মিথ্যার কখনোই জয় হতে পারে না//পর্ব-৪

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

মিথ্যা দিয়ে কখনোই সত্যকে ঢেকে রাখা যায় না। হাজারো মিথ্যা দিয়ে সত্যকে আমরা ঢেকে রাখি, তবু এই সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। আর সেই সত্য সকলের সামনে চলে আসবে। আসলে আমাদের জীবনে আমাদের চলার পথে অনেক মিথ্যা আমরা বলে থাকি। সত্যকে লুকিয়ে রাখার জন্য, কিন্তু এই সত্য একদিন প্রকাশ পায়ই। তখন এই মিথ্যা গুলো আমাদের আরো লজ্জা দিয়ে থাকে, তাই সত্যকে কখনোই চাপিয়ে রাখা যায় না। এটা আমাদের প্রত্যেকেরই মাথায় আনতে হবে। সত্য একদিন প্রকাশ পাবেই, সেটা যত দেরি হোক না কেন। সত্য কখনোই লুকিয়ে রাখা যায় না। আমাদের সমাজে অনেক ঘটনার ঘটে গেছে, এই ঘটনাগুলো একদিন না একদিন প্রকাশ পেয়েছেই। হাজারো টাকা হাজারও মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না এই সত্যকে। তো বন্ধুরা আমি আপনাদের মাঝে সত্য নিয়ে যে গল্প শেয়ার করতেছিলাম সেই গল্পেরই শেষ পর্ব নিয়ে এসেছি। আশা করছি এই গল্পটির শেষ পর্ব পড়ে আপনাদের ভালে লাগবে।

woman-7306978_1280.jpg

Source

রুবেল ভাই যখন সুজন ভাইয়ের কাছে জানতে পারল। তার দোকান থেকে সকল কম্পিউটার চুরি করেছে তার প্রিয় বন্ধুরা। তখন রুবেল ভাই অনেকটাই হতবাক হয়ে গেল। বিশ্বাসই করতে পারছিল না, নিজের বন্ধুরা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। সে যেন চুপ হয়ে গেল, দুইদিন পরে চেয়ারম্যানের কাছে গেল, কারণ তার তো একদম নিঃস্ব করে দিয়েছে। তার বন্ধুরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে আর বন্ধু নিয়ে কিসের জন্য পড়ে থাকবে। প্রতিশোধ তারও দরকার আছে। তাই সে চেয়ারম্যানের কাছে গিয়ে বলল যে তার বন্ধুরা এভাবে চুরি করেছে। সুজন ভাই সাক্ষী রয়েছে।


চেয়ারম্যান সাহেব সুজন ভাইকে ডাক দিল সুজন ভাইয়ের মুখে সব শুনল। যে তার বন্ধুরাই তার দোকান থেকে চুরি করার পরিকল্পনা করেছিল এবং শেষমেষ ওরাই চুরি করেছে। চেয়ারম্যানকে সুজন ভাই বলল আমার কথা যদি ওদের বলে দেন তাহলে ওরা আমার ক্ষতি করতে পারবে। চেয়ারম্যান বলল তোমার কোন ক্ষতি হবে না, সুজন ভাই আর রুবেল ভাইকে বলল তোমরা বাড়ি চলে যাও। আমি এর ব্যবস্থা করছি, কিছুক্ষণ পরেই চেয়ারম্যান সাহেব গ্রামের পুলিশ পাঠিয়ে দিল রুবেল ভাইয়ের সেই সব বন্ধুদের বাড়িতে এবং যারা চুরি করেছে সকলকেই পুলিশ ধরে নিয়ে ইউনিয়ন পরিষদের নিয়ে গেল এবং ইউনিয়ন পরিষদের একটি রুমে তাদেরকে রাখা হলো। তারা বুঝতেই পারল না কিসের জন্য তাদের ধরেছে। তারা যেন বুঝতে পারছে না তারা কি অপরাধ করেছে।


bonfire-1867275_1280.jpg

Source

গ্রাম্য পুলিশ দিয়ে চেয়ারম্যান সাহেব ওদেরকে জিজ্ঞাস করল। তোরা কি চুরি করেছিস, নিজের মুখে স্বীকার কর। যদি স্বীকার করস তাহলে তোদের শাস্তি কম হবে এবং আমার কাছে প্রমাণ রয়েছে, আর যদি স্বীকার না করস তাহলে তোদেরকে থানায় পাঠিয়ে দেওয়া হবে, তারা প্রথমে স্বীকার করতে চাইলো না। গ্রাম্য পুলিশের লাঠির আঘাতে তারা সব বলে দিল এবং এর বিচার হলো ইউনিয়ন পরিষদেই সকল মানুষকে ডেকে এনে।চেয়ারম্যান সাহেব বলল পরের দিন সকালবেলা ইউনিয়ন পরিষদের বিচার হবে,তাই সকল গ্রামবাসীকে উপস্থিত থাকতে বলল।


