প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করা।

in আমার বাংলা ব্লগ10 months ago

আজ- ৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




flame-580342_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত কাল আসছে পর্যন্ত আমার সময় গুলো অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে। বিশেষ করে দুপুরের খাবারটা অনেকটা দেরিতে খাওয়া হচ্ছে। যার কারনে সারা দিনের খাওয়া দাওয়া সে রুটিনটা একদম অগোছালো হয়ে পড়েছে। শহর অঞ্চলে এই শীতকাল আসা মানে হচ্ছে গ্যাসের অনেক বড় সমস্যা দেখা দেওয়া। যারা লাইনের গ্যাস ব্যবহার করেন তাদের প্রত্যেকের বাড়িতেই শীতের সময়টাতে গ্যাস থাকে না। আমাদের এখানে কয়েকদিন ধরে গ্যাসের প্রচুর সমস্যা করছে। গ্যাস সারাদিন থাকলেও দুপুরের রান্নার সময়টাতে হঠাৎ করে গ্যাস চলে যায়। তবে অবশ্য কয়েক ঘন্টার পর গ্যাস আসে। যদি ও আম্মু বেশিভাগ সময় রাতে রান্না করে রাখে। তবে ফ্রিজে রাখার পর ওই রান্না টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে কিছু করার নেই মানিয়ে নিতে হবে।

এখন অবশ্য নতুন বিল্ডিং গুলোতে দেখা যায় লাইনের গ্যাস থাকে না। আমি মনে করি এ বিষয়টা বেশ ভালো। কারণ কি, গ্যাস হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এটা প্রতিনিয়ত কমতে থাকে। আর এভাবেই গ্যাস প্রতিনিয়ত ব্যবহারের ফলে কোন এক সময় প্রকৃতিতে গ্যাসটা হয়তো থাকবে না শেষ হয়ে যাবে। তাই আমি মনে করি এই মূল্যবান গ্যাস গুলোকে শুধুমাত্র বাসা বাড়িতে দিয়ে নষ্ট না করে এই গ্যাস গুলোকে কারখানায় কিংবা অন্য কোন লাভজনক কর্মকাণ্ডে ব্যবহার করা যেতে পারে। এবং এটিও নিশ্চিত করা প্রয়োজন যাতে সঠিক ব্যবহার হয় । বাসা বাড়ির গ্যাস গুলোকে অনেকেই হয়তো অপচয় করে কিংবা প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করে কারণ এখানে কোন লিমিট থাকে না। তাই এই প্রাকৃতিক সম্পত্তিকে এভাবে কাজে না লাগিয়ে লাভজনকভাবে কাজে লাগালে ভালো হয়।

গ্যাস আমাদের দেশের জন্য একটা আশীর্বাদস্বরূপ। কারণ এটি সম্পূর্ণরূপে প্রাকৃতিক একটি দান। তাই এই প্রাকৃতিক সম্পদ গুলোকে এভাবে অপচয় করার কোন মানেই হয় না। আর আমাদের সব সময় চেষ্টায় থাকতে হবে যাতে গ্যাসের অপচয় থেকে আমরা দূরে সরে আসতে পারি। সামান্য মূল্যের একটি ম্যাচের কাঠির জন্য অনেকে গ্যাস জ্বালিয়ে রাখে যেটা আসলে খুবই নিচু মন মানসিকতার একটি কাজ।

শুধুমাত্র গ্যাস নয় বরং প্রতিটি প্রাকৃতিক সম্পদ দেশের একজন নাগরিক হিসেবে সঠিক নিয়মে ব্যবহার করা উচিত। কারণ দিনশেষে জিনিসটা তো আমাদেরই। কোন কিছু অপচয় হলে বা নষ্ট হলে আমাদেরই হবে কারণ দেশটাও আমাদের। দেশের ভালো হলে দেশের মঙ্গল হলে আমাদেরই হবে। তাই এই দেশের এবং প্রকৃতির সকল সম্পদ নষ্ট করার বিরোধিতা আমাদের প্রত্যেককেই করা উচিত। অন্য যে কোন কিছু তৈরি করার ক্ষমতা থাকলেও প্রকৃতিক জিনিসগুলো তৈরি করার ক্ষমতা আমাদের কারোরই নেই , কারণ এটি সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তা একটি দান। তাই প্রকৃতি সম্পদের অপচয় থেকে আমাদের দূরে সরে আসতে হবে।

যাইহোক, আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 10 months ago 

ভাইয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন, আপনার এই পোস্টের মাধ্যমে যদি একজন মানুষও সচেতন হয়, সেটাই দেশের জন্য লাভ। গ্যাস ব্যবহার আমাদের দেশেই সম্ভবত বাসা বাড়ীতে হয়ে থাকে। অন্যান্য দেশে হয় কিনা আমার জানা নেই। শীতকালে বাসাবাড়ী গুলোতে গ্যাসের অপচয় বেশি হয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন, একটি ম্যাচের কাঠির জন্য অনেকেই গ্যাস লাইন সারাক্ষণ জ্বালিয়ে রাখেন। আসুন আমরা গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতন হই। সচেতনতা মূলক পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

