে।
কি চমৎকার ফুটিয়ে তুলেছেন ছবিটি।
বেশ অপরুপ দৃশ্য এটি।
ভীষণ ভালো লাগছে।
দোয়া রইল ভাই।

 2 years ago 

অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড়ের ডিজিটাল আর্ট করেছেন অসাধারণ হয়েছে। এধরনের ডিজিটাল আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। ইউনিক আইডিয়া ছিলো। আপনার জন্য শুভ কামনা রইলো 🤲

 2 years ago 

আপনার আপনার ডিজিটাল আর্ট গুলো আমার বেশ চমৎকার লাগে, আজকে তো খুব সুন্দর করে অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড়ের ডিজিটাল আর্ট করেছেন, সত্যি যদি এমন দৃশ্যের মাঝে থাকতে পারতাম, কি যে ভালো লাগলো, যাইহোক আপনার উপস্থাপনা কিন্তু চমৎকার ছিলো, আর এতো সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে প্রত্যেকটা পাহাড় অপরূপ সৌন্দর্যে ভরপুর।পাহারের প্রাকৃতিক সৌন্দর্য গুলো সব সময় আমাকে মুগ্ধ করে। আপনি অত্যন্ত নিখুঁতভাবে ডিজিটাল আর্ট এর মাধ্যমে পাহাড়ের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। আর ঠিক এই কারণেই ডিজিটাল আর্টগুলো আমার কাছে এত প্রিয়। অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড়ের ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যদিও আপনি এটি কম্পিউটারের মাধ্যমে অঙ্কন করেছেন কিন্তু তবুও এটা দেখতে মনে হচ্ছে হয়তোবা এটা হাতে আঁকা হয়েছে, দারুন করেছেন ভাই।

 2 years ago 

ওয়াও অসাধারণ একটা দৃশ্য অংকন করলেন। আমিতো প্রথমে দেখে ভেবেছিলাম কোন ক্যানভাস এর মধ্যে জলরঙের আর্ট। প্রথমে দেখে বোঝা যাচ্ছে না যে এটা ডিজিটাল আর্ট। ডিজাইন টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের মাঝে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড়ের ডিজিটাল আর্টটি দারুণ হয়েছে। সুন্দর গাছ, ফুল, রাস্তা, প্রজাতির সমাহারে একটি মেয়ে বসে বই পড়ছে সব মিলে চমৎকার হয়েছে। অংকনের প্রতিটি ধাপ চমৎকারভাবে উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59634.42
ETH 3191.92
USDT 1.00
SBD 2.45