(tomorrow) টুমোরো এনিমেশন মুভির রিভিউ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৬ই আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে (tomorrow) টুমোরো এনিমেশন মুভির রিভিউ শেয়ার করব।



Screenshot_20211011_201941_com.google.android.youtube.jpg
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

কয়েকদিন আগে আমি একটি এনিমেশন শর্ট ফিল্ম রিভিউ করার ক্ষেত্রে বলেছিলাম। আমাদের বাংলাদেশে তৈরিকৃত এনিমেশন মুভি টুমোরো নিয়ে আলোচনা করব। তাই আজ চলে এলাম এই টুমোরো এনিমেশন মুভিটির রিভিউ শেয়ার করতে।

মুভিটির রিভিউ শুরু করার আগে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার রাখা ভালো। এই মুভিটির কাজ শুরু হয়েছিল 2017 সাল থেকে। আর সেই হিসেবে বিবেচনা করতে গেলে মুভিটি সমাপ্ত করতে বেশ অনেক বছর সময় লেগেছে । আসলে লাগারই কথা, কেননা এই এনিমেশন মুভির গ্রাফিক্স গুলো এতই ভালো হয়েছে যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই এনিমেশন মুভি টা আমাদের বাংলাদেশের তৈরি। ও এই মুভিটি পুরস্কার পেয়েছে। আমার জানামতে দুইটা ভাষায় মুভিটিকে ডাবিং করা হয়েছে। তবে ভবিষ্যতে আরো কয়েকটি ভাষায় করা হবে। আমাদের দেশে এই প্রথম এরকম একটি এনিমেশন মুভি বানানো হয়েছে এটিকে দেখলে বোঝাই যাবে না যে এটা আমাদের বাংলাদেশের তৈরি। কেননা এটি আন্তর্জাতিক লেভেলের হয়েছে।


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ


নামটুমোরো (tomorrow)
পরিচালকমোঃ শিহাব উদ্দিন।
পুরস্কারকান ফেস্টিভ্যাল এ বিশ্বের সেরা পুরস্কার।
দৈর্ঘ্য২৫.৫২ মিনিট।
ধরনশিক্ষামূলক।
ভাষাবাংলা, ইংলিশ।
মুক্তির তারিখডিসেম্বর, ২০১৯ইং।

নাটকের সারসংক্ষেপ


Screenshot_20211011_202152_com.google.android.youtube.jpg

মুভিটির প্রথমে দেখানো হয় উত্তর মেরুর বরফ ভেঙে সমুদ্রের পানিতে পড়ছে। যার ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এরপর দেখানো হয় এই মুভিটির প্রধান চরিত্র রাতুলকে। যে কি না তার বাবার সাথে সাইকেলে করে আসছে। তার বাবা তাকে বলছে দেখো রাতুল কত সুন্দর প্রজাপতি , তোমার প্রজাপতি ভালো লাগেনা। উত্তরের রাতুল বলে না আমার প্রজাপতি ভালো লাগেনা, আমার গেম খেলতে ভালো লাগে। এরপর দেখা যায় কয়েকজন মুরুব্বী বন্যায় প্লাবিত কিছু অঞ্চলের মানুষদের দুর্দশার কথা বলছে। এরপর রাতুলের বাবা তাদেরকে জানাই যে, এই সবকিছুর জন্য আমরাই দায়ী। আমরাই আমাদের পৃথিবীটাকে ধ্বংস করছি। যদি এই পৃথিবীটাকে বাঁচাতে চায় তবে আমাদের সচেতন হতে হবে। সকলে মিলে একসাথে কাজ করতে হবে। আর এই সকল কথা গুলো সব মুরব্বিরা তেমন একটি পাত্তা দেয় না দিয়ে চলে যাই।

এরপর দেখা যায়, রাতুল তার বাবাকে বলছে আমাদের বাংলাদেশের যদি বসবাসের যোগ্য না থাকে তবে সেই অন্য দেশে চলে যাবে। এরপর রাতুল যখন রাতে ঘুমায় তখন সে স্বপ্ন দেখে বাতাসের বুড়ো তাকে ডাকছে।