দিনশেষে দেশটা তো আমাদেরই তাই আমাদের একটু সচেতন হওয়া উচিত। ধন্যবাদ আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগছে।

 10 months ago 

শীতকালে গ্যাসের সমস্যা সব জায়গাতেই। আমার বাসায় গ্যাস নেই তাই এটা নিয়ে তেমন চিন্তা করি না। যাইহোক শীতকাল এলে অনেকেই গ্যাসের অপচয় বাড়িয়ে দেয় বিভিন্নভাবে যা একদমই উচিত নয়, আমাদের সচেতনতা বাড়িয়ে এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে হবে।
আপনার লিখনীটি চমৎকার ছিল, ধন্যবাদ ভাই।

 10 months ago 

একদম সত্যি কথা, শহরে যারা থাকেন তারা প্রাকৃতিক গ্যাস বেশি মাত্রায় অপচয় করেন ।এর মধ্যে একটা ম্যাচের কাঠি বাঁচাতে তারা এই কাজটি বেশি করে ।যেটা দুঃখজনক একটি ব্যপার।প্রাকৃতিক সম্পদ অপচয় রোধ করা সকলের দায়িত্ব।এই বিষয়টা বোঝা উচিত সবার।আর এই সকল অপচয়ের কারণেই মাঝে মাঝে তাদের এই গ্যাস না থাকার সমস্যায় পড়তে হয় ।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ছোটবেলায় সরকারি কোয়ার্টার এ দেখতাম ম্যাচের কাঠি বাচাঁনোর জন্য আধা ঘন্টা ধরে গ্যাস জ্বালিয়ে রাখতো পাশের বাসার এক আন্টি। আসলেই এমন প্রাকৃতিক সম্পদের ব্যবহার বুঝে শুনে করার প্রয়োজন। কারণ এই সম্পদগুলো তো অফেরতযোগ্য সম্পদ। এখন অবশ্য নতুন কোন বিল্ডিং এই লাইনের গ্যাসের সুবিধা দেয় না।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হ্যাঁ ভাই শীতকালে গ্যাসের পাওয়ার একেবারে কমে যায়। শীতকালে রান্না করতে সেজন্য অনেক ঝামেলা হয়ে যায়। আমাদের দিকে বেশ কয়েকমাস ধরেই গ্যাসের পাওয়ার অনেক কম। মাঝেমধ্যে একেবারেই আসে না। আমার বাসায় সেজন্য আমি সব ব্যবস্থা রেখেছি। লাইনের গ্যাস,সিলিন্ডার গ্যাস এবং ইনডাকশন চুলাও রেখেছি। কারণ ফ্রিজে রাখা খাবার খেতে আমার খুব সমস্যা হয়। অনেকে গ্যাসের চুলা অন করে জামা কাপড় পর্যন্ত শুকায়। আরও বিভিন্নভাবে গ্যাসের অপচয় করা হয় বাসা বাড়িতে। নতুন করে তিতাস গ্যাস সংযোগ দিচ্ছে না,আর সেজন্য অনেক জায়গায় এখন সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করা হয়। প্রাকৃতিক গ্যাস অবশ্যই লাভজনক প্রতিষ্ঠানে ব্যবহার করা উচিত। যাইহোক আমাদের সবার উচিত প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করা। এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমারও তাই মনে হয় ভাই আসলে এই প্রাকৃতিক গ্যাস গুলো বাসা বাড়িতে না দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দিলে খুব ভালো হইতো । আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারতাম । অনেকের বাসা বাড়িতে গ্যাস অনেক অপচয় করা হয় এটা মোটেও ভালো নয় । আপনি চমৎকার কিছু কথা শেয়ার করেছি আসলে ।

 9 months ago 

যেসব প্রাকৃতিক সম্পদ গুলো একবার শেষ হয়ে গেলে আমরা আর যা পুনরায় পাবো না, সেইগুলো আমাদের বুঝে শুনে খরচ করা উচিত। এটা অবশ্য ঠিক কথা বলেছেন দাদা, বাসা বাড়িতে গ্যাসের অপচয় একটু বেশি হয় । এই গ্যাসকে কারখানার কাজে লাগিয়ে বেশি লাভজনক করা গেলে তো ব্যাপারটা বেশ ভালই হয়। প্রাকৃতিক যে কোন সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন হতে হবে । এগুলো আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54604.00
ETH 2294.93
USDT 1.00
SBD 2.34