সঞ্চয়কে বাধ্যতামূলক করা।
আজ - ২ রা ফাল্গুন, ১৪২৮ , বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক আজকের আলোচনার মুল বিষয়বস্তুতে ফিরে আসি-
সঞ্চয় ধনী-গরীব মধ্যবিত্ত প্রত্যেক শ্রেণীর মানুষের জন্যই এটি প্রযোজ্য। আমার মতো করে বলতে গেলে সঞ্চয় হচ্ছে- মানুষের আয়ের কিছু অংশ বর্তমানে খরচ না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়াই হচ্ছে সঞ্চয়। আমাদের জীবনে প্রত্যেকেরই সঞ্চয় এর প্রয়োজন আছে । জীবনে মানুষের সুযোগ সব সময় আসে না যখন আসে তখন সে সুযোগটি কাজে লাগানো উচিত। ঠিক সেইভাবে মানুষের অতিরিক্ত অর্থ ব্যয় না করে সঞ্চয় করা উচিত। সঞ্চয় যেকোনো সময় যেকোনো বড় বিপদ থেকে আমাদের সাহায্য করতে পারে। সঞ্চয় এটি একদিনের জন্য নয় বরং সবসময়ই করা উচিত। সঞ্চয় করতে হবে এটি বললেই হবে না সঞ্চয় বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আমরা সাধারণত মনে করি আমাদের আয়ের তুলনায় ব্যয় বেশি। তাহলে আমরা কিভাবে সঞ্চয় করব। আসলে সঞ্চয় হওয়ার কথা ছিল আয় এবং ব্যয়ের বাদ দিয়ে যা থাকে সেটি সঞ্চয় করা। কিন্তু বর্তমানে আমাদের আয়ের তুলনায় ব্যয় বেড়ে গিয়েছে। তাই আমাদের আর সঞ্চয় করার কিছুই থাকেনা। তাই এখন আমাদের সঞ্চয় এর জন্য উল্টে একটি পথ বেছে নিতে হবে সেটি হচ্ছে -
আয় এবং সঞ্চয় বাদ দিয়ে যেটি থাকবে সেটি আমাদের ব্যয় করতে হবে। এতে করে সঞ্চয় এটি আমাদের বাধ্যতামূলক থাকবে এবং ব্যয়ের পরিমাণ কমে আসবে।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
আমরা মনে করি সঞ্চয় একটি খুবই কঠিন বিষয়। যাদের আয় অনেক বেশি তারাই একমাত্র সঞ্চয় করতে পারে। এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যার মাসিক ৩০ হাজার টাকা বেতন তার ও অভাবে থাকে আর যার মাসিক ৫০ হাজার টাকা বেতন সে ও অভাবে থাকে। যার যত আয় বেশি তার ততো ব্যয় বেশি।
ধরুন একজন ব্যাক্তির মাসিক ইনকাম ছিল ১০ হাজার টাকা। আর এই ১০ হাজার টাকা দিয়ে অনেক বছর সংসার চালিয়েছে। কিন্তু চাকরির প্রমোশনের কারনে এখন তার বেতন ৩ হাজার টাকা বেড়ে ১৩ হাজার টাকা হয়েছে। তাহলে কি আমরা ধরে নিব সে এখন ৩ হাজার টাকা সঞ্চয় করছে। ব্যাপারটা কিন্তু মোটেও এমনটা নয়। দেখবেন দিন শেষে তার সব টাকায় সংসারে খরচ হয়ে গেছে।
তাই সঞ্চয় এটিকে আমাদের জীবনে বাধ্যতামূলক করে নিতে হবে। আয়-ব্যয় বাদ দিয়ে নয় বরং আয় এবং সঞ্চয় বাদ দিয়ে ব্যয় করতে হবে।
তো চলুন সঞ্চয় আমাদের জীবনে কিভাবে কাজে আসে সে রকম একটি ঘটনা আপনার সাথে শেয়ার করি -
একজন রিকশাচালক সে প্রতিদিন রিকশা চালানোর পর যে অর্থ উপার্জন হয় সে অর্থ দিয়ে প্রতিদিনের বাজার করে। তার স্ত্রী প্রতিদিনের আনা বাজার থেকে খুবই সামান্য কিছু বাজার রেখে দেয়। আর এমনটি রিকশাচালকের স্ত্রী প্রতিদিনই করে। চাল আনলে এক মুঠো চাল রেখে দিত। তেল আনলে কিছু তেল বোতলের এক কোনায় রেখে দিত। এরপর হঠাৎ একদিন রিকশা রিকশাচালক অসুস্থ হয়ে পড়ে যার কারণে সেই রিকশাচালক আর রিকশা চালাতে যেতে পারেনি। তাই রিকশাচালক একটি নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় কিভাবে তার সংসার চালাবে। কিন্তু রিকশাচালকের স্ত্রী তার সে জমানো বাজারের কথা বলল। আর অনেকদিন ধরে এমন বাজার জমানোর ফলে অনেক বাজার জমে গিয়েছে আর এই বাজার দিয়ে সে বেশ কয়েক মাস বসে বসে খেতে পারবে।
আর এর থেকে আমরা বুঝতে পারি সঞ্চয় আমাদের জীবনে কতটা উপকারে আসে।
