বাহির দেখে বিচার নয়, মানুষের আসল রূপ থাকে অন্তরে ।
আজ- ৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
মানুষকে বিচার করা আমাদের স্বভাবের একটি সাধারণ দিক অনেক সময় আমরা কারো চেহারা পোশাক চালচলন বা সামাজিক অবস্থান দেখে তার সম্পর্কে মতামত গড়ে ফেলি কেউ সুন্দর হলে আমরা ভাবি সে নিশ্চয় ভালো মানুষ আবার কেউ সাধারণ চেহারার বা দরিদ্র হলে তাকে আমরা তুচ্ছ মনে করি অথচ সত্য হলো বাহিরে যা দেখি তা অনেক সময় বাস্তবতার প্রতিচ্ছবি নয় মানুষের আসল রূপ তার অন্তরে থাকে
একজন মানুষ হয়তো দামী পোশাক পরে দামি গাড়িতে ঘুরে কিন্তু তার ভেতরে থাকতে পারে অহংকার স্বার্থপরতা বা নিষ্ঠুরতা আবার অন্য কেউ হয়তো সাধারণ পোশাকে থাকে কিন্তু তার হৃদয় হতে পারে সোনার মতো পবিত্র আমাদের চোখ বাহিরটা দেখে কিন্তু হৃদয় দেখতে পায় ভেতরের মানুষকে তাই বাহির দেখে বিচার করলে আমরা প্রায়ই ভুল করি
আজকের সমাজে বাহ্যিক চাকচিক্যকে অনেক গুরুত্ব দেওয়া হয় কে কত সুন্দর কে কত ধনী কে কতটা নামী এ সবকিছুর হিসাবেই মানুষকে মূল্যায়ন করা হয় অথচ এই ভাবনাই মানবিকতার সবচেয়ে বড় শত্রু কারণ বাহ্যিক জাঁকজমক কখনোই কারো চরিত্রের পরিচয় দেয় না এক ব্যক্তি হয়তো বড় বাড়িতে থাকে কিন্তু তার হৃদয়ে ভালোবাসা নেই আরেকজন হয়তো ছোট ঘরে থাকে কিন্তু সে সবার জন্য দোয়া করে সাহায্যের হাত বাড়ায় মানুষের মঙ্গল চায়
বাহির দেখে বিচার করা মানে হচ্ছে চোখ দিয়ে এমন কিছু দেখা যার সত্যি রূপ লুকানো থাকে যেমন ফুলের রঙ দেখে আমরা তার গন্ধ বুঝতে পারি না তেমনি কারো মুখ দেখে তার মন বোঝা যায় না অনেক সময় সবচেয়ে কোমল মুখের আড়ালে থাকে কঠিন মন আর অনেক সময় নির্লিপ্ত চেহারার আড়ালে থাকে গভীর ভালোবাসা মানুষকে বুঝতে হলে তার কথায় কাজে আর আচরণে মনোযোগ দিতে হয় বাহ্যিক চেহারায় নয়
আমরা প্রতিদিন অনেক মানুষের সঙ্গে দেখা করি অফিসে রাস্তায় স্কুলে সামাজিক মাধ্যমে কারো হাসিমুখ দেখে ভাবি সে নিশ্চয় সুখী অথচ তার হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারে গভীর কষ্ট কেউ হয়তো নীরব থাকে তাই তাকে অহংকারী মনে হয় অথচ সে হয়তো জীবনের আঘাতে ভেতরে ভেঙে পড়েছে তাই নীরবতা বেছে নিয়েছে
মানুষের প্রকৃত সৌন্দর্য তার পোশাকে নয় তার ব্যবহারেই প্রকাশ পায় একটি মিষ্টি কথা একটি হাসি একটি সাহায্যের হাত এই জিনিসগুলোই মানুষের আসল সৌন্দর্য তৈরি করে চেহারা সময়ের সঙ্গে বদলায় অর্থ-সম্পদ হারিয়ে যেতে পারে কিন্তু একজন সৎ ও নম্র মানুষের হৃদয়ের সৌন্দর্য কখনো নষ্ট হয় না
বাহির দেখে বিচার করার অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ এই অভ্যাস অন্যায়ের জন্ম দেয় আমরা কাউকে চিনি না অথচ কেবল দেখেই মতামত দিই কেউ দরিদ্র তাই তাকে কম মর্যাদা দিই কেউ ভিন্ন পোশাক পরে তাই তাকে নিচু চোখে দেখি অথচ হয়তো সেই মানুষটিই আমাদের চেয়ে বেশি সৎ পরিশ্রমী ও মানবিক এই ধরনের মানসিকতা সমাজে বিভাজন তৈরি করে ধনী-গরিব সুন্দর-কুৎসিত শিক্ষিত-অশিক্ষিত এমন অনেক দেয়াল গড়ে ওঠে যা মানুষে মানুষে দূরত্ব বাড়ায়
মানুষের আসল রূপ বোঝা যায় যখন তার স্বার্থ জড়িয়ে থাকে না যখন কেউ কোনো প্রতিদান ছাড়া অন্যের উপকার করে তখন বোঝা যায় সে কেমন মানুষ আর যখন কেউ ক্ষমতা বা অর্থ পেলেও নম্র থাকে তখন বোঝা যায় তার ভেতরের গঠন কেমন তাই মানুষকে বিচার করতে হলে তার কাজ তার আচরণ এবং তার মনের শক্তি দেখতে হবে বাহ্যিক চাকচিক্য নয়
একজন ভালো মানুষ সবসময় সহজ হয় সে অন্যের কষ্ট বুঝতে পারে অন্যকে ছোট করে না আর যাদের ভেতর ভালোবাসা থাকে তারা কখনো কাউকে বাহির দেখে বিচার করে না কারণ তারা জানে মানুষ যেমন দেখা যায় তেমন নয় ভালো মানুষকে ভালো দেখায় না বরং ভালো কাজই তাকে সুন্দর করে তোলে
আমরা যদি প্রত্যেকে এই শিক্ষা নিতে পারি তাহলে সমাজে অনেক অন্যায় কমে যাবে বাহির দেখে বিচার না করে মানুষকে সুযোগ দিলে অনেক প্রতিভা সামনে আসবে অনেক ভালো হৃদয় আমাদের জীবনে আলো ছড়াবে আমরা সবাই একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতিশীল হবো
শেষ পর্যন্ত সত্যটা একটাই মানুষের আসল রূপ থাকে তার অন্তরে বাহিরে নয় বাহিরটা শুধু একটি আবরণ সময়ের সঙ্গে তা বদলায় কিন্তু অন্তরের সৌন্দর্য কখনো নষ্ট হয় না তাই কাউকে ছোট বা বড় ভাবার আগে মনে রাখা উচিত হয়তো যার দিকে আমরা নিচু চোখে তাকাই তার মন আমাদের চেয়ে অনেক উঁচু বাহিরের চাকচিক্য নয় ভালো হৃদয়ই মানুষকে মহান করে তোলে
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR



মানুষের বাহ্যিক দিকটা দেখে কখনোই মানুষকে বিচার করা উচিত নয়। বরং মানুষের মন দেখে মানুষকে বিচার করতে হবে। কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ বাহ্যিক দিকটা দেখেই মানুষকে বিচার করে থাকে। যা একেবারেই উচিত নয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।