Screenshot_20211011_202106_com.google.android.youtube.jpg
বাতাসের বুড়ো তাকে দেখাচ্ছে যে তোমার মত কিছু মানুষের জন্য অর্থাৎ যারা প্রকৃতিকে ভালোবাসে না তাদের জন্য পৃথিবীটা কিভাবে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। বাতাসের বুড়ো তাকে পুরো পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখায় । কিভাবে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ,অস্বাস্থ্যকর পরিবে, অপরিকল্পিত ব্যবস্থা ফলে আমাদের দেশের কিছু অঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। আর এরপর বাতাসের বুড়ো রাতুলকে দেখায় এক অন্য জগত যেখানে সবকিছু খুব সজীব, সুন্দর, স্বচ্ছ। এখন রাতুল বাতাসের বুড়োকে জিজ্ঞেস করে এটি কি আমাদের পৃথিবী। তখন বাতাসের বুড়ো তাকে বলে হ্যাঁ। এটি আমাদের পৃথিবী। যদি তোমার মত কিছু মানুষ প্রকৃতিকে ভালবাস তবে এমন পৃথিবী তৈরি করা সম্ভব। এর পর রাতুলের স্বপ্ন ভেঙে যায়।

রাতুল ঠিক করে যে সে তার পৃথিবীটাকে বাঁচাবে সে তার দেশটাকে বাঁচাবে। এর পর একটি সোশ্যাল মিডিয়াতে একটি

Screenshot_20211011_184312_com.google.android.youtube.jpg

সংগঠন তৈরি করে, সকলকে বোঝাই যে আমাদের পৃথিবী কিভাবে ধ্বংস হচ্ছে। এই সংগঠনে অনেকেই অংশগ্রহণ করে। এরপর এই বিষয়টি একসময় আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। এবং সকালের মধ্যে প্রকৃতিকে রক্ষার একটি প্রচেষ্টা, সচেতনতা তৈরি হয়। সকলে এমন সব কিছু ত্যাগ করে যেগুলো আমাদের প্রকৃতিকে ধ্বংস করতে পারে। আর এভাবে পৃথিবী পুনরায় আবার সজীব হয়ে ওঠে। এরপর 25 বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় রাতুল অনেক বড় হয়ে গিয়েছে ।
Screenshot_20211011_184426_com.google.android.youtube.jpg
সে এখন একটি কনফারেন্সে বক্তব্য প্রদান করছে। সেই পঁচিশ বছর আগের কিছু স্মৃতি মনে করে, কিভাবে সে এ পর্যায়ে এসেছে। আর এভাবেই এই মুভিটি সমাপ্তি ঘটে।

শিক্ষা


মুভিতে একটি শিক্ষামূলক মুভি। এখানে দেখানো হয়েছে আমাদের এই পৃথিবী কিভাবে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে উত্তর মেরুর সমস্ত বরফ গলতে শুরু করেছে যার ফলে সমুদ্রের পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এভাবে সমুদ্রের পানি বৃদ্ধির ফলে আমাদের দেশের মতো নিচু অঞ্চলগুলো এক সময় পানির নিচে তলিয়ে যাবে। এমন সব সম্ভাবনার কথা গুলো এই মুভিটিতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছাড়াও এসব সমস্যা সমাধানের পথ ও এই মুভির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কিভাবে আমরা আমাদের প্রকৃতি থেকে রক্ষা করতে পারব।