গ্রামের সকল মানুষ উপস্থিত হলো, চেয়ারম্যান সাহেব বিচার শুরু করে দিলেন। বললেন তোরা তোদের বন্ধুর দোকানেই চুরি করেছিস। তোদের মনে একটু মায়া দয়া নেই। তোরা তো খুব খারাপ গ্রামের যত চুরি হয়েছে সকল তোরাই করেছিস। ওরা বলল যে না আমরা শুধু এটাই করেছি। আমাদের মনের হিংসা থেকে কিন্তু চেয়ারম্যান সাহেব বলল তোরা মনের হিংসা থেকে এই সহজ সরল ছেলেটির জীবন এভাবে শেষ করতে ছিলি। ওর কাছে দোকানে তিন লাখ টাকার কম্পিউটার ছিলো, সব তোরা ৪ জন ক্ষতিপূরণ দিবি। তোদেরএখনো জরিমানা দিতে হবে। সকল জরিপানা আদায় করা হলো ১০ দিনের মতো সময় নিয়েছিলো এবং বলল এখুন সবার সামনে কান ধরে উঠবস করবি। আর যদি জীবনে কোনদিন চুরি করিস তাহলে তোদেরকে কঠিন শাস্তি দিব। গ্রামে কোন চুরি হলে তোদের নাম দেওয়া হবে এবং তাদেরকে ক্যাম্পে সই নেওয়া হলো। যে আর জীবনে এরকম কাজ করবে না। যদি কোনরকম ক্ষতি হয় রুবেলের দোকানে কিংবা রুবেলের শারীরিকভাবে তাহলে ওরা দায়ী থাকবে। ওরা যেহেতু এই কাজ করেছে পরবর্তীতে কোন ক্ষতি করতে পারে। যার কারণে চেয়ারম্যান সাহেব এটা লিখিতে নিল।


চেয়ারম্যান সাহেবের বিচারে এলাকাবাসী সকলে অনেক খুশি। বিশেষ করে রুবেল ভাইয়ের পরিবার আরো বেশি খুশি, কারণ রুবেল ভাই অনেকটাই ভেঙ্গে পড়েছিল। তার এইভাবে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। যার কারণে রুবেল ভাই অনেক কৃতজ্ঞতা প্রকাশ করল চেয়ারম্যান এর কাছে। আর রুবেল ভাই নতুন করে তার ব্যবসা শুরু করলো। সে এখন সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েছে। আর এই সকল কিছু হয়েছে চেয়ারম্যানের কারণে এবং চেয়ারম্যানের সততার কারণে। যার কারণে গ্রামবাসীসহ অনেক এই চেয়ারম্যানের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং তাকে খুবই ভালোবাসে।আর চেয়ারম্যান বিচারের মধ্যেই বলেছিল মিথ্যা কখনোই জয় হতে পারে না। হাজারো চেষ্টা করলেও সত্যকে লুকিয়ে রাখা যায় না। একদিন সত্য প্রকাশ পাবেই, এর প্রমাণ রুবেলের মাধ্যমে আপনার সবাই দেখলেন।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 5 months ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে একদম বাস্তবিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন মিথ্যার কখনো জয় হতে পারে না। আজ আমাদের সমাজে অনেকেই আছে যারা প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথাবার্তা বলে মানুষের কাছে অনেক দামী সাজছে কিন্তু এই সাজ বেশি দিন থাকবে না। কারণ কথায় আছে সত্যা কথা কখনো চেপে রাখা যায় না। আরেক পর্যায়ে দেখা যায় যে মিথ্যুকরা একদম খুব নিকটে যেও জানো জয় পায় না। পোস্টটি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে ভাই বাস্তব ঘটনা আমাদের জীবনে প্রতিনিয়ত করে যাচ্ছে। একজনের ভালো আরেকজন দেখতে পারি না। যার কারণে এই হিংসা থেকে এরকম ঘটনা ঘটে যায়। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 5 months ago 

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি৷ একদমই ঠিক বলেছেন মিথ্যার কখনো জয় হতে পারেনা। যদি মিথ্যার আশ্রয় নিয়ে কোন কিছু করা হয় তবে সেটি স্বল্প সময়ের জন্য ভালোভাবে হতে পারে । তবে কখনো এটি সবসময় এর জন্য ভালো হবে না৷ একইসাথে মিথ্যা দ্বারা সত্যকে কখনো ঢেকে রাখা যায় না৷ যদি একবার সেই সত্য প্রকাশ পেয়ে যায় তাহলে মিথ্যার আর কোন দাম থাকে না। মিথ্যার মাধ্যমে মানুষজন যে সকল সফলতা অর্জন করছে সেই সফলতা বেশিদিন টিকে থাকে না৷

 5 months ago 

আসলে ভাই সত্য কখনো চাপা থাকে না। আপনি খুবই সুন্দর মন্তব্য করেছেন আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 5 months ago 

সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই৷ তা কখনো লুকানো যাবে না।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62907.89
ETH 3379.73
USDT 1.00
SBD 2.50