সঞ্চয় এটি কোন কঠিন ব্যাপার নয় যদি এটাকে আমরা অভ্যাসে পরিণত করতে পারি। অল্প অল্প করে সঞ্চয় করলে দেখবেন কোন এক সময় বিশাল অংকের পরিণত হয়েছে। সঞ্চয় বাড়াতে আমাদের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

ভাই এই কথাটা একদম ঠিক। আমি নিজেও অনেক টাকা ইনকাম করতাম এক সময়, তখন যে ভাবে চলতাম এখন তার ৪ ভাগের ১ ভাগ ইনকাম আসে এখনো প্রায় সেই ভাবেই চলি, তবে তখন বাড়তি খরচ বেশি ছিলো যেগুলো ব্যক্তিগত জীবনে কোনো কাজে আসে নাই। আসলে আমাদের টাকা জমানোর অভ্যাস আমাদের জীবণ বদলে দিতে অনেক বড় ভূমিকা রাখে।
রিক্সাচালকের উদাহরণ ছিলো একটা পারফেক্ট উদাহরণ। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আশা করি এখন থেকে যাই পারি টাকা জমাবো। ১+১+....১০০০ টাকা। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
জীবিকা নির্বাহের জন্য আমাদের কিন্তু বেশি অর্থের ব্যয় হয় না। আরাম-আয়েশ সাজসজ্জা এই সবকিছুতেই বেশি অর্থ ব্যয় হয়। তাই এসব কিছু কমিয়ে আনলেই কিন্তু খরচ কমে যায়।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য।
❣️❣️❣️
ভাই আপনার মত সকালে আমিও একই সার্ভার সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তখন ভেবেছিলাম এটা হয়তো আমার নেটওয়ার্ক প্রবলেম। যাই হোক সঞ্চয় সম্পর্কে আপনি বেশ গুছিয়ে আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। আসলেই প্রত্যেক মানুষের উচিত সঞ্চয় এর অভ্যাস গড়ে তোলা। কেননা কাল কি হবে তা আমরা কেউ জানিনা
আমাদের মত মধ্যবিত্ত মানুষদের জন্য সঞ্চয় করা বাধ্যতামূলক। কারণ আমরা যদি কোনো একটি বিপদে পড়ি তাহলে এই সঞ্চয় একদিন আমাদের বিপদের দিনে কাজে লাগবে। সঞ্চয় করার জন্য যেমন অর্থ প্রয়োজন তেমনি সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ইচ্ছাশক্তি। আমাদের যদি ইচ্ছা থাকে সঞ্চয় করার তাহলে আমরা যেভাবেই হোক না কেন আমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই সঞ্চয় করবো। আর যদি সঞ্চয় করার মতো ইচ্ছে শক্তি না থাকে তাহলে হাজার টাকা থাকলেও কখনো সঞ্চয় হবে না। তাই মনকে স্থির করে সঞ্চয়কে বাধ্যতামূলক করা উচিত। ভাইয়া আপনার এই গুরুত্বপূর্ণ পোষ্ট পড়ে সকলের মাঝে সঞ্চয় করার মানসিকতা তৈরি হবে। আপনি অনেক সুন্দর ভাবে সঞ্চয় করার জন্য সকলকে উৎসাহিত করেছেন। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেইসাথে আপনার জন্য শুভকামনা রইলো।
অনেক ভালো লিখেছেন ভাই। আপনার একটা কথা ভালো লাগলো যে বলেছেন যার আয় যতো বেশি ব্যয় তার ততো বেশি হয়ে থাকে।তাই আমরা যদি আসলে ইচ্ছা করি সঞ্চয় করতে আসলে ১ হাজার টাকা থেকেও সঞ্চয় করা যায়। খুব ভালো লাগলো ভাই। শুভ কামনা রইল আপনার জন্য।
ভাই আপনার উপরের কথাটির সাথে আমিও একমত। বর্তমানে যেভাবে মানুষের ব্যয় বেড়েছে সেই হিসাব করে যদি আমরা সঞ্চয় করি, তাহলে কখনোই কিছু করতে পারবে না। আর এই জন্যই প্রয়োজন সঞ্চয় করার পর যা থাকবে তাই আমাদের হিসাব করে ব্যয় করতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। এই বিষয়টা এখন আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় একদম ঠিক বলেছেন।
এই বিষয়টা যেন আমাদের সাথে একদম মিলে গেছে। আয় যতই করি না কেন ব্যয় ঠিক তত বেশি হয়। আপনি সঞ্চয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমি অনেক কিছুই জানতে পেরেছি। আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