ব্যক্তিগত মতামত


এই এনিমেশন মুভিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে এরকম একটি মুভি আমাদের দেশে তৈরি হতে পারে। মুভিটি না দেখলে কেউ বুঝতে পারবেন না যে এর পিছনে কতটা পরিশ্রম দিতে হয়েছে। স থেকে বড় ব্যাপার হচ্ছে এই মুভিটি একটা পুরষ্কার ও জিতেছে। আর এটি একটি আমাদের দেশের জন্য গর্বের ব্যাপার। এখন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের নাম উল্লেখ থাকবে তা ভাবতেই খুব ভালো লাগছে। আমি আশাবাদী এরকম সব ভালো ভালো অ্যানিমেশন মুভি আমাদের দেশে আরও তৈরি করা হবে। সর্বশেষ বলতে চাই আপনারা যারা এই মুভিটি এখনো পর্যন্ত দেখেননি তারা একটু দেখে নিবেন। কেননা এই মুভিটি আমাদের দেশ সহ আন্তর্জাতিক পর্যায়েও একটি সুনাম জাগিয়েছে।

ব্যক্তিগত রেটিং


আমি নাটকটি কে ৯/১০ দিচ্ছি।

নাটকের লিংক


ধন্যবাদ সকলকে।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

টুমোরো এনিমেশন মুভির রিভিউ অসাধারণ হয়েছে। এটি একটি খুবই শিক্ষণীয় মুভি। আপনার পোষ্টের মাধ্যমে এই মুভি রিভিউটি পড়ে অনেক ভালো লাগলো। আশা করি এরকম আরো অনেক মুভি রিভিউ নিয়ে আমাদের মাঝে হাজির হবেন এবং আমরা ভালো মানের মুভি রিভিউ গুলো পড়তে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি শিক্ষনীয় মুভি রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনার টুমোরো এনিমেশন মুভির রিভিউটা খুব ভালো হয়েছে। আপনার প্রত‍্যেকটা রিভিউ আমি দেখি। বরাবরই আপনার রিভিউ গুলো সুন্দর হয়। আশা এ ধরনের মুভির রিভিউ নিয়ে অন‍্য পোস্টে হাজির হবেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাইয়া।

 3 years ago 

যখন দেখি আমাদের দেশে এতোটা ভালো কিছু তৈরি হচ্ছে তখন গর্ব হয় খুব। দিন শেষে নিজ দেশের ভালো কিছু সবার ই ভালো লাগে।

  • এখানে দেখানো হয়েছে আমাদের এই পৃথিবী কিভাবে ধ্বংসের মুখে চলে যাচ্ছে।

যা দেখানো হয়েছে তা সত্যি ই তো। আমরা তো আমাদের পৃথিবীকে একবারেই ধ্বংস করে ফেলছি।

 3 years ago 

আমরা আসলেই এই পৃথিবীরকে দিন দিন ধংশের দিকে নিয়ে যাচ্ছি যা হয়তোবা আমরা নিনেরাও জানি না। ভাইয়া আপনার এই রিভিউ পোস্ট দেখে আমার ও ইচ্ছে করছে একটা রিভিউ পোস্ট করবো। অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেন আপনি রিভিউ পোস্ট গুলি 🥰🥰🥰।

 3 years ago 

টুমোরো অ্যানিমেশন মুভিটি আমি একবার দেখেছিলাম। এই মুভিটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটি একটি শিক্ষামূলক শর্ট ফিল্ম।
আমরাই আমাদের পৃথিবীটাকে ধ্বংস করে চলেছি। আমরা মানুষেরা যদি সচেতন হয় প্রকৃতি সম্পর্কে তবে আমাদের পৃথিবীটা সজীব ও সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ ভাই আপনাকে একটি শিক্ষামূলক মুভি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সত্যিই অসাধারণ একটি এনিমেশন মুভি। তবে আমার এই মুভিটি কখনো দেখা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আমি অবশ্যই এই মুভিটি দেখব। এত সুন্দর একটি মুভি রিভিউ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার প্রত‍্যেকটা রিভিউ আমি দেখি। বরাবরই আপনার রিভিউ গুলো সুন্দর হয়। আমরা মানুষেরা যদি সচেতন হয় প্রকৃতি সম্পর্কে তবে আমাদের পৃথিবীটা সজীব ও সুন্দর হয়ে উঠবে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51