লাহেরু তাওয়া রেস্টুরেন্টে একদিন ।
আজ- ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন , দেখতে দেখতে শীতকালের কাছাকাছি চলে আসছে আমরা । আমাদের সবচেয়ে প্রিয় মধ্যে অন্যতম । মোটামুটি সকলের প্রিয় ঋতুটি। গত বেশ কিছুদিন ধরেয় মহু মহু বৃষ্টি পরতেছে চট্টগ্রামে । এই বৃষ্টি সিজনে আসলে ঘোরাঘুরি করতেও বেশ ভালো লাগে ।
এর পরিপেক্ষিতে গত পরশু দিন আমরা সিদ্ধান্ত নিলাম চট্টগ্রামের সবচেয়ে বেস্ট পাকিস্তানি খাবারের রেস্টুরেন্ট আমরা পাকিস্তানি বেস্ট আইটেমগুলো ট্রাই করবো । আমরা আসলে মূলত রাতে ডিনারের উদ্দেশ্যেই ওখানে যাওয়া ।
সত্যি বলতে আমার , বিরিয়ানি বা মশালাদার জাতীয় খাবার গুলো অনেক বেশি ভালো লাগে , কেননা এসব খাবার প্রতি আলাদা একটা টান ছোটবেলা থেকে ছিল । এরই উদ্দেশ্যে মূলত আমরা , কাবাব এবং চিকেন গ্রিল , লাচ্ছি, লেমন্ডি অর্ডার করি।
সত্যি বলতে খাবারগুলো বেশ অনেক অনেক মজা ছিল । বিশেষ করে , চিকেন টিক্কাটা অসাধারণ ছিল, আর সবচেয়ে ভালো লেগেছে যেটা এটার সাথে যে সস দিয়েছে , সেটা মুখে লেগে থাকার মত ছিলাম ।
আর আমার সাথে অনেকজন ছিল যার কিনা জাল খুবই প্রিয় , সস টা যেহুতু ঝাল ছিল সেহুতু খেতে আরো বেশি ভালো লেগেছে।
এরপর রেস্টুরেন্টের ইন্টেরিয়র এর কথা যদি বলি , ওটাও বেশ ভালো ছিল। আহামরি না হলেও মোটামুটি। তাই সব মিলিয়ে বলা যাই, অনেক ভালো ছিলো।
সবচেয়ে বেশি মজা লেগেছে কাবাব। এবার যদি দাম এর কথায় আসি তাহলে। বলতে হয়। দামটা তুলনামুলকভাবে অন্যান্য জায়গার থেকে কম ছিলো। আর টিক্কা টাও অনেক রিজেনাবল প্রাইসে ছিলো। যেটা আমার সত্যি ই ভালো লেগেছে।
আসলে দিন টা খুবই ভালো গেছে। সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
শীতকাল আমারও প্রিয় ভাইয়া। ঘরাঘুরি খাওয়া দাওয়া সব কিছুই করতে বেশ ভাল লাগে এই শীতকালে। আর বৃষ্টির দিনে এ ধরনের মজাদার খাবার খেতেতো সবারই ভাল লাগে। খাবারের ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুন ছিল। বেশ সুন্দর কিছু সময় কাটিয়েছেন রেস্টুরেন্ট এর। কাটানো সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
পাকিস্তানি রেস্টুরেন্টে খেতে আসলেই দারুণ লাগে। কারণ পাকিস্তানি খাবারগুলো খুবই সুস্বাদু লাগে। সাউথ কোরিয়াতে আমি যে সিটিতে ছিলাম,সেই সিটিতে বেশ কয়েকটি পাকিস্তানি রেস্টুরেন্ট ছিলো এবং প্রায়ই যাওয়া হতো সেই রেস্টুরেন্ট গুলোতে। যাইহোক খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে আপনারা জমিয়ে খাওয়া দাওয়া করেছেন। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শীতকাল সবকিছুর জন্য পারফেক্ট একটি সময়। রেস্টুরেন্ট টা দেখেই বোঝা যাচ্ছে অনেক পরিপাটি ও সুন্দর। খাবারের ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু ছিলএবং খাবারের দামটা অন্যান্য জায়গা থেকে কম ছিল।সব মিলিয়ে আপনারা সবাই বেশ মজা করলেন জেনে অনেক ভালো লাগলো।রেস্টুরেন্টে কাটানো সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।