ভাইয়া আপনি আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। আসলে জীবনে সুযোগ বারবার আসেনা। সেই সুযোগকে কাজে লাগানো হচ্ছে বুদ্ধিমানের কাজ। "সঞ্চয়" এই কথাটির সাথে আমরা সকলেই পরিচিত কিন্তু আমরা ভাবি আমাদের এই ক্ষুদ্র আয় থেকে কিভাবে সঞ্চয় করব। কিন্তু একবারও চিন্তা করিনা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একদিন আমাদের বিপদের সঙ্গী হবে। কথায় আছে যার যত আয় তার তত ব্যয়। তাই আমাদের ক্ষুদ্র আয় থেকেই যদি আমরা আমাদের নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করি তাহলে একসময় আমরা অনেক লাভবান হব। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ভাইয়া আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে আলোকপাত করেছেন আমি একদিন এ বিষয়টি নিয়ে আলোকপাত করেছিলাম সঞ্চয় কি বলা হয় ভবিষ্যতের স্তম্ভ। ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত কোন সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই সঞ্চয় করতে হবে। শুধু সঞ্চয় করলে হবেনা সেই সঞ্চয় জন্য টাকা ইনকামের একটি হাতিয়ার হয় সে ব্যবস্থা আমাদের করতে হবে। টাকা অলস ভাবে ফেলে রাখার কোন মানে হয়না। আমরা যা ইনকাম করি তার থেকে যদি প্রতিমাসে অন্তত দশ পার্সেন্ট সঞ্চয় করে তাহলে দেখা যাবে একটা সময় এসেছে আমাদের অনেক বড় একটি এমাউন্ট সঞ্চয় দাঁড়াবে। তখন হুট করে কোন বিপদে পড়লে অন্য কারো কাছে চাইতে হবে না। নিজের সমাধান করার মত যোগ্যতা আপনার থাকবে। কিন্তু আমাদের মাঝে খুব কম মানুষই আছেন যারা সঞ্চয় করেন না। যারা দূরদর্শী চিন্তা ভাবনা করে তারা অবশ্যই এই দিকটা বেশি নজর দেয়। ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া আসলে জীবনে উন্নতি করা যায় না। আপনাকে একটা কথা বলি ভাইয়া আমি নিজেও কয়দিন আগে ঠিক করেছি যা সঞ্চয় করব তার একটি অংশ সঞ্চয় করবে যেমন স্টিম প্ল্যাটফর্ম থেকে আমি যা ইনকাম করি তার থেকে আমি প্রতিমাসে চেষ্টা করব 20% সেভিংস রাখার জন্য। এই সেভিংস রাখার একটি উদ্দেশ্য আমার আছে । প্রায় ছয়-সাত মাস পরে আমার বেশ কিছু টাকার প্রয়োজন হতে পারে সেজন্য আমি এখন থেকে চেষ্টা করছি কিছুই স্টিম প্রতি মাসের সঞ্চয় করে রাখার জন্য।
স্টিমিট থেকে আয় করা অর্থের 20% অর্থ আপনি সঞ্চয় করবেন বলে ঠিক করেছেন বেশ ভালো একটি উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটি কে আমি সাধুবাদ জানাই।
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সে ছোটবেলা থেকেই সবসময় সঞ্চয় এর বিষয়টি আমি মাথায় রেখে খরচ করি । আর এই গুনটি আমি আমার আব্বু থেকে পেয়েছি।
খুব ভালো লাগল শুনে ভাইয়া।
আমার জন্য বেস্ট কিছু কথা ছিলো ভাইয়া।
আমাকে দেখলে যে কেও বলবে সব টাকাই তো সঞ্চয় করার কথা।তবে সত্যি বলতে একেবারেই করা হয়ে উঠেনা।বুঝি যে এটা অনেক দরকার, তাও কেনো জানি পারিনা।
চেষ্টা করুন দেখবেন ঠিক পারবেন।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, আপনার এতো সুন্দর মূল্যবান পোষ্ট এর জন্য। আপনি হয়তো আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে অনেকেরই অন্তর চক্ষু খুলে দিতে পেরেছেন। বিন্দু বিন্দু জল এ সিন্ধু সাগর তৈরি হয় এটা আমরা সবাই জানি। আর ছোট ছোট সঞ্চয় করে, অনেক বড় স্বপ্ন পূরণ করাও সম্ভব। ভাইয়া আপনার একটি কথা আমার খুবই ভালো লেগেছে, তা হল সঞ্চয় আমাদের জীবনে বাধ্যতামূলক করে নিতে হবে,আয়-ব্যয় বাদ দিয়ে নয় বরং আয় এবং সঞ্চয় বাদ দিয়ে ব্যয় করতে হবে। যে কাজটি আমরা অনেকেই করিনা। তাই আপনার এই মূল্যবান ও গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের জীবনের পথের পাথেয় হয়ে থাকবে।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।