রঙ্গিন কাগজ দিয়ে গাজর তৈরি।
আজ - ৭ই কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ | শনিবার | হেমন্ত-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে কিভাবে রঙ্গিন কাগজ দিয়ে গাজর তৈরি যায় তা শেয়ার করব।
ছবিঃ কাগজ দিয়ে গাজর তৈরি ।
আজ ও চলে এসেছি সহজ এবং সুন্দর একটি ক্রাফট নিয়ে। যদিও এ গাজর গুলা অনেক আগেই তৈরি করা হয়েছিল। কিন্ত দেওয়া হয়নি। যাইহোক আমি কিভাবে এই গাজর গুলা তৈরি করা হয়েছে তা বিস্তারিত ভাবে নিচে দেওয়া হয়েছেঃ
প্রয়োজনীয় উপকরণঃ
- কাগজ।
- আঠা।
- কাঁচি।
প্রস্তুতিকরণঃ
ধাপ- ১ঃ
- প্রথমে ৯ এবং ১৩ সেন্টিমিটার একটি কাগজ কেটে নিয়েছি।
ধাপ- ২ঃ
- এরপর কাগজটিকে কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ- ৩ঃ
- এরপর কাগজের বাড়তি অংশটিকে ও ভাঁজ করে নিয়েছি।
ধাপ- ৪ঃ
- এরপর নিচের ছবির মত করে এক পাশ ভাঁজ করে নিয়েছি।
ধাপ- ৫ঃ
- অন্য পাশে ও ভাঁজ করে নিয়েছি।
ধাপ- ৬ঃ
- এবার মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে দিয়েছি।
ধাপ- ৭ঃ
- এরপর সাত সেন্টিমিটার করে একটি সোজা দাগ কেটে দিয়েছি।
ধাপ- ৮ঃ
- এরপর কাঁচি দিয়ে গোল করে কেটে নিয়েছি।
ধাপ- ৯ঃ
- এরপর ওই গোল করা অংশটিকে নিচের দিকে ভাঁজ করে দিয়েছি।
ধাপ- ১০ঃ
- এরপর সব ভাঁজগুলোকে খুলে দিয়েছি।
ধাপ- ১১ঃ
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
I love the design of these cute carrots
রঙ্গিন কাগজ দিয়ে গাজর।তৈরি করাটা অসাধারণ ছিল। আমার খুব ভালো লেগেছে আপনার এই হাতের কাজটা দেখে।
হায় আল্লাহ আমি তো মনে করেছিলাম সত্যি কারের গাজর।এটা যে রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন আমি বুঝতেই পারিনি। কাগজ দিয়ে এত সুন্দর গাজর তৈরি করা যায় সত্যি অবাক হলাম। দেখেই মনে হচ্ছিল গাজরের কোনো রেসিপি দেখবো । এখন দেখছি অন্য কিছু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গাজর তৈরি করে দেখানোর জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে গাজর তৈরি করা অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে সত্যি কারের গাজর।আমি তো প্রথমে দেখে বুঝতে পারিনি যে এটা কাগজের তৈরি।এত সুন্দর একটি কাগজ দিয়ে বানানো গাজর আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমে আমি আপনার ছবিটা দেখে ভেবেছিলাম এটা মনে হয় সত্যিকারের গাজর। কিন্তু পরে দেখি না এটা কাগজ দিয়ে বানানো। আপনার সুন্দর সৃজনশীল দক্ষতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কাগজের তৈরি গাজরটাকে। দেখে বোঝার পায় নাই এটা কাগজের তৈরি। ধাপগুলো খুব সুন্দর এবং সহজ ভাবে বুঝিয়েছেন।
আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা রইল ভাইয়া।💞❤️
রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি অসাধারণ হয়েছে ভাইয়া। আমি কখনো চিন্তাও করতে পারিনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দরভাবে গাজর তৈরি করা সম্ভব। দেখতে একদম সত্যিকারের গাজরের মতোই লাগছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর এই ধাপগুলো অনুসরণ করে যে কেউ এই সুন্দর গাজর তৈরি করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া সুন্দর একটি diy আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
ওয়াও ভাইয়া অসাধারন হয়েছে আপনার কাগজের তৈরি গাজরটি।দেখে মনে হচ্ছে এটা অরজিনাল গাজর। আপনার উপস্থাপনা বেশ দারুন আপনি খুব সহজভাবে উপস্থাপনাটা করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে দেখানোর জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
খুব ভালো একটি ডাই প্রজেক্ট। গাজর 🥕 তো ভাই খেতে ইচ্ছে করছে। শুভ কামনা রইল।
খুবই সুন্দর হয়েছে গাজর টি তৈরি করা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর ভাবে আপনি কারো কাজটি সম্পূর্ণ করেছেন। এবং আমাদের মাঝে সহজ ভাষায় উপস্থাপন করেছেন। আপনাকে আন্তরিক অভিনন্